![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটি মূহুর্ত নিজেকে পরিবর্তনের প্রচেষ্টায়... ফেসবুক: www.facebook.com/m.nazmuzzaman
২০১০ সালে দু'জন ম্যাজিস্ট্রেটকে শাসাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ আসলামুল হক!!
মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার জায়গা সহ তার বিরোদ্ধে ছিল আরও চারটি জায়গা দখলের অভিযোগ।
আসলামের সম্পদ বেড়েছে কয়েকগুন!!!
বেশি কিছু লিখতে ইচ্ছা করছে না। এসব দেখে নিজের বিবেকে বিসিএস কর্মকর্তাদের পাওয়ার ও আমাদের অবস্থান বোঝার চেষ্টা করুণ।
এদের গালে এক দলা থুতু ছাড়া আর কিছু দিতে আজ ইচ্ছা হচ্ছে না।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
মোঃ নাজমুজ্জামান বলেছেন: আপনাকে ধন্যবাদ অষ্টম শ্রেনী পাশ করা তালিকার গুরুত্বপূর্ণ এক রাজনীতিবীদের নাম স্মরণ করিয়ে দেয়ার জন্য।
তবে, আমার ক্ষুদ্র গণ্ডিতে অষ্টম শ্রেণী পাশ সাবেক প্রধানমন্ত্রী কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী বর্তমান প্রধানমন্ত্রীকে এর চেয়ে বড় অনিয়ম করেও কোন প্রশাসককে সবার সামনে শাসাতে দেখিনি।
তাদের যত ধমক আর শাসানি আম জনতার জন্য বরাদ্দ। আম জনতা তো আর বিসিএস পাশ করা কোন গেজেটেড অফিসার নন।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই বাল এক আজিব বাক্স রে ভাই, এই বাক্সের মধ্য দিয়ে গেলে রাজাকার হয় মুক্তিযোদ্ধা, ৮ম শ্রেণী পাশ হয়ে যায় বিবিএ ডিগ্রীধারী, স্বৈরাচার হয়ে যায় গণতান্ত্রিক, অশিক্ষিত হয়ে যায় ডক্টরেটধারী, স্লাইডের উপস্থাপক হয়ে যায় বিশেষজ্ঞ ইত্যাদি ইত্যাদি!
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
মোঃ নাজমুজ্জামান বলেছেন: আমার ফোকাসটা সেদিকে নারে ভাই। এর সবই এখন রাজনীতির চালে সিদ্ধ!
বলছিলাম যে, এদের সামনে মেজিস্ট্রেট গেলে হয়ে যায় দেশের চোর, ডাকাত, সন্ত্রাস আরও কত কত কী?
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
ম্যাংগো পিপল বলেছেন: বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই বাল এক আজিব বাক্স রে ভাই, এই বাক্সের মধ্য দিয়ে গেলে রাজাকার হয় মুক্তিযোদ্ধা, ৮ম শ্রেণী পাশ হয়ে যায় বিবিএ ডিগ্রীধারী, স্বৈরাচার হয়ে যায় গণতান্ত্রিক, অশিক্ষিত হয়ে যায় ডক্টরেটধারী, স্লাইডের উপস্থাপক হয়ে যায় বিশেষজ্ঞ ইত্যাদি ইত্যাদি!
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১
মোঃ নাজমুজ্জামান বলেছেন: আমি ম্যাংগো পিপল কে বলছিলাম যে-
আমার ফোকাসটা সেদিকে নারে ভাই। এর সবই এখন রাজনীতির চালে সিদ্ধ!
বলছিলাম যে, এদের সামনে মেজিস্ট্রেট গেলে হয়ে যায় দেশের চোর, ডাকাত, সন্ত্রাস আরও কত কত কী?
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
আশমএরশাদ বলেছেন: শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন তোলা হলে "সাবেক ৩ বারের প্রধানমন্ত্রীও অষ্টম শ্রেণী পাশ।"