![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন টিভি, ব্লগ, ফেইসবুক, প্রত্রিকা ঐশি আর ঐশি তে ভরিয়ে তুলছে॥
সবার কিছু কথা মনে রাখা উচিত, "কেউ কিন্তু কোন কারণ ছাড়া অপরাধী হয় না॥"
প্রত্যেক অপরাধীর পিছে একটা ইতিহাস থাকে॥সেই ইতিহাসটা অপরাধীর কাছে অনেক কষ্টের বা বেদনাদায়ক হয়॥
আমি মনে করি, ঐশির বর্তমান এ পরিস্থিতির জন্যে অতীতে তার নিঃসঙ্গতা দায়ী ছিল বা তার মা উদাশীণ্যতা দায়ী ছিল বা তার মা বাবার অতি আদর দায়ী ছিল॥না হলে তাকে সাপ্তাহে একলাখ টাকা তার হাত খরচ দেয়ার কি মানে হয়?শোনা যায় পরির্পূণ হবার আগে যে ছেলে বা মেয়ে টাকা চিনে ফেলবে তার জীবনটা সেখানেই ধ্বংস হয়ে যাবে॥এই টাকা গুলা তার নেশার কারণ হয়ে গেছে॥ আস্তে আস্তে সে হিংস্র থেকে হিংস্রতর হয়ে গেছে॥ তার বিচার বুদ্ধি লোপ পেতে থাকে॥ছোট ছোট আপরাধ একজন মানুষকে বড় অপরাধ দিকে ঠেলে দেয়॥ঐশীর সাথে তাই হয়েছে॥ তার হাত খরচের অতিরিক্ত টাকা তাকে নেশার দিকে ঠেলে দিছে॥ যখন এ ব্যাপারটা তার পরিবার জানতে পারছে তখন অনেক দেরি হয়ে গেছে॥ তার মা বাবা তার হাত খরচ বন্ধ করে দিছে॥ তার ঘর থেকে বের হওয়া বন্ধ করেদিছিল॥এদিকে ঐশির তার মা বাবার প্রতি হ্মোভটা মনের মধ্যে পুষতে থাকে॥ তার পর মা বাবাকে খুন করে হ্মোভটা প্রকাশ করে দেয়॥
©somewhere in net ltd.