নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্বকেন্দ্রিক

আদ্রিতা

আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(

আদ্রিতা › বিস্তারিত পোস্টঃ

সম্প্রসারণ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯


Artist - Samantha Keely Smith

সবার মাঝে নিজেকে হারিয়ে ফেলা একটা অস্বাভাবিক ব্যাপার। "তোমাকে বুঝতে পারি না আমি, আমি জানি না তুমি কী চাও", কারো কাছ থেকে শোনা এই শব্দগুলো হঠাৎ করে তোমাকে মনে করিয়ে দিতে পারে তুমি কতটা অপরিচিত এবং, অজানা। মাঝ রাতে ঘুম ভেঙ্গে আয়নায় তাকিয়ে যে মানুষটাকে খোঁজো, মনে রেখো, সে বদলে গিয়েছে বহুদিন আগে। আর সেই বদলে যাওয়া তুমি বহুবছর আগে চেয়েছিলে ঠিক আজকের আমি হতে। রাত বারটায় ঘুম ভেঙ্গে আয়নায় পুরাতনকে না খুঁজে নতুনকে দেখো। কে বলে তুমি হেরে গিয়েছো? সমস্যাটা কোথায় জানো? সমস্যা হচ্ছে আমাদের নিজেকে নিজের বোঝানোর অপচেষ্টায়। হয়তো কেউ বুঝবে, হয়তো আছে, হয়তো আমার মতো করে আমার রেখে যাওয়া ছোট্টো পাজেলের একটা অংশ চট্ করে মিলিয়ে ফেলবে.. আর এসব "হয়তো" হচ্ছে অপচেষ্টা।

নতুন জায়গার মানচিত্র না থাকলে খুব সহজে হারিয়ে যাওয়া যায়. তাই নিজের মনের মানচিত্র আঁকো। এক পা, দু'পা করে যতোদূর এগিয়েছো, যা কিছু করেছো, সবকিছু মিলিয়ে দেখো.. এখনো বলো ঘর খুঁজে পাও নি? বিশেষ কিছু ঘটে যাওয়ার অপেক্ষায় বসে থেকে কী হবে? নিজের নামের সাথে জুড়ে যাবে সবকিছু, কিংবা মানচিত্রে নতুন দ্বীপ আসবে? রোদে পোড়া শুষ্ক চামড়া, জট ধরা চুল, অগতিশীল স্বপ্ন এবং কিছু শব্দ, সবকিছু মানচিত্রের কাগজের প্রত্যেকটা ভাজে রেখে দিও। দেখবে, মূল্যহীনতার ধুলায় জমে একদিন তা হিসাবের খাতা থেকে বাদ পড়ে যাবে।








***বহুদিন বাংলা লেখা হয় না। বানানের কোনো ভুল থাকলে সংশোধন করে দিলে কৃতজ্ঞ থাকবো। অগ্রীম ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বানান ভুল পেলাম না। বহুদিন পরে বাংলা লিখলেও আড়ষ্ট নয় মোটেও। শুভেচ্ছা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

আদ্রিতা বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.