| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে সহানুভূতিশীল,
মনের কথা অব্যক্ত রাখলাম। যাই হোক এটা জেনে খুশি হলাম যে, আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনার কতটুটু অযোগ্য। কিন্তু শুধু আপনি নন আমি এই ধরণীর কারোরই যোগ্য নই। আমি সবচেয়ে নিকৃষ্ট। আরও অনেক কিছু...। ওগুলো আমি পৃষ্টা ভরে লিখলেও কোনদিন শেষ হবে না। আজ আমি জীবনের শেষবারের মত কিছু কথা শেয়ার করব। বিশ্বাস করেন আর নাই বা করেন তবুও বলব। আমি আপনাকে ওইগুলা (আগের সম্পর্ক) বহুবার বলার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে পারিনি। শুধুমাত্র আপনাকে হারাবার ভয়ে। আমি সত্যিই সঙ্গে টাইমপাস করিনি। এটা হল আমার জীবনে সবচেয়ে সবচেয়ে বড় সত্যি। বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে আপনি ভেবেনিয়েছেন আমি আপনার সঙ্গে টাইমপাস করেছিলাম। যদি টাইমপাসই করতাম তাহলে আপনাকে আমি কখনোও স্পর্শ করতে দিতাম না। বাধা দিইনি কারণ আমি মন থেকে আপনাকে গ্রহণ করেছিলাম। ...। আপনি আমার জন্য মার খেয়েছেন আমি আপনার জন্য মার খেয়েছি তারপরও সম্পর্ক রাখা বন্ধ রাখিনি সেটা কেবল টাইমপাস করার জন্যই? কোন দিনও না। কিন্তু আমি ভুল করেছি ( অর্থাৎ পূর্বের সম্পর্ক)। আর সেই ভুলটা শুরু হয়েছিল আপনি আমাকে প্রপোজ করার আগেই। আর এই ভুলটা যখন করছিলাম তখন আমায় কেউ বাধা দেয়নি। বরং আমাকে উৎসাহিত করা হয়েছিল। আচ্ছা যাই হোক এসব কথা আমি আর বলতে চাচ্ছি না। আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি। আর আপনিও আমাকে চিনতে পেরেছেন। আপনি ভয় পাবেন না এই ভেবে যে আমি অাপনাকে আবার জ্বালাতন করব। না, আমি আপনাকে মুক্তি দিয়েছি। চিঠিতে লিখেছেন যে আপনি আমার লেখাপড়ায় সমস্যা করতেন। কিন্তু এটা যে কতটুকু মিথ্যা সেটা আমিই জানি। আপনি আমার জীবনের পথপ্রদর্শক। যতটুকু আমি কারোর কাছ থেকে পাইনি তারচেয়েও বেশি আপনার কাছ থেকে পেয়েছি। তবে আমি আপনার একটা কথা রাখতে পারছি না। সেটা হল আপনাকে ভুলে যেতে। স্যরি, তবে আপনার যাতে আমাকে ভুলতে কষ্ট না হয় আমি সে ব্যবস্থায়েই করব। আমার এই মুখ যেন দেখতে না হয় সে জন্য আমি আমি সার্বিকভাবে চেষ্টা করব। আর তার প্রথম উপায় হল আমার এখানে না থাকা (আপনার কাছাকাছি না থাকা)। আমি নরসিংদীতে চলে যাব। সেখানে থেকেই পড়ালেখা করব। হয়ত মাঝে মাঝে আসব। কিন্তু আপনার সামনে কখনোই আসব না। আপনি নিশ্চিত থাকেন। এতে আমি আশা করি খুব অল্পদিনেই আপনি আমাকে ভুলে যাবেন। কেননা চোখের আড়াল হলেই মনের আড়াল হওয়া সম্ভব। আর আপনি বলেছেন যে জীবনে কারোর সঙ্গে লাভ করলে ভেবেচিন্তে করার জন্যে। আর টাইমপাস করার জন্য অপশন হিসেবে দেখিয়েছেন ইমরান আর সিদ্দিককে। আমি খুব মর্মাহত হলাম যে আপনি আমাকে ওদের সঙ্গে টাইমপাস করার...আচ্ছা তবুও কিছু বলব না। জানি আমার কর্মফলের জন্য এটা খুবই সামান্য প্রাপ্য। অন্য কেউ হলে আরও অনেক কিছুই সহ্য করতে হত। তবে আমি জানি আপনি অন্য আর কারও মত নন। আপনি খুব খুবই মহৎ। আমি সবসময় আপনাকে সম্মান করি। আর হ্যাঁ, আমি কারোর সাথে কোনদিন সম্পর্ক করব না। অামি সম্পর্ককে চিরদিনের মত ত্যাগ করলাম। আর বিয়ে? ওটা আর আমার সাথে হবে না। আমি একা থাকতে চাই। আর যেখানে আমি আপনাকে স্থান দিয়েছি সেখানে আমি আর কাউকে স্থান দিতে পারব না। ইম্পসিবল। কাউকে আমি আর ঠকাতে পারব না। আমি আপনাকে দূর হতে...। আর আপনার জন্য দোয়া করি যেন আপনি জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। আর খুব ভাল, শিক্ষিতা, সুন্দরী যেন আপনার সঙ্গী হয়। যে আপনার জীবন পুনরায় আনন্দ দান করতে পারে এতেই আমি খুশি। যদিও আমার ভুল ক্ষমার অযোগ্য। তবুও ক্ষমা চাচ্ছি। ওকে..টাটা..
ভালো থাকবেন এবং সবাইকে ভাল রাখবেন।
ইতি,
আপনার পরিচিতা একজন
জানি না চিঠিটা আপনার নিকট দিতে পারব না কিনা। তবে চিঠিটা পেলে পড়ে অবশ্যই পুড়ে ফেলবেন। আর গতকাল যেটা দিয়েছি সেটাও। কারণ ওটা আমি আমার মন থেকে দিয়েছিলাম। যেটা আপনার গ্রহণযোগ্য নয়। আর আমার অাগের চিঠিগুলোও পুড়িয়ে দিবেন। কোন কিছুকে রাখার দরকার নেই। পারলে একদিন এসে অামাকেও পুড়িয়ে ফেলবেন। এতে যদি পাপিটা তার পাপময় জীবন থেকে মুক্তি পায়।
আপনার জন্য আমার উপহার হিসেবে দুটো গান
*হয়ত কিছুই নাহি পাব। তবুও তোমায় আমি দূর হতে ভালবেসে যাব। যদি ওগো কাঁদে মোর ভীরু ভালবাসা। জানি তুমি বুঝিবে না কভু তারি ভাষা। ধুপ চিরদিন নিরবে জ্বলে যায়। প্রতিদান সেকি পায়?
*আমি অবুঝের মত একি করেছি। আমার অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি ছবি গড়েছি। একি করেছি। যে বাঁধনে জড়ালাম চিত্তে, কি করে মানব সে যে মিথ্যে..।
(নাম উল্লেখ করে) হয়ত আমি একদিন পাগল হয়ে। সেদিন সবাই আমায় ঘৃণা করবে। তখন হয়ত আপনিও আমায় ঘৃণা করবেন। আর আমি সবসময় চিন্তা করি যেন আমার বড় ধরণের কোন রোগ হয়। বর্তমানে ক্যান্সার জাতীয় কিছু আমার পছন্দ। আমি চাই আপনিও আমার সাথে একমত হব্নে। মন থেকে বলছি সত্যি আমি আর বাঁচতে চাই না। বিষ খাব? বলে দেন প্লিজ! এটাতে আপনার মতামত চাচ্ছি। পরামর্শ দেন।
শেষবার একবার বলতে চাই...
বাঁধা দিবেন? তবুও বলব...
I Love You.. Please
Forgive me... 
২|
২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪০
রাকিব আল-হাসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার