| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোঝা টা এখনও মাথা থেকে নামেনি। কিন্তু আশা রাখি নেমে পড়বে। কিন্তু এই নামাতে গিয়ে আমি আমার জীবনের সবচেয়ে কঠিনতম সময় পার করেছি। যা আগে কখনও হয়নি। আসলে এটা কঠিন ছিল না। কিন্তু আমার কিছু আপনজন কাছে থেকে আমাকেে এই বিপদের মুখে ফেলেছে। কিন্তু তারপরেও আমি এই সময়টাতে হাসিখুশিই ছিলাম। যাতে আপনজনদের বোঝাতে পারি আমি কোন সমস্যায় পরিনি। আমি অামার মত করে চলছি। শুধু তাদের চিনলাম। ধন্যবাদ দেই তাদের যারা আসলেই আমার বিপক্ষে ছিল। প্রকৃতপক্ষে এবং বাস্তবপক্ষে আমার বিরোধীদের কাছ থেকেই অনেক কিছু শিখেছি। শুধু কাছের লোকগুলো থেকে শিখতে পারিনি কিভাবে বেঈমানি করতে হয়। কারণ তারা বেঈমানি এমনভাবে করেছে যাতে আমি তাদের আমার কাছের মানুষ মনে করি। কিন্তু প্রকৃতপক্ষের বিরোধীরা আমাকে বুঝিয়ে দিয়েছে কিভাবে একাকী বিপদের মোকাবিলা করতে হয়। জয় হোক আমার বিরোধীদের। স্যালুট তোমাদের।

২|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
রাকিব আল-হাসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
দৃষ্টিসীমানা বলেছেন: জীবন কিন্তু এ রকমই , আপনি এখন যে সময় পার করছেন পরের জনও এমনই কোন সময় পার করবে তখন তারও ঠিক এরকম তিক্ত কোন
।
অভিজ্ঞতা হবে ,আর এরকম অভিজ্ঞতার সমষ্টি মানুষকে বিজ্ঞ করে তোলে । ভাল থাকুন