![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমার কোথাও যাবার কোনো পথ ছিলো না __
তুমি ছিলে,
বাঁচার অবলম্বন, ভালোলাগার, ভালোবাসার একামাত্র অনুষঙ্গ ছিলে তুমি,
সেই তুমিও বদলে গেলে __
এখন আমি কোথা গিয়ে দাঁড়াই
কার কাছে দাঁড়াই
কাকে বলি, বড় তৃষ্ণা আমার ভেতর
অনেক কথা জমা আছে আমার, অনেক ভালোবাসা জমা আছে,
বহুদিন ভালো না বেসে না বেসে কৃপণ এক কৃষকের মতোন
অনেক ধানে গোলা ভরেছি।
আমি তোমার জন্যই মরেছি আর বেঁচেছি।
আমি আর কোথাও যাই না __
তুমি ফিরিয়ে দিয়েছো বলে আমার আর নেই ভালোবাসার নেশা,
তুমি কষ্ট দিয়েছো বলে ভালোবাসার সাধ আমার মিটে গেছে,
আমি আজ গোলাপ ছিঁড়তে কষ্ট পাই
শিশিরের শব্দে শুনে দুঃখ পাই,
ভুল গেছি নান্দনিক শব্দচয়ন,
ভুলে গেছি ভালোবাসার আঙ্গিক, গঠন, আর পঠন-পাঠনের সূত্রাবলি।
আমি আর কোথাও যাই না,
ভালোবাসি না
ভালোবাাসাহীন এক নিথর পাথর পড়ে থাকি, ঝর্ণাধারায়...
০০৫.০৪.২০১৪
©somewhere in net ltd.