![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেথা তমসার জালে আটকা পড়ে ন্যায়ের আর্তনাদ,হেথা খুঁজে ফিরি নতুন স্বপ্ন, সত্যের নব আঘাত।
.
আচ্ছা, আত্মারা কি ভালোবাসতে পারে? তাদের শরীর না থাকতে পারে, কিন্তু মন তো আছে!
তাই হয়তো অন্য জগতের বাসিন্দা হওয়া সত্ত্বেও মেয়ের জন্য বাবার ভালোবাসা একটুও কমে না!
মাঝে মাঝে ভালোবাসা আবার ঘৃণাকেও হার মানায়। ছেলের জন্য বাবার ভালোবাসা কিংবা প্রেমিকার জন্য ভাড়াটে রোবট প্রেমিকের ভালোবাসাকে এর উদাহরণ হিসেবে ধরা যায়!
ভালোবেসে আবার অরুর মতো কিংবা, আপন মানুষটিকে অশুভ শক্তির বন্ধন থেকে মুক্ত করতে নিজের জীবন ও বিসর্জন দেওয়া যায়!
ভালোবাসার এ সকল রূপ সম্পর্কে পাঠক ধারনা পাবেন , নীলা মনি গোস্বামীর "তাকে ভালোবেসে" বইটি পড়ে!
আচ্ছা মনে করুন ,
আপনার সামনেই কোন কুমারীকে শয়তানের প্রতি উৎসর্গ করা হচ্ছে । চোখের সামনে ঘটছে একের পর এক নারকীয় কাণ্ড । হঠাৎ করেই সেই শয়তান, সমস্ত পূজা-উপাসনা অগ্রাহ্য করে আপনার দিকে তেড়ে আসছে...
কিংবা ভাবুন,
আপনার শখ করে তৈরি করা পুতুল আপনার জীবনকেই দুর্বিষহ করে দিয়েছে...!
অথবা,
সাধের উপাসনা আপনার জন্য দাঁড়িয়েছে কাল হয়ে...!
কেমন হবে তখন আপনার অনুভূতি? বইটি পড়তে গিয়ে পাঠক হয়তো কল্পনার জগতে এরকম আরো অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারেন।
তেরোটা গল্পের মধ্যে দশটা গল্প এই লেখা হয়েছে উত্তম পুরুষে তাই পাঠক-পাঠিকা পড়তে পড়তে হয় তো অনুভব করবেন উপরের ঘটনাগুলো আপনার সাথেই ঘটছে।
নহলীর প্রতিষ্ঠাতা বদরুল মিল্লাত স্যারের ভাষায় বলতে গেলে ,
অতিপ্রাকৃত পরাবাস্তব ও ফ্যান্টাসির মোড়কে জড়ানো এই তিন ধরনের গল্প গুলো পড়তে গিয়ে পাঠক চমকে উঠবেন ভীষণভাবে আর চলে যাবেন অন্যরকম এক ভালোবাসার জগতে।
বই: তাকে ভালোবেসে
লেখক: নীলা মনি গোস্বামী
প্রচ্ছদ: জুলিয়ান
ধরন: হরর কাম ফ্যান্টাসি
প্রকাশনা: নহলী
মূল্য: ২০০টাকা, বইমেলায় ১৪০ টাকা (৩০% ছাড়!)
প্রথম প্রকাশ : অমর একুশে বইমেলা 2019
ব্যক্তিগত মতামত :
আমি সব সময় একটা কথা বলি "বাক্যের পর বাক্য বসিয়ে গেলেই গল্প হয় না, ওতে আবেগ লাগে"
তেমনই , বাথরুমে মানুষের ঝুলন্ত মুন্ডু কিংবা সাদা শাড়ি পরিয়ে কাউকে তেতুল কাছে বসিয়ে রাখলেই ভূতের গল্প হয় না ।
এই বইতে উল্লেখিত তেরোটি গল্পই আমার উপরের উক্তি গুলো কে চরমভাবে সত্যায়ন করেছে।
বিলযিবাব, পুতুল, কর্ণ পিশাচিনী ,জেসি অথবা নাম না জানা কোন পরাবাস্তব চরিত্র পাঠকের মনে ভিন্নভাবে ভয় এবং আধিভৌতিক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।
তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন বাংলা একাডেমির পাশে লিটল ম্যাগাজিন চত্বর' নহলী ,স্টল নং-1
পরিশিষ্ট : তাকে (অরুকে) ভালবেসে বিলযিবাব গিয়েছিল অরুনিমার কাছে , কিন্তু সেখানে গিয়ে দেখল , পুতুল সেজে কর্ণ পিশাচিনী বসে আছে ।
কি দুঃখ ! কি দুঃখ!
বি:দ্র: আপনাদেরকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেই ,
যে মন্ত্রের সাহায্যে আপনারা নীলা মনি গোস্বামী কে বশ করে তার থেকে অটোগ্রাফ-ফটোগ্রাফ' এর পাশাপাশি চকলেটও নিতে পারবেন...
"কালা কলুয়া চৌসঠ বীর তাল ভাগীতোর জহা কে, মেজো বহি কু জায়ে মাংস মজ্জা কু শব্দ বন জায়ে আপনার মারা , আপ দিখাবো চলতো বাণ!"
(মন্ত্র সূত্র ; তাকে ভালোবেসে
লেখা : নোমান সাদী
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৭
নোমান সাদী বলেছেন: দিয়েছি তো ভাই!
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে বইয়ের প্রচ্ছদ টা দিলে ভালো হতো না?