![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
রাত্রিশেষের শিশিরের মতোন টপটপ পড়েছে বেদনার জল
ফুঁপে ফুঁপে হৃদয়ের শূন্যতাগুলো হয়েছে ভোরের বাতাস
আবার হাহাকার দুলে উঠেছে পৃথিবীর তল
তবু কোথাও পাইনি এতটুকু ভালোবাসার প্রকাশ।
সুদর্শন মানুষের কাছে মানবিক মূল্যবোধের কথা বহুত শুনেছি
বিদগ্ধ পণ্ডিতবর্গ কত প্রাঞ্জল ভাষায় গরম করে জনসভার মাঠ
অথচ রাত্রির গভীরে বৈতনিক বেগানার চাপে কেঁপে ওঠে খাট
আমরা বাধ্য হয়ে তাদের তবু ভালোবাসি।
দেশ ও দেশের সেই সব পরম পুরুষের পাশাখেলায়
সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ বিরাজ করে ইবলিশের পুত্রগণ
তাদের শরীরে আহা পাশ্চাত্য পুরুষের মতোন রমণ
আমি হেরে গেছি সেই সব ইবলিসের নিয়মের খেলায়।
আমি তো হেরে গেছি, আমার আজ কিছু নেই,
আমার কোনো পৃথিবী নেই, আমার বাস আজ আপন ঘরেই।
....................................................................।
এত বেদনার ভার কী করে বয়েছি...........
....এতগুলো দুঃখ নিয়ে কী করে দিন গেছে
কী করে বহন করেছি দুঃখের ভার
এত করে তোমাকে ভালোবেসে
কী ভাবে পাড়ি দিয়েছি অথই পারাবার
এমন অনেক দিন গেছে
সারাদিন অবিরাম দুঃখবেদনার ঝরঝর বর্ষণ
কেউ একজন কাছে এসে
শিশির স্পর্শে শান্ত করেনি ক্ষুধিত মন
আমি পাহাড়ের মতোন নীরবে গলে গলে
বিশুদ্ধ জলের প্রপাত রচনা করেছি
আমি তবু মন খুলে ভালোবেসেছি
যদি কারো মন ভেজেছি আঁখিজলে
এত বেদনার ভার কী করে বয়েছি
এতদিন পর মনে পড়ে নীরবে কাঁদছি
.......এত বেদনার ভার কী করে বয়েছি...........
....এতগুলো দুঃখ নিয়ে কী করে দিন গেছে
কী করে বহন করেছি দুঃখের ভার
এত করে তোমাকে ভালোবেসে
কী ভাবে পাড়ি দিয়েছি অথই পারাবার
এমন অনেক দিন গেছে
সারাদিন অবিরাম দুঃখবেদনার ঝরঝর বর্ষণ
কেউ একজন কাছে এসে
শিশির স্পর্শে শান্ত করেনি ক্ষুধিত মন
আমি পাহাড়ের মতোন নীরবে গলে গলে
বিশুদ্ধ জলের প্রপাত রচনা করেছি
আমি তবু মন খুলে ভালোবেসেছি
যদি কারো মন ভেজেছি আঁখিজলে
এত বেদনার ভার কী করে বয়েছি
এতদিন পর মনে পড়ে নীরবে কাঁদছি.......
©somewhere in net ltd.