![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...
অদেখা পাতায়া
এক পাতায়া শহরে ঘুরে ফিরে দেখার আছে অনেক কিছু। পাতায়াতে এসেই আমরা হোটেল থেকে ম্যাপ আর ভ্রমণ গাইড নি। অনেক পরিকল্পনা, কোনটা রেখে, কোনটায় যাবো। শেষেমেশে ফিরে আসার দিন দেখা গেল, বাদ রয়ে গেল সবই। এই পাতায়া কোর্স কমপ্লিট করতে আবার আসা লাগে কিনা কে জানে। যারা থাইল্যান্ডে যাবার কথা ভাবছেন বা সামনে কোন এক সময়ে হয়তো যাবেন তাদের জন্যই আজকের রচনা।
পাতায়া বিচ, কোরাল আইল্যান্ড, ওয়াকিং স্ট্রীট এ পদচারণ এগুলো তো মাস্ট ভিউ এর তালিকায় থাকবে। আর শহরটাও খুব বড় নই। তাই হাতের কাছেই দুই একটা বাদে প্রায় সবগুলো স্পটের কাজ্খিত দর্শণ পেয়ে যাবেন। আর অন্যগুলো স্পটগুলো নির্ভর করবে আপনার হাতে সময় কতটা আছে তার উপর। আমাদের যে যে স্পট বা ইভেন্ট গুলো কাভার করার ইচ্ছা ছিল কিন্তু হয় নি। তার একটা তালিকা দিচ্ছি।
আন্ডার ওয়ার্ল্ড পাতায়া
নাম দেখেই বুঝতে পারছেন সমুদ্রের তলদেশের জীবনযাপন। এটি সমুদ্রের তলে স্থাপিত আধুনিক এ্যাকুরিয়াম। সমুদ্রের তলদেশে বিশাল টানেলের ভিতর দিয়ে আপনি হাটবেন আর শার্ক ছুটে আসবে আপনি গিলে খেলে। আপনি আর শার্ক মাঝখানে ব্যবধান সামান্য একটা কাচের দেয়াল। ভাবুন তো কেমন এক্সাইটিং হবে ব্যাপারটা?
নং নচ ট্রপিক্যাল গার্ডেন
এটাই নাকি দক্ষিন এশিয়ার সবচেয়ে সুন্দর বাগান। নানা প্রকার সুলভ এবং দূর্লভ বৃক্ষরাশির দেখা মিলবে এখানে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট চিড়িখানা এবং থাইল্যান্ডের হাতির গেমন সো উপভোগ করতে পারবেন।
মিনি সিয়াম
পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত স্থাপিত ঐতিহাসিক এবং বিখ্যান স্থাপনার সংস্করণ নিয়ে সাজানো হয়েছে পৃথিবীর ভিতরে ছোট্ট আরেকটা পৃথিবী।
পাতায়া এলিফ্যান্ট ভিলেজ
সাদা হাতির দেশ থাইল্যান্ড। থাইল্যান্ড এসে হাতি না দেখে ফিরতে না চাইলে ঘুরে আসুন এলিফ্যান্ট ভিলেজ থেকে। এইটি অবশ্য পাতায়া মূল শহর থেকে দূরে অবস্থিত।
মিলিয়ন ইয়ারস স্টোন পার্ক
রুপকথার সেই গল্পটা মনে আছে? একটা গ্রামের সব কিছুই পাথরে পরিণত হয়। এইটা সেই গ্রাম।
(চলবে....)
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১
আমার দেখা থাইল্যান্ড পর্ব-২
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৩
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৪
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৫
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৬
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৭
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৯
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১০
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১১
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১২
আমার দেখা থাইল্যান্ড (শেষ পর্ব)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
আলোকিত পৃথিবী বলেছেন: ঘুরে আসুন
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: থাইল্যান্ডে যাইবার মুন যায়