নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

বাতাসে দোলে আহা কী সুন্দর লাউপাতা / শাফিক অাফতাব /

২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪১

বাতাসে দোলে আহা কী সুন্দর লাউপাতা

সোনার মোহর ঢেকে রেখেছে রঙিন ছাতা

রসনায় পুলকগণ গুনগুন করে

ভালোবাসার জন্য তারা মাথাকুঁটে মরে।



নরম রোদেরা তার চোখে ঝিকিমিকি খেলে

নদীরা জলেরা তারে দেখে ঝিলিমিলি করে

আমি আজ হায় তারে যেন পেলে

বুঝাতাম, কত সুধা থাকে মধুকরে।



কচিপাতাদের মতোন নরম অনুভবে

ভালোবাসিতাম তারে মহা উৎসবে

দিতাম তারে আমি সাত রাজার ধন

যদি দিতো সে আমারে তার ছোট্ট মন।



বাতাসে দোলে আহা কী সুন্দর লাউপাতা

সোনার মোহর ঢেকে রেখেছে রঙিন ছাতা

২০.০৩.২০১৪

.................................।

মনের ভেতরে আজ ভালোবাসার গুনগুন /

শাফিক আফতাব /



মনের ভেতরে ভালোবাসার কচিপাতাদের অঙ্কুর

সদ্যফোটা ফুলের সুবাসের স্পর্শ

আমাকে কে কোথায় যেন টানে, মনে হয় অভিকর্ষ

আমার মনে বাজে কার যেন নুপুর।



কে যেন এলো চৈত্রদিনে মনের কানায়

কে যেন ভরে দিলো কৃষকের গোলাভরা ধান

কে আমাকে নিয়ে গেলো অজানায়

অলক্ষ্যে কে যেন গেয়ে যায় গান।



পাখির ছানাদের মতোন কে যেন ফুটে উঠলো

ফুটফুটে ভালোবাসার শব্দে আমাকে শোনােচ্ছে আবহসংগীত

আহা কার সাথে যেন হয়ে গেলো আমার গভীর পিরিত

আমাকে ভালোবাসতে কে যেন মাথা কুটলো।



মনের ভেতরে আজ ভালোবাসার গুনগুন

আহা আজ কনকনে শীতের রাতে কে জ্বালালো উনুন?

২০.০৩.২০১৪

.....................................................

এতগুলো ভালোবাসা গোলাভরে রেখেছো

একটুও দাওনা অনাথেরে মোরে

সত্যি তুমি আমায় ভুলে গেছো

সত্যি বদলে গেছো যাদুর তোড়ে।



সম্মুখেই পুড়ে যাই, করনা করুণা

চেয়ে দেখো হে আমার সুন্দবী বরুণা

চেয়ে দেখো কী আছে আমার ভিতরে

মরে যাবো তবে প্রেমের জ্বরে।



ভালোবাসার ভারে ভরপুর তুমি

তোমার আজ আছে বায়ু মৌসুমী

তোমার আছে আজ সুরের ব্যঞ্জনা

আমাকে শুধু করে ঘৃণা গঞ্জনা।



ভালোবেসে তুলে ধরে ফুল

সার্স দাও আজ রাতের গোগুল।



...................

নারীর দেহ কষে পাই আনন্দের সারাব /

শাফিক আফতাব/



পুলকের বোঁট যদি ঠোঁটে এসে কথা কয়

স্বর্গের ফল যদি অনায়ায়ে পাই

কী সুধাবে আর আমারে লালন শাঁই

সুন্দরের সাথে আমার কত অন্বয়।



নারীর দেহ কষে পাই আনন্দের সারাব

নারীর মনসেচে পাই রমণের আস্বাদ

জীবন তাই যদি হয় অথই অগাধ

মিছে কেনো দেখো মিথ্যের খোয়াব।



হাতের মুঠোতে নারী বাস্তব আনন্দ

মিছে কেনো কল্পনার অধিক দহন

কবিতা পাঠে আসে তাই এতই ছন্দ

বসন্তের বাতাস তাই এত শন শন।



পুলকের বোঁটে ঠোঁট রেখে হারাই অনন্তে

পাখিগুলো উড়ে যায় বন বনান্তে।

২০.০৩.২০১৪

............।



ভালো করে ভালোবাসি এসো সখী আজ

শাফিক আফতাব /



ভালো করে ভালোবাসি এসো সখী আজ

আজ কোনো কাজ নয় সারাটিবেলা

আজ তোমার সাথে আমার পাশা খেলা

দূরে থাক আজ তবে দেশ আর সমাজ।



অনেক দিয়েছি দেশে আজ আর না

আমি চাই তুমি আজ হও বেগানা

আমি চাই তুমি আজ আমার শুধু

আহা !অলিগুলি খেয়ে যায় ফুলের মধু।



পাখি উড়ে ফুুল ফোটে নদীরা বয়

আমার মন শুধু থেমে থেমে যায়

তুমিহীন ছন্দ নাই গীতিকবিতায়

তুমি আছো আমি তাই রাজার তনয়।



ভালো করে ভালোবাসি এসো সখী আজ

দূরে থাক আজ তবে দেশ আর সমাজ।

২০.০৩.২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: কচি লাউগুলো কে চুরি করলো!!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৭

অনুপম অনুষঙ্গ বলেছেন: এইটা তো জানিনা মামুন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.