![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভালোবাসার দিনগুলি বিদ্যুত ছড়ায়, স্মৃতির ঘর্ষণে __
ক্ষত-বিক্ষত হয় আমার কোমল হৃদয় ;
হাওয়ার সাথে সেই নদীকূলে যাই ভালোাসার টানে,
কত সুখ কত আনন্দ ভেসে আসে রোদ্দুর বর্ষণে।
নিজকেই আজ অচেনা লাগে, এমন কি অামি ছিলাম?
তুলনামূলক আলোচনায় কে বলবে এই আমি, তোমার সেই আমি !
বাস্তবের আঘাতে, পরাবাস্তবের যাদুর মন্ত্রে এ-কী হাল ! হৃদয়খানি,
আমার কে নিয়েছে যেন বহুদিনের নিলাম।
পাঁজরের খুঁটিতে ব্যথা, ভালোবাসার জুটিতে দ্বন্দ্ব,
সেই ভালোবাসার দিনেরে মতোন বাতাস বয় না মৃদমন্দ ;
তবু স্মৃতির ঘর্ষণে ভালোবাসার দিনগুলি ভাসে বায়োস্কোপে পর্দায়,
আমি বড় নেশোখোর আজ, দিন যায়, গাঁজায়, তামাকে__ জর্দায়।
ভালোবাসার বয়স বাড়ে, আমি হই সুপক্ক এক সাবালক লোক ;
তবু আজ শুনতে ই্চ্ছে হয়, ভালোবাসার মানবীর রূপকথার শোলক।
১৮.০৩.২০১৪
ভালোবাসার মানবীর রূপকথার শোলক /
শাফিক আফতাব /
©somewhere in net ltd.