![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(
ব্লগতো দেখি ফেবুর মতো হয়ে গেলো। নোটিফিকেশন দেখা যায়। বাহ্!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫২
আদ্রিতা বলেছেন: আচ্ছা.. আমি পাইতো! অনেক নোটিফিকেশন আসলে হয়তো সমম্যা হয়..
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪০
ফুয়াদ আল আবীর বলেছেন: অতঃপর ফেবুর মত এক লাইনের ব্লগ পোস্ট...!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
আদ্রিতা বলেছেন: একদম ঠিক!
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
হাসান নাশিদ বলেছেন: আপনার কথা খুব ভালো লেগেছে। আমি নতুন এসেছি ব্লগে তবে আমার চিন্তা কিন্তু নতুন নয় এর বয়স প্রায় ১২ বছর। এখন আমি আপনার সাথে কিছু কথায় একমত পোষণ করছি আর সেই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আমার এই দূর্বল প্রত্যাশাটুকু অবহেলা করবেন না।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
আদ্রিতা বলেছেন: কী বলছেন এগুলা?
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: আমিতো বেশির ভাগ নটিফিকেশনই পাই না| বিরক্তিকর ব্যাপার