নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমজনতার হৃদয়পটে

নপদার্থ

একজন খাটি নিরপেক্ষ আমজনতা হওয়ার চেষ্টায় আছি.....

নপদার্থ › বিস্তারিত পোস্টঃ

"এক নজরে খালেদা ওরফে গোলাবী ম্যাডাম"

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপোষহীনভাবে জন্ম নিয়েছেন ৪ বার। অবশ্য এখানে তার কিছুই করার নাই। জন্ম, মৃত্যু, বিবাহ এই তিনটা জিনিস সম্পূর্ণ ওপরওয়ালার হাতে। তিনি যদি ৪ বার জন্ম দেয়ান তো এইখানে ম্যাডাম খালেদা জিয়া কিই বা করতে পারেন। তার জন্মের ওপর তো আর তার নিজের কোন হাত নেই। ৪ বার জন্ম নেয়াতে খালেদা জিয়াকে অবশ্য খুশিই মনে হয়। কারন এই নিয়ে তার মদ্ধে কখনো কোন হতাশা কাজ করেছে বলে শুনি নাই। যাই হোক,

১৫ই আগস্ট, বাঙালিদের জন্যে একটি কাল দিন। এই দিনে হত্যা করা হয় বাংলার শ্রেষ্ঠ সন্তানকে, যিনি না থাকলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারতেন না, যিনি না থাকলে ফিরে পেতেন না স্বামীর সংসার, যিনি না থাকলে ফালু সাহেবকে নিয়া ওমরা করতে যেতে পারতেন না, যিনি না থাকলে ১৫ই আগস্ট নামক একটা জন্মদিনের উদ্ভব হয়তো হতো না। বেগম খালেদা জিয়া বোধহয় বিএনপির প্রধান নয়, তিনি মনে হয় আওয়ামী বিরোধী দলের প্রধান, আওয়ামী বিদ্বেষী দলের প্রধান। তাই হয়তো আওয়ামীলীগকে খাটো করতে তার প্রতিষ্ঠাতার মৃত্যু দিবসে নিজের জন্মদিন পালন করে আসছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.