নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

যে ভালোবাসা তোমাকে বাসে নাই কেহ

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫২

ভালোবেসে কোনো মানবী শেখায়নি নদীর জলের উচ্ছলতায় কত কোমলতা থাকে ? /

শাফিক আফতাব /



....কিছুই থাকেনি, আমি খুব করে আগলে রাখতে চেয়েছি।

মায়ের মতোন সবটুকু মাতৃত্ব দিয়ে কনকনে শীতের প্রকোপে সম্পর্কের

নবজাতককে আগলে রাখতে চেয়েছি ।

তবু বাঁধন ছিড়েঁ গেছে, মানুষগুলো ভুল বুঝে হোক, দুষিত রক্তের তেজে হোক __

বংশগতির ধারায়, কিংবা স্বার্থের গোলকে পড়ে ছিন্ন করে দিয়েছে ভ্রাতৃত্বের তার।

আমি সর্বহারা মানুষের মতোন ইতিমের চোখে শূন্যেতা নিয়ে ছলছল করেছি।



কী করে মানুষ মানুষের সাথে দীর্ঘ জীবন কাটায় ?

কী করে অটুট বন্ধনে তারা বাস করে ভালোবাসার বায়বীয় আবহে ?

কী করে তারা পাথরে ফুল ফোটায় ?

আমি ভেবে পাই না,

ভালোবেসে কোনো মানবী শেখায়নি নদীর জলের উচ্ছলতায় কত কোমলতা থাকে ?

ঝাউয়ের জোনাকীদের সাথে তারাদের কত নিবিড়তা ?

কেউ খাঁটি গাইয়ের একবাটি দুধে আমাকে আপ্যায়ন করে নি।



আমি ভালোবেসে বালুচরে বেঁধেছিলাম যে ঘর, গতরাতের মরুঝড়ে তা দুমড়ে মুচড়ে গেছে.......



১৬.০৩.২০১৪



যে ভালোবাসা তোমাকে বাসে নাই কেহ/

শাফিক আফতাব /



....যে ভালোবাসা বাসে নাই কেহ

যে প্রেমের খবর জানে না কেহ

যে দেশের কথা জানে না কেহ

সেই ভালোবাসা তোমাকে বাসিবো

সেই প্রেমের খবর তোমাকে দেবো

সেই দেশেতে নিয়ে যাবো তোমাকে



ঘাসের শিশিরে যে শুভ্রতা থাকে

ফুলের ঘ্রাণ যে মদিরতা থাকে

কী সুধা থাকে ধরার স্বর্গলোকে

সেই শিশিরে তোমাকে ভেজাবো

সেই ঘ্রাণে তোমাকে জড়াবো

সেই স্বর্গলোকের রূপ দেখাবো তোমাকে



যে ভালোবাসা তোমাকে বাসে নাই কেহ

সেই ভালোবাসা দেবো, এসো হে প্রিয় ....

১৬.০৩.২০১৪



মরা নদীর মতোন স্মৃতি নিয়ে রাত্রি জাগি /

শাফিক আফতাব /



আমি পথের কাছে হেরে গেছি,পথ আমাকে নিয়ে চলে,

আমি জলের কাছে হেরে গেছি, জল আমাকে স্রোতে ভাসায়,

আমি সময়ের কাছে হেরে গেছি, সময় আমাকে ক্ষয়ে দিয়ে যায়,

আমি তোমার কাছে হেরে গেছি, তুমি ভালোবাসা বদল করো।



আমি দিনের কাছে হেরে গেছি, দিন রাত্রির কোলে আত্মসমর্পণ করে,

আমি রাত্রির কাছে হেরে গেছি, রাত ভোরের অালোয় মিলিয়ে যায়,

আমি স্বপ্নের কাছে হেরে গিছে, স্বপ্ন আলেয়ার সাথে খেলা করে,

আমি মানুষের কাছে হেরে গেছি, মানুষগুলো প্রতারণা করে।



আমি তাই পথ চলিনা, থেমে থাকি পাহাড়ের মতোন,

আমি তাই জলের কাছে যাই না, স্রোতের করাল থাবায়,

আমি স্বপ্নের কাছে যা্ই না, স্বপ্ন ভঙ্গে আমি বিক্ষত হই,

আমি আর তোমাকে ভালোবাসি না, তুমি শুধ কষ্ট দাও।



আমি আজ মরা নদীর মতোন স্মৃতি নিয়ে রাত্রি জাগি ;

কল কল ধ্বনি তুলে তবু গেয়ে যায় কত অনুরাগি।

১৬.০৩.২০১৪



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.