| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন গভীর রাত
শুধু তুমি আর আমি চুউউপ!!
দোখো আমাবস্যার গুটগুটে অন্ধকার
শুধু তুমি আর আমি চুউউপ!!
কিছু কুকুর ডাকছে দুরে
শুধু তুমি আর আমি চুউউপ!!
দেখো ল্যামপ্পস্টের আলো নিভে গেছে
শুধু তুমি আর আমি চুউউপ!!
কলরব থেমে গেছে জনশূন্য রাজপথে
শুধু তুমি আর আমি চুউউপ!!
ওমা!! কিছু পাতা নড়েছে, দক্ষিনের শিমুল গাছে
শুধু তুমি আর আমি চুউউপ!!
শুনো অধুরের আকাশে কিছু মেঘ জমে গেছে
শুধু তুমি আর আমি চুউউপ!!
এখন গভীর রাত,
দো'তলার জানালায় হাওয়া ঝাপটা মেরেছে
শুধু তুমি আর আমি চুউউপ!!
দেখো বুকের বাম পাশে কিছু কথা জমে আছে
তুমি আর আমি চুউউপ!!
কড়া লাল চোখে কিছু আশা জমে গেছে
শুধু তুমি আর আমি চুউউপ!!
হঠাৎ!! দু'টো লাল চোখে শ্রাবন নেমেছে
শুধু তুমি আর আমি চুউউপ!!
দেখো শীতল বাতাসে জোড়া ঠোঁট কেঁপেছ
শুধু তুমি আর আমি চুউউপ!!
এখন গভীর রাত,
তার অভিমান ভেঙ্গেছে,
বন্ধু ভালোবাসি বলেছে।
চুউউপ!!!
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
দিয়া আলম বলেছেন: আপনার নিক দেখে আসছি, কবি নষ্ট হয় কিভাবে? কবিতার শিরোনাম নেই কেনো?কবিতা ভালো হয়েছে।