নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাজেয়

রাকিব আল-হাসান

রাকিব আল-হাসান › বিস্তারিত পোস্টঃ

২ দফা দাবিতে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আমরণ অনশন।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করার এক উজ্জল নাম।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ দাবী করেন তারাই ডিজিটাল বাংলাদেশের বিনির্মাতা । তারা জনগণের দোরগোড়ায় সুলভে সরকারী বেসরকারি সেবা পৌছে দেয়ার মাধ্যমে সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষে কাজ করে আসছেন । তারা বিনা টাকায় বিশ্বের সবচেয়ে বড় তথ্য বাতায়ন তৈরি করেন ।

যার ফলশ্রুতিতে সরকার পরপর দুবার আর্ন্তজাতিক ভাবে ডঝওঝ সম্মাননা পুরস্কার অর্জন করেন । এই অনশন কর্মসূচীতে বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা/পরিচালক ফোরামের সভাপতি মো: হাসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ সুদীর্ঘ ০৬ বছর যাবৎ ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ বিনা পারিশ্রমিকে করে আসছে । অথচ আজ আমাদেরকে ব্যতিরেকে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার পদে নিয়োগের জন্য পরিপত্র জারি করা হয় ।

তিনি দাবী করেন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ বাতিল করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী/পুরুষ ঊভয় উদ্যোক্তা/পরিচালকগণকে বিনাশর্তে রাজস্বখাতে নিয়ে জাতীয় বেতন স্কেলে বেতন ভাতা দিতে হবে । তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন । ময়মনিসংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মাহতাব আলী বলেন- হিসাব সহকারী কাম কম্পিউটার পদে যদি লোক নিয়োগ হয় তবে ১০,০০০ (দশ হাজার) ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা/পরিচালকগণ বেকার হয়ে যাবেন ।
মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবেনা । উক্ত কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন মো: ইউসুফ আলী, মিজানুর রহমান সোহাগ, মাহমুদুল হাসান, মো: আরিফুল ইসলাম, মো: আল মামুন মিয়া, মো: আব্দুল্লাহ আল রনি, নাজনীন আক্তার, মেহেজাবিন আক্তার, সম্পা রানী প্রমুখ । উক্ত অনশন কর্মসূচীতে উপস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ দাবী আদায়ের পূর্ব পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচী চালিয়ে যাওয়ার জন্য শপথ করেন ।

ইতি মধ্যে আমাদের ০৭ সাত জন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক (উদ্যোক্তা) গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছেন ।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ রাজস্ব খাতে বেতন ভাতাসহ ০২ দফা দাবীতে আমরণ অনশন ২য় দিনের কর্মসূচী চলছে।
(জিনিউজ থেকে সংগৃহীত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই আমরণ অনশনের বিষয়ে আমার অভিজ্ঞতা হলো দাবী দাওয়া আদায়ের জন্য অনশন করে আজ পর্যন্ত আমি কাউকে মরতে দেখিনি।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


হবুচন্দ্র ও গবুচন্দ্রদের নতুন লোক কেন দরকার? যারা এতদিন বিনা বেতনে কাজ করছে, তাদেরকে প্রসেস করে আমাদের সায়েন্টিস সজীব ওয়াদের মন্ত্রনালয়ে দিয়ে দিতে হবে, এটাই লজিক্যাল! আমাদের সায়েন্টিস কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.