নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমজনতার হৃদয়পটে

নপদার্থ

একজন খাটি নিরপেক্ষ আমজনতা হওয়ার চেষ্টায় আছি.....

নপদার্থ › বিস্তারিত পোস্টঃ

"আমি ও শিবির"- দ্বিতীয় অংশ

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

দয়া করে এই পোস্টের প্রথম অংশ নিজ দায়িত্তে দেখে নিবেন।

"আমি ও শিবির"- দ্বিতীয় অংশ

এই শিবির তাদের দলে ভিড়াতে চাচ্ছে। কিন্তু তারা খারাপ ছাত্রদের দিকে ঝুকছেনা।

হয়তো আমার মত করে বাংলাদেশের হাজার ছাত্রদেরকে শিবির তাদের দলের লোক বানিয়ে ফেলছে। আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম বলেই হয়তো আমি আজ আমার জায়গায় ।তানাহলে হয়তো আমিও ঐ সকল মেধাবীদের মত মুক্তিযুদ্ধার গালে চড় মাড়তে চাইতাম।

আমি যখন নবম শ্রেনীতে পড়ি,তখন জেলা ছাত্র শিবিরের সভাপতির সাথেও আমার সাক্ষ্যাৎ হয় ।আমার মত সেদিন অনেকে উপস্থিত ছিল ঐ মিটেংয়ে । সভাপতি সেদিন ইসলাম নিয়ে অনেক আলোচনা করেন । সেদিন আমাদেরকে একটা ফরমপুরন করতে বলা হয়। প্রথমে আমতা আমতা করলেও পরে পূরণ করি ।ঐদিন আমাদের জন্য আপ্পাওনের ব্যবস্থা করা হল।

আমার এক দরিদ্র বন্ধু সেদিন আমার কানে কানে বলেছিল,"কিরে বললাম না আসলে লস নাই দেখেছিস আমাদের জন্য খবারের ব্যবস্থা করছে।"

আমি বুঝতে পারলাম এই খাওর লোভেই সে শিবিরের পিছে ঘরে। সেদিনের ঘটনাটা আমি বাসায্ বলে দেই।

আমার কথা শুনে নিশ্চই বুঝতে পারছেন শিবিররা কিভাবে সুকৌশলে কমল মতি ছাত্রদের মনে ইসলামের কথাবলে তাদের বীজবপন করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.