নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীর ধারে

জীবন কিভাবে কাটছে তাই মাঝে মাঝে বুজতে পারিনা

মোঃ মন্জুরুল কাওছার সম্রাট

কনফিউশন জীবনের সব কিছু তেই কেমন যেন একটা কাটা তারের সুর অনুভব হয়।

মোঃ মন্জুরুল কাওছার সম্রাট › বিস্তারিত পোস্টঃ

আ‌মি থাকব

২০ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৬

২১ মার্চ আমার ২৩ তম জন্ম‌দিন। আ‌মি একটা চি‌ঠি পেলাম। আমার দাদার নিজ হা‌তে লেখা। চি‌ঠি‌তে লেখা_তোমায় জন্ম‌দি‌নের অ‌ভিনন্দন। তোমার কা‌ছে এই চিঠি আ‌মি আজ থে‌কে অন্তত ৪০ বছর আ‌গে লিখ‌ছি। আজ ২৬ জুন তোর বাবার জন্ম‌দিন। আ‌মি অ‌নেক সুন্দর একটা উপহার তোর বাবা‌কে দি‌য়ে‌ছি। বা‌ড়ি‌তে অ‌নেক মানুষ। মে‌ডি‌কেল রি‌পোর্ট বল‌ছে আমা‌কে চ‌লে যে‌তে হ‌বে,পৃ‌থিবী থে‌কে চ‌লে যাব। এর চে‌য়ে অ‌নেক বে‌শি কষ্ট হ‌চ্ছে তোর বাবা‌কে ছে‌ড়ে যে‌তে। আমা‌কে যে তার অ‌নেক প্র‌য়োজন। আ‌মি যে তার বাপ। আ‌মি যে তা‌কে অ‌নেক ভালবা‌সি। আমার সব ভা‌লোবাসা,সব স্নেহ,সব মমতা জু‌ড়ে আ‌ছে আমার একমাত্র সন্তান। আ‌মি আমার সন্তা‌নের প্র‌তি ভা‌লোবাসা প্রকাশ কর‌ছি তার সন্তা‌নের কা‌ছে। আজ আমার সন্তা‌নের জন্ম‌দিন। আমার সব‌চে‌য়ে প্রিয় মানু‌ষের প্র‌তি ভা‌লোবাসার কথা জানা‌চ্ছি তার সব‌চে‌য়ে প্রিয় মানু‌ষের কা‌ছে। কি করব বল আ‌মি‌তো কখ‌নো আমার সন্তান‌কে বু‌কে জড়া‌য়ে ধ‌রে ব‌লি‌নি। না বলার অনভ্যাস বা জড়তা যাই ব‌লিসনা‌কেন তাই ব‌লে কি আ‌মি প্রকাশ কর‌তে পারবনা। আজ আ‌মি আমার সন্তান‌কে বু‌কে জড়া‌য়ে ধরব। আর বলব শুভ হোক তোমার ৭ তম জন্ম‌দিন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ সকাল ১১:০৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভাই কান্না ধরে রাখতে পারিনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.