![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কোনো কিছুই আর সহজ মনে হয় না
জলের গভীরে হাঙর, শূন্যে দুষিত বাতাস,
মেঘেরাও পক্ষপাত করে, বললো আকাশ,
দিনদুপুরেই এই শহরে সবাই রাতকানা,
কোনো কিছুই আজ সহজ মনে হয় না
দিনগুলো বন্ধ্যা নারীর মতোন উচ্ছল
রাতের আঁধারে নরম বিছানা
চাকরি আজ রূপকথাকাহিনীর স্বর্ণফল।
শালারা মামা হলে জোটে চাকরি
নয়তো উর্ধ্বগতির দ্রব্যমূল্য
কিংবা যদি উপহার পায় নারী
তখনই বশের জোটে আনুকূল্য।
কোনো কিছুই সহজ নয় আজ
রহস্যের মানুষে ভরপুর সমাজ...
২৬.০৩.২০১৪
ভালোবাসার ভার/
শাফিক আফতাব/
কাকে দেবো ভালোবাসার ভার
কার কাছে হবো নিবেদিত
কে করবে প্রণিত
এই বসন্তে কে হবে আমার ?
আমি তো নিঃসঙ্গ এক নির্জনপাহাড়
গলে গলে শুধু ঝর্ণা ঝরাই
কিছুতেই নেই বড়াই
এই বসন্তে কি দেখা হবে তার ?
সে কেনো চলে গিয়েছিলো
কিছুই তো বলিনি তাকে
শুধুই কি অভাবের পাকে
সে আমাকে পর করেছিলো ?
সেই থেকে ভালোবাসাগুলো মজুদ
কে নেবো ভালোবাসা ? চাইবো না সুদ।
২৬.০৩.২০১৪
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনি বললেন ভালো । অনেকেই নাক ছিটকায়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাকে দেবো ভালোবাসার ভার
কার কাছে হবো নিবেদিত
কে করবে প্রণিত
এই বসন্তে কে হবে আমার ?
দারুণ ।আপনার লেখা এমনিতে অনেক ভাল।