![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্মখালি
দেবব্রত দত্ত
পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এম. এ,
চাকির পাওয়ার চেষ্টা ক’রে যায় না তবু থেকে।
মদন পেলো গোপন খবর, আলিপুরের জু-তে,
বনমানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে।
বনমানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়,
মাইনে পাবে সাতশো টাকা, খাবার পাবে, যা-চায়।
বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিলো,
দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেলো।
একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায়,
পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়।
‘হালুম’ করে বাঘবাবাজি যেই তুলেছে থাবা,
বনমানুষ চ্যাঁচায় বিষম, ‘মরে গেলুম বাবা!’
বাঘটা তখন বললো কানে, ‘উঠছ কেন ঘেমে,
আমিও ভাই তোমার মতন, ইতিহাসের এম. এ।’
©somewhere in net ltd.