নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাজেয়

রাকিব আল-হাসান

রাকিব আল-হাসান › বিস্তারিত পোস্টঃ

চিঠি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

২০১৪ সালে আগস্টের প্রথম রবিবার মানে বন্ধু দিবস।
আমার প্রথম ভালবাসার মানুষের সাথে কথা বলা শুরু হয়।
টিকেনি বেশি দিন। একই বছরের ডিসেম্বরের ০৮ তারিখে শেষ হয়ে যায় পারিবারিক কারণসহ তার ব্যক্তিগত অশুভ আচরণের জন্য।
পরের বছরের ফেব্রুয়ারির ১৯ তারিখে আবার শুরু হয়। তখন সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। খুব ভাল উপদেশ দিয়ে খুব সাহায্যও করেছিলাম। সে এতে খুবই খুশি ছিল। দুর্ভাগ্যক্রমে সুন্দর এ সম্পর্কের ইতি টানতে হয় এপ্রিলের ২৮ তারিখে শুধুমাত্র পারিবারিক কারণেই। সম্পর্কের স্থায়িত্বকালটা কম হলেও অসম্ভব ভালবাসায় পরিপূর্ণ ছিল। কেমন ভালবাসা ছিল তার নমুনা হল তার আমার সাথে সম্পর্কটা হত ক্ষুদে বার্তার মাধ্যমে। প্রতিদিন সর্বনিন্ম ৬০০-৭৫০ ক্ষুদে বার্তা দুজনে আদানপ্রদান করতাম। মোবাইল ফোনে কথা বলার সুযোগ না থাকার কারণেই আমরা ক্ষুদে বার্তার মাধ্যমে সম্পর্ক চালিয়ে যেতাম। কিছুদিন পর ক্ষুদে বার্তার পদ্ধতিতেও সে এসএমএস করতে বাধা পেত। তখন শুরু হয় ভালবাসার শ্রেষ্ঠ মাধ্যম চিঠি দিয়ে। তার দেয়া সবগুলো চিঠিই আমি সযত্নে রেখে দিয়েছি। আমার এগুলার খবর বলতে পারি না। কারণ তার সাথে তো আর আমার এখন সম্পর্ক নেই তাই। তার চাইতে আমিই বেশি চিঠি দিতাম। চিঠির অনুপাত সমানই হত যদি তার পারিবারিক প্রতিবন্ধকতা না থাকত। তার দেয়া চিঠির সংখ্যা ৪৫৬ টি। আমারগুলো আনুমানিক ৭০০ ছাড়াবে। তার একটা চিঠি আমি এই ব্লগে আপলোডও করেছি। লিংক Click This Link
উপরের কথা বলার কারণ হল আজ তিন বছর পর সে আমার একটা ছোট্ট এক পৃষ্ঠার চিঠি। তাতে লিখা YOU CAN SAY SORRY BUT U CAN'T CHANGE THE STORY. তার নিচে রাগ করা একটা মেয়েকে ফুল দিচ্ছে একটা ছেলে। বুঝতে বাকি রইল না কি সে বুঝাতে চেয়েছে। তার নিচে লেখা 'The grass is green, The rose is red, Remember me, When I'm dead.'
দীর্ঘ তিন বছর পর তার দেয়া এই চিঠিতে আমি আমার সঠিক সিদ্ধান্ত এখনো নিতে পারছি না। আমি কি গ্রহণ করব নাকি গ্রহণ করব না। সম্মানিত পাঠকদের কাছ থেকে সুচিন্তিত মতামত চাই।
চিঠিটা নিচে পাঠকদের উদ্যোশে আপলোড আপলোড করলাম।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

রাকিব আল-হাসান বলেছেন: ধন্যবাদ প্রিয়

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

Sujon Mahmud বলেছেন: মুগ্ধকার প্রকাশ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

রাকিব আল-হাসান বলেছেন: ধন্যবাদ প্রিয়

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

রাকিব আল-হাসান বলেছেন: ধন্যবাদ প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.