| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারিহা নোভা
আজ রাতে স্বপ্নেরা ভেঙ্গেছে বাঁধ, মুগ্ধতার আকাশে তাই একফালি চাঁদ।
দুই শালিক,
ঘাসের জমিনে উন্মত্ততার রেখায় ঘুরপাকে ব্যস্ত।
চঞ্চল মন চোখের দৃষ্টিতে
মুগ্ধতার বিমূর্ত চিত্রে- রঙ্গিন।
স্বচ্ছ জলে কফোটা উজ্জ্বল দিন
হাতছানি দিয়ে ডাকছে,
বিষণ্ণতার জল সেঁচা হয়ে গেছে,
উষর প্রান্তর জুড়ে নতুন বীজের রোপণ,
কোলাহল আসবে, আসবে জল,
তীরে ভিড়বে নতুন পাল,
আমার অপেক্ষার শেষ হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
ফারিহা নোভা বলেছেন: সে স্বপ্নের পথেই আছি। ![]()
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রার্থনা চাওয়ার প্রাপ্তিতে সুখী হউন। ভাল থাকবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
ফারিহা নোভা বলেছেন: আমার ব্লগে স্বাগতম । ভাল লাগল আপনার মন্তব্যে। ![]()
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
কল্লোল পথিক বলেছেন: কোলাহল আসবে, আসবে জল,
তীরে ভিড়বে নতুন পাল,
আমার অপেক্ষার শেষ হবে।
চমৎকার কবিতা।
শুভকামনা জানবেন কবি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
ফারিহা নোভা বলেছেন: শুভ কামনার জন্য অনেক কৃতজ্ঞতা রইল।
ভাল লাগল- আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম লেখাটাতে ভালোলাগা রেখে গেলাম। এই ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক, স্বচ্ছন্দ হোক! তবে--
শিরোনামে "নির্বিশঙ্ক" কথাটা কঠিন হয়ে গেছে। এনিথিং সিম্পল ইজ বীউটিফুল। কবিতা পড়তে গিয়ে অভিধান খুঁজতে হলে কবিতার মাধুর্য হারিয়ে যায়।
কবিতার শেষ তিনটে চরণ খুব সুন্দর হয়েছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
তবে আমার মনে হয় কি যারা কবিতা পড়েন ও লিখেন তাদের শব্দ ভাণ্ডার অনেক উন্নত।
খুশি হলাম আমার ব্লগে আসায়।
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: এটি আপনার প্রথম পোস্ট, ভালোই হয়েছে। লিখতে থাকুন। শুভেচ্ছা রইলো।
শুভ ব্লগিং........ ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
ফারিহা নোভা বলেছেন: অনেক অনুপ্রেরণা দিয়ে গেল আপনার মন্তব্য, শুভেচ্ছা রইল ।
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
মনিরা সুলতানা বলেছেন: বাহ ভাল লিখেছেন ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
ফারিহা নোভা বলেছেন: খুব খুশি হলাম আপু, অনেক অনেক ধন্যবাদ।
৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বচ্ছ জ্বলে কফোটা উজ্জ্বল দিন
টাইপো ঠিক করে নেবেন।
ভালো লেগেছে। +
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
ফারিহা নোভা বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল। ![]()
৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
রানার ব্লগ বলেছেন: দুই শালিকে বন্ধু আসে
মনের কোনে হৃদয় ঘেঁসে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
ফারিহা নোভা বলেছেন: খুশি হলাম, আমার ব্লগে স্বাগতম।
৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলকাম টু ব্লগ নোভা! হ্যাপি টু সি ইউ হিয়ার! হ্যাপি ব্লগিং
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল লাগল আমার ব্লগে দেখে ![]()
১০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
একাদশীর আগন্তুক বলেছেন: কোলাহল আসবে, আসবে জল,
তীরে ভিড়বে নতুন পাল,
আমার অপেক্ষার শেষ হবে
ভাল ছিলো । keep it up.
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
ফারিহা নোভা বলেছেন: উৎসাহ দেয়ায় অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছবিটা দুর্দান্ত, তেমন দুর্দান্ত লেখা ! ব্লগে স্বাগতম ! শুভ কামনা রইল। ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্যে। আপনার জন্য শুভ কামনা রইল।
১২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
গেম চেঞ্জার বলেছেন: প্রথম পোস্টেই মাত করে দিয়েছেন। ওয়েলডান.... ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
ফারিহা নোভা বলেছেন: অনেক খুশি লাগল ভাইয়া আপনার মন্তব্যে, ভাল থাকুন পাশে থাকুন, শুভ কামনা।
১৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
কাবিল বলেছেন: সব অপেক্ষা গুলো বিলীন হয়ে যাক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮
শাহরীন মাহাদী বলেছেন: চমৎকার কবিতা। ব্লগে স্বাগতম ! শুভ কামনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
ফারিহা নোভা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা রইল, আমার ব্লগে স্বাগতম ।
১৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
একাকি শূন্যতা বলেছেন: আমি আপনার কবিতাটি পাট করিলাম , আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আসলে আপনে অনেক সুন্দর লেখেন ...
তবে কবিতা লেখার মাঝে নেক কাব্যতা আছে , আছে আরো করুনতা ও মায়া ভরা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
ফারিহা নোভা বলেছেন: সুচিন্তিত মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: স্বাগতম ব্লগে।
ভালো থাকুন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
১৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
রুদ্র জাহেদ বলেছেন: অপেক্ষার সমাপ্তি ঘটুক একটা নির্মল সুন্দর জীবনের আরম্ভের মধ্য দিয়ে...
কবিতা দারুণ লাগল
শুভ ব্লগিং
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
ফারিহা নোভা বলেছেন: শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। ![]()
১৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি।
১৯|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। চমৎকার কবিতা। ধন্যবাদ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
ফারিহা নোভা বলেছেন: ভাল থাকবেন , ধন্যবাদ।
২০|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
আরজু পনি বলেছেন: বাহ বেশ সুন্দর কবিতা ।
ব্লগিং শুভ হোক ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। বসন্তের শুভেচ্ছা।
২১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ব্লগে স্বাগতম ![]()
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ।
২২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মাহবুবুল আজাদ বলেছেন: কোলাহল আসবে, আসবে জল,
তীরে ভিড়বে নতুন পাল,
আমার অপেক্ষার শেষ হবে। অপেক্ষার শেষ হোক কাঙ্খিত স্বপ্নের শুরু দিয়ে।
আমারও একই শুভকামনা । হ্যাপী ব্লগিং সুপ্রিয় ব্লগার । পোস্টে +
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ, বসন্তের শুভেচ্ছা।
২৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
বিজন রয় বলেছেন: প্রথম পোস্টেই বাজিমাত।
অনেক ভাল লাগল কবিতাটি।
+++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় আন্তরিক ধন্যবাদ।
২৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
পার্থিব লালসা বলেছেন: দুই শালিক,
ঘাসের জমিনে উন্মত্ততার রেখায় ঘুরপাকে ব্যস্ত।
চঞ্চল মন চোখের দৃষ্টিতে
মুগ্ধতার বিমূর্ত চিত্রে- রঙ্গিন।
স্বচ্ছ জলে কফোটা উজ্জ্বল দিন
হাতছানি দিয়ে ডাকছে,
বিষণ্ণতার জল সেঁচা হয়ে গেছে,
উষর প্রান্তর জুড়ে নতুন বীজের রোপণ,
কোলাহল আসবে, আসবে জল,
তীরে ভিড়বে নতুন পাল,
আমার অপেক্ষার শেষ হবে।
কবিতা জোড়ে ভাললাগা
+++++++++++++
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২
ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো লেগেছে.... শুভ ব্লগিং!
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
ফারিহা নোভা বলেছেন: শুভ কামনা রইল।
ভাল থাকবেন।
২৬|
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৪
এম.. মাহমুদ বলেছেন: সুন্দর কবিতা। শুভ কামনা আপনার জন্য।
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন ।
২৭|
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪০
তানজির খান বলেছেন: মোটামুটি
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
ফারিহা নোভা বলেছেন: স্বচ্ছ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২৮|
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭
খায়রুল আহসান বলেছেন: স্বচ্ছ জলে কফোটা উজ্জ্বল দিন
হাতছানি দিয়ে ডাকছে - এ পংক্তি দুটো আমার কাছে ভীষণ আনন্দদায়ক মনে হয়েছে।
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
ফারিহা নোভা বলেছেন: আপনার এই ভাল লাগা অনেক উৎসাহ দিয়ে গেল নতুন উদ্যমের।
২৯|
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১
আরাফআহনাফ বলেছেন: কড়কড়ে নতুন এক সোনালী দিনের প্রতিক্ষা-অবসানের গান শুনালেন।
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগা জানবেন।
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
ফারিহা নোভা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আরাফ আহনাফ
৩০|
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
কবীর বলেছেন: শুভ ব্লগিং...........................
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ
৩১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬
রাজসোহান বলেছেন: অপেক্ষা শেষ হইছে? ![]()
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
ফারিহা নোভা বলেছেন: হুমম তাইতো মনে হচ্ছে ![]()
৩২|
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটি চমৎকার কবিতায় কবি জানান দিয়ে গেলেন , তিনি সামু কে কিছু দিতে এসেছেন ।
কবির পথ চলা মসৃণ হোক , সাথে রইলাম ।
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
পঞ্চম বর্ষ পূর্তির শুভেচ্ছা রইল আপনার জন্য।
সাথে থাকায় আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
৩৩|
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১
রাজসোহান বলেছেন: তাইলে পাট্টি দেন ![]()
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
ফারিহা নোভা বলেছেন: ![]()
৩৪|
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৬
এহসান সাবির বলেছেন: সামু ব্লগে স্বাগতম।
শুভেচ্ছা রইল।
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ
৩৫|
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯
ওসেল মাহমুদ বলেছেন: দুই শালিক ! সুখেের আভাস ! শুভকামনা !
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
ফারিহা নোভা বলেছেন: ভাল লাগল, আপনার জন্যও শুভ কামনা
৩৬|
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
besh sundor ![]()
৩৭|
২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
অতঃপর হৃদয় বলেছেন: আপনার জন্মই বোধহয় কবিতা লেখার জন্য সব গুলো কবিতা হৃদয় ছুঁয়ে গেছে।
৩৮|
৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৬
কালনী নদী বলেছেন: অসাধারণ!
৩৯|
১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: শালিখ পাখি নিয়ে আমারও একটা কবিতা আছে, এখানে পড়ে দেখতে পারেনঃ শালিখ সমাচার
৪০|
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১২
আহমেদ জী এস বলেছেন: ফারিহা নোভা ,
আমার অপেক্ষার শেষ হবে।
কবিতায় হয়তো এমন প্রত্যয়ই থাকে কিন্তু জীবন যে শুধু অপেক্ষার । সব অভিলাষ জুড়ে শঙ্কা-ই কোলাহল করে যায় ।
অভিলাষ আর অপেক্ষা দু'টি চড়ুইয়ের মতো কেবলই ঘুরপাক খেয়ে যায় ...........
ভালো হয়েছে কবিতা ।
৪১|
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩
আহমেদ জী এস বলেছেন: ফারিহা নোভা ,
আমার অপেক্ষার শেষ হবে।
কবিতায় হয়তো এমন প্রত্যয়ই থাকে কিন্তু জীবন যে শুধু অপেক্ষার । সব অভিলাষ জুড়ে শঙ্কা-ই কোলাহল করে যায় ।
অভিলাষ আর অপেক্ষা দু'টি চড়ুইয়ের মতো কেবলই ঘুরপাক খেয়ে যায় ...........
ভালো হয়েছে কবিতা ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: কোলাহল আসবে, আসবে জল,
তীরে ভিড়বে নতুন পাল,
আমার অপেক্ষার শেষ হবে। অপেক্ষার শেষ হোক কাঙ্খিত স্বপ্নের শুরু দিয়ে।