![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
রাত্রিশেষের শান্তাহার স্টেশন, কেমন সুনসান !
গাঢ় আঁধারের স্তব্ধতা, জংসনের গোড়ায় ভাঁটগাছের গোলপাতা,
তার নিচে ভ্রাম্যমান পতিতার আস্তানা, অদূরে লালঘর, ট্রেনের হুইসেল।
রাত্রিশেষের শান্তহার স্টেশন, রেললাইনগুলো পড়ে আছে বাঁকানো সর্পের
মতোন। পথশিশুরা ঘুমিয়েছে প্লাটফর্মের ঘিঞ্জি স্যাঁতস্ঁযাতে ফুটপাতে।
খদ্দের টোকাচ্ছে মাগিদের দালাল, কেউ সপ বিছিয়ে ঘুমিয়েছে।
রাত্রিশেষের শান্তাহার স্টেশন, কনকনে শীতের রাত, হাড় কাঁপানো বাতাস
আমি ষোড়শযুবক এক,
বুকস্টলে সাজানো রবি ঠাকুরের গীতিবিধান দেখে যাই স্বপ্নিল চোখে
চুরুটের গোড়ায় টান,
খানিক পরেই শোনা যায় আযান,
গর্তের ভেতর থেকে আসে শেয়ালের মতোন মাথায় শীতের শিশির ভেজানো
ক্লান্ত ট্রেন। পাদানীতে ভর দিয়ে আমি ট্রেনে উঠি
নাটোর নবাব সিরাজউদৌলা সরকারি কলেজে ভর্তির শেষ তারিখ কাল
বুকে চাদর জড়িয়ে আমি সিটে বসি,
ঝিকি ঝিকি ট্রেন চলতে থাকে, আমি গন্তব্যহীন পথের দিকে যেতে থাকি
নাবালক বুকে সাহসগুলো আঁতকে ওঠে.....বাবার দেয়া টাকাগুলো গুনে গুনে
দেখি, ভর্তি আর মেস খরচ সংকুলান হবে তো ? !!
২৭.০৬.২০১৪
©somewhere in net ltd.