![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তুমি ভূত বিশ্বাস করোনা
অথচ তোমার নিজের মধ্যেই থাকে অলৌকিক ভূত
এই যে তুমি পথ চলো, আকাশে দেখো, ভালোবাসো, মন বিনিময় করো
এই সব ভূতেরই কারবার।
তোমার মধ্যে সেই অলৌকিক ভূত আছে বলে তুমি উত্তেজিত হও
যুদ্ধ বাধাও, রমণে বমন করো, ভালোবেসে প্রাণ বলি দাও
গোলাপ ছেঁড়ো, গহীনে মুখ ডুবে দাও, তরুণীর মনে জায়গা করতে চাও।
ঐ যে আলো জ্বলে, ভোর হয়, নক্ষত্রে নারীর সৌন্দর্য
নারকেলের গহবরে শাঁস, আতপ জল, ধানের দানা, আম-আঁটি
সব কিছুতেই এক অদৃশ্য ভূত সংগোপণে বুনে দেয় ভোজ্য
তুমি তোমার কথাই ভেবে দ্যাখো, এই যে তোমার কথার স্বর,
ধ্বনির ব্যঞ্জনা, তোমার হৃদয়ে নারীর উপস্থিতি, তোমার দেহে ছেড়ে
শূন্যে প্রস্থানের প্রক্রিয়া,__তুমি সব ভেবে দ্যাখো, দেখবে সব অলৌকিক
স্টিমারে চলছে হাওয়ায়, তোমার বলে কিছু নেই, তুমি এক অদৃশ্য কর্তার যাদুর
ছোঁয়ায় চলছো__দেহ থেকে প্রাণ চলে গেলে তোমার প্রেম তোমার ভালোবাসা
তোমার আস্ত সাধের দেহ ভাগাড়ে ফেলে শূন্যে উড়ে, আর তোমাকে খায় মাটির ঘুণে
পোকা, অতঃপর তুমি পৃথিবীর বৃক্ষের, ফসলের খাদ্য হও__ঘুরেফিরে আবার
তোমাকে খাও, মানব সন্তান, প্রাণী কিংবা জীব,
তুমি আসলে ভূতেরই আঁচড়ে বেচে থাকো, এক অলৌকিক ভূত তোমাকে হাসায় কাঁদায়
ভালোবাসায়, তোমার দেহ নিয়ে, মন নিয়ে কত কাজ করে, কত নিবীক্ষা করে....
০৪.০৪.২০১৪
©somewhere in net ltd.