নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্বকেন্দ্রিক

আদ্রিতা

আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(

আদ্রিতা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১০

হঠাৎ করে পড়লো মনে সবুজ ভালোবাসা
চায়ের কাপে শীতের সকাল, তোমার আনাগোনা।
রাতের পরে ভোর সকালে ক্লান্ত দুটি আঁখি
অল্প সুরে গল্প বলে নাম না জানা পাখি।

বন্ধী দেহের পরাণ পাখি চায় যেতে খুব দূরে
শান্তি তবু কেমন যেনো তোমার বাহুডোরে।
গুম গুমে ওই মেঘলা আকাশ থমকে যাওয়া মেঘ
ঠাট্টা হাসির মাঝেই আমার ভুলতে চাওয়ার রেশ।

মুখ ফেরানো শরীর আমার আকড়ে ধরে ভীষণ
মৃদু হাসির কোমল আচড় ছুঁইয়ে দিতে সেক্ষণ।
সময় স্রোতে নাও ভাসালে, তীর অজানা না-তো
যত্ন করে স্বপ্ন বুনো, আমায় বানাও সুতো।






মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২২

রক্তিম দিগন্ত বলেছেন: প্রথম প্লাস। + :)

শীতের রাতের এই শেষ ভাগে কবিতাটা আলাদা অনুভূতিই দিল। তার চেয়েও আলাদা অনুভূতি দিল শেয়ার করা গানের অ্যাকস্টিক ইনট্রোটা।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

আদ্রিতা বলেছেন: ধন্যবাদ অনেক রক্তিম দিগন্ত :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৭

ম্যাড ম্যান আকাশ বলেছেন: ++
খুব ভাল

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কস!

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬

হাসান নাশিদ বলেছেন: আপনার লেখাটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আশা করছি আপনি নিয়মিত এমন লেখা আমাদের মাঝে উাপস্থাপন করবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

আদ্রিতা বলেছেন: হাহা! আচ্ছা, চেষ্টা করবো :)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

আদ্রিতা বলেছেন: ধন্যবাদ। :)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতা। সবুজ গোলাপের শুভেচ্ছা দিলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৮

আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কস!

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১২

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে আপুনি...

৩০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৯

আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: উথাল পাথাল রুমান্টিক! :-/

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

আদ্রিতা বলেছেন: আমি তো খালি এগুলাই পারি! 8-|

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও দারুণ লাগল।

নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কস্! :)

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনার লেখা পড়ে বেশ মজা পেলাম। কিন্তু লেখার সংখ্যা খুবই কম :(

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

আদ্রিতা বলেছেন: সাথে থাকুন :) আরো লেখা পোষ্ট করবো ভবিষ্যতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.