| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে খুব মনে পড়ছে। কেন জান? মোবাইলে অনেক এসএমএস পড়ে আছে, দেওয়ার মত কেউ নেই। অনেক টাকা পড়ে আছে, খরচ করার উপায় নেই। অনেক বোনাস মিনিট পড়ে আছে, কথা বলার তুমি নেই। কেন নেই জান? তুমি নেই বলে। তুমি যখন ছিলে এসএমএস পড়ে থাকত না। বরং বান্ডল কেনার জন্য সিম কোম্পানির বান্ডল অফার শেষ হয়ে যেত। কথাগুলো আজ মনে করছি এজন্য যে, তোমাকে খুব মিস করছি। তুমি চলে যাওয়ার পর থেকে বুঝতে পারছি কতটুকু ভালবেসেছিলাম। ভিতর থেকে কষ্ট অগ্নি শিখার মত বের হয়। পারি না চাপিয়ে রাখতে। চলার পথে সামনে দাড়িয়ে কষ্ট পেতে ভাল লাগে তাই তোমার চলার পথে দাড়িয়ে থাকি । দাড়িয়ে থাকি তোমাকে দেখতে। তুমি আসলে খুব খুব সুন্দরী। পরী বলব না। কারণ তুমি বলেছিলে পরীদের অদৃশ্যে খারাপ একটা চেহারা থাকে। তুমি এত সুন্দরী কেন? আমার সকল কষ্ট পাওয়ার মূলে তোমার সৌন্দর্য, তোমার মধুমাখা হাসি দায়ী।
এটা আসলে লিখছি তোমাকে ভালবাসি বলে। কোন সাহিত্য বানানোর জন্য নয়। লিখার অনেক কথা আছে, কিন্তু যখন লিখতে বসি হারিয়ে ফেলি সব ভাষা। লেখাও উল্টাপাল্টা হয়। কি লিখতে গিয়ে কি লিখি নিজেই জানি না। শুধু এটা জানি তোমাকে এখনও ভালবাসি। খুব ভালবাসি। ভাল থেকো...

©somewhere in net ltd.