![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ভালোবাসা কতরূপ বোঝাতে পারিনি তোমাকে, তুমি শুধু বাড়ি গাড়ী
বুঝে গেলে নারী, নদীর জলের সাথে আলোর যে ঝিলমিল,জোনাকীর
সাথে মিটমিট প্রোজ্বলতার যে নিবিড়তা, অসীম নীলের সাথেদিগন্তের
যে বিস্তার,সেতারের সাথে সুরের যে আ্ত্মীয়তা,আর নীরবতার সাথে
কোলাহলের প্রগাঢ়তায় যে ভালোবাসা থাকে,তাকে কী করে তেমাাকে
বোঝাবো আমি ? ভালোবাসা থাকে বৃক্ষের পাতায়, গীতিকবিতার
ছন্দের স্রোতে, তোমার চুলের বিন্যাসে,কপোলের টোলে,চোখের নীলে
গাঙচিলের পাখনায়, শাপলার ঝিলে আর তোমার অন্তর্গত সৌন্দর্যে,
তুমি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালিন অধ্যাপকের মতোন দ্রুত পাঠ্য
বিষয়সমূহ্ সমাধান টানো। কিংবা পতিতা পল্লিতে পেশাদার বেশ্যার
কামনায় যেমন থাকে দায়সাড়া কার্যপ্রণালী, কিংবা বর্গাচাষী যেমন
চষেন জমিদারের জোত,অমন অমন যন্ত্রমানবী তুমি প্রযুক্তি যুগে
বড় যান্ত্রিক ভালোবাসায় আমাকে ভোলাতে চায়। অথচ এই আমি
খাঁটি চাষার ছেলে তোমার ধ্রুপদী ভালোবাসা পেতে ঠাঁয় বসে আছি।
২০.০৩.২০১৪
ধ্রুপদী ভালোবাসা পেতে ঠাঁয় বসে আছি/
শাফিক আফতাব /
©somewhere in net ltd.