![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...
ll১ll
:কই?
:এই তো আসছি।
:তাড়াতাড়ি আয়।
:আসছি তো। এখন খুব তাড়াহুড়া না? তোর জন্য হলের গেস্ট হাউজে, ক্যান্টিনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, তখন তো তোর এত তাড়াহুড়া ছিল না।
:আচ্ছা্ বাবা, মাফ কর না। তাড়াতাড়ি আয়। আমি বেনারসীতে বসে আছি।
ll২ll
:এই সবুজ শাড়িটা কেমন রে?
:খ্যাত। তুই যে কালার ব্লাইন্ড তোর হবু বউ জানে?
:শাড়িটা সুন্দর তো।
:তোর মাথা।
ll৩ll
:কই?
:এই তো হাসপাতালে।
:হাসপাতালে? কেন?
:আমার এক আ্ত্মীয় গুরুতর অসুস্থ। রক্ত দিতে এসেছি।
:আমার গায়েহলুদে আসবি না?
:দেখিরে দোস্ত।
ll৪ll
:সুবর্ণা, কি হয়েছে তোর?
:বললাম না, আমার এক আত্মীয় হাসপাতালে...
:কেন বানিয়ে বানিয়ে গল্প বলছিস? আমি তো তোকে চিনি। তোর মনের কথা আমি বুঝি।
:বুঝিস আমাকে?
:হ্যা। না মানে... এখন ঠিক বুঝতে পারছি না।
:কাল ঠিকই আসবো। তোর হাতে মেহেদী দিয়ে যাবো।
ll৫ll
:হাতটা দে।
:কোন হাত?
:ডান হাত।
:সুবর্ণা, তোর চোখে জল কেন?
:আনন্দে। বন্ধুর বিয়েতে হাতে মেহেদী পড়িয়ে দিচ্ছি। এই আনন্দে...
:সুবর্ণা, তোকে খুব মিস করবো রে।
:কেন? এখন থেকে তোর বউ সবসময় তোর পাশে পাশে থাকবে।
:হুম, থাকবে। কিন্তু তুই...
:আমাকে তোর প্রয়োজন নেই।
:ছিলো... আছে...। আচ্ছা, আমি এত বোকা কেন? বাবা-মা বলল, আর আমি চিনিনা-জানিনা এমন একজনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম? তুইতো কখনও বলিসও নাই। চল, সুবর্ণা আমরা পালিয়ে যায়।
:পাগলামী করিস না, শুভ।
:তাহলে তোর চোখে জল কেন?
:ভালোবাসলে কাঁদতে জানতে হয়।
২| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
রিপি বলেছেন:
ভালোবাসলে কাঁদতে জানতে হয় কথাটা মনে হয় ঠিক না.... সাথে সাহস ও থাকতে হয়.... সাহস না থাকলে সারাজীবন কাঁদতেই যাবে। ভালো লেগেছে লেখা।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৩
আলোকিত পৃথিবী বলেছেন: হুম ঠিকই বলেছেন। কিন্তু সবার সেই সাহস থাকে না।
৩| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
অবনি মণি বলেছেন: কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২০
মোহাম্মদ আবদুর রহমান রুবেল বলেছেন: মনের ভিতর জল, আর চোখে তো আগুন