নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প

আলোকিত পৃথিবী

মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...

আলোকিত পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা থাইল্যান্ড (পর্ব-৭)

৩১ শে মে, ২০১৩ রাত ১১:২৮

রিপলিস বিলিভ ইট অর নট



ছোট বেলায় টিভিতে রিপলিস বিলিভ অর নট এর প্রোগ্রাম দেখতাম আর অবাক হতাম সত্যি এমন হয় কি? কে জানতো আমাদের ওয়েলকাম প্লাজা হোটেল-এর পাশেই সেই বিখ্যাত রিপলিস বিলিভ ইট অর নট এর জাদুঘর। সকালে নাস্তা শেষে জাদুঘরের সামনে ঘুর ঘুর করছি। আর একটা ছবি তোলা যায় কিনা ভাবছি। ছবি তুলতে পারলে দেশে ফিরে বন্ধুদের কাছে বুক ফুলিয়ে বলা যাবে, এই দেখ রিপলিস বিলিভ ইট অর নট। জাদুঘরের সামনে দেখলাম একজন সুদর্শণ থাই নারী দাড়িয়ে আছে। পোশাক-আশাকেই বোঝা যাচ্ছে এই জাদুঘরের কর্মী। আমি তাকে জিজ্ঞেস করলাম, এইখানে ছবি তোলা যাবে কিনা? সে আমার ইংরেজী কী বুঝলো সেই জানে, মিষ্টি হেসে আমাকে একটা ব্রশিয়ুর ধরিয়ে দিল। সেখানে থাই ভাষায় হিজি বিজি লেখা। কিছুই বুঝবার উপায় কী বলতে চাচ্ছে। শুধু এক যায়গায় বুঝতে পারলাম 'রিপলিস বিলিভ ইট অর নট'এর ছবির পাশে লেখা ৩৫০ বাথ। আর পাশে কয়েকটা সময় উল্লেখ করা। ভাবলাম হয়তো জাদুঘরের ভিতরে প্রবেশ করতে ৩৫০ বাথ লাগবে। কিছুক্ষণের ভিতরেই যেহেতু আমাদের আগে থেকে নির্দিষ্ট স্পট ভ্রমণে বের হয়ে যাবো, সেহেতু এত অল্প সময়ের জন্য ৩৫০ বাথ খরচ করা বোকামীই হবে। আমি আমার মতো ফটাফট ছবি তুলে 'রিপলিস বিলিভ ইট অর নট' জাদুঘরের সামনে থেকে প্রস্থান করলাম। পরে দেশে আসার পর অফিসের এক সহকর্মীর মাধ্যমে জানতে পারলাম 'রিপলিস বিলিভ ইট অর নট'-এ ফোর ডি সিনেমা শো হয়। তখন একটু বুঝতেও বাকি রইল না যে জাদুঘরের সামনে মেয়েটি আমাকে যে ব্রশিয়ুর ধরিয়ে দিয়েছিল ওইটা ছিল আসলে ফোর ডি সিনেমা শো-এর সময়সূচি। এই জীবনে থ্রিডি সিনেমা দেখাই হলো না আর সেখানে ফোর ডি সিনেমা দেখার সুযোগ পেয়েও হারালাম। দেশে এসে থাই বলদদের মনে মনে গালাগাল দিলাম, তোরা থাই ভাষাকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিস ঠিক আছে। কিন্তু এমন মাধ্যম তো ব্যবহার করবি যাতে সবাই তথ্যটা পায়। আমি তখন যদি জানতাম 'রিপলিস বিলিভ ইট অর নট'এ ফোর ডি শো হয় তাহলে আমি নিশ্চয় শো দেখার সময় বের করে নিতাম।

(চলবে...)



আমার দেখা থাইল্যান্ড পর্ব-১

আমার দেখা থাইল্যান্ড পর্ব-২

আমার দেখা থাইল্যান্ড পর্ব-৩

আমার দেখা থাইল্যান্ড পর্ব-৪

আমার দেখা থাইল্যান্ড পর্ব-৫

আমার দেখা থাইল্যান্ড পর্ব-৬

আমার দেখা থাইল্যান্ড পর্ব-৮

আমার দেখা থাইল্যান্ড পর্ব-৯

আমার দেখা থাইল্যান্ড পর্ব-১০

আমার দেখা থাইল্যান্ড পর্ব-১১

আমার দেখা থাইল্যান্ড পর্ব-১২

আমার দেখা থাইল্যান্ড (শেষ পর্ব)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২২

zaki642 বলেছেন: দেখে খুব আনন্দ পেলাম। যাওয়ার ইচ্ছা আছে। যদিও দুই বছর আগে একবার সুবর্নভুমিতে ১৩ ঘণ্টার ট্রানজিটে আটকা ছিলাম। :( :( থাই এয়ারে সিডনী থেকে আসতে ছিলাম।

থাইল্যান্ডের চেয়ে আমার ইন্ডিয়া ও নেপাল ভালোভাবে ঘুরে দেখার ইচ্ছা আছে। কারণ, আমি আবার ইতিহাস ও প্রকৃতির অনুভূতি পেতে পছন্দ করি।অবশ্য চেন্নাইতে একবার ও কোলকাতাতে দুবার গেছি। সামনে সুযোগ পেলে নর্থ ইন্ডিয়া দেখার ইচ্ছা আছে।

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩

আলোকিত পৃথিবী বলেছেন: এর আগে নেপাল এবং ভুটান ভ্রমণের সুযোগ আমার হয়েছে। ভুটান দেশটা অনেক ভালো লেগেছে। আর নেপাল সম্পর্কে বলবো, ভয়ংকর সুন্দর। এ্যাডভেঞ্চার প্রিয়দের নেপাল ভালো লাগবে কিন্তু আমার মতো অ্যামেচার ভ্রমণার্থীদের জন্য নেপালটা একটু রুক্ষ লাগতে পারে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

ভ্রমন কারী বলেছেন: দেশে এসে থাই বলদদের মনে মনে গালাগাল দিলাম, তোরা থাই ভাষাকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিস ঠিক আছে। কিন্তু এমন মাধ্যম তো ব্যবহার করবি যাতে সবাই তথ্যটা পায়। আমি তখন যদি জানতাম 'রিপলিস বিলিভ ইট অর নট'এ ফোর ডি শো হয় তাহলে আমি নিশ্চয় শো দেখার সময় বের করে নিতাম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

আলোকিত পৃথিবী বলেছেন: সহমত

৩| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:৪৮

লিখেছেন বলেছেন: তোরা থাই ভাষাকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিস ঠিক আছে। কিন্তু এমন মাধ্যম তো ব্যবহার করবি যাতে সবাই তথ্যটা পায়। আমি তখন যদি জানতাম 'রিপলিস বিলিভ ইট অর নট'এ ফোর ডি শো হয় তাহলে আমি নিশ্চয় শো দেখার সময় বের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.