নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্বকেন্দ্রিক

আদ্রিতা

আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(

আদ্রিতা › বিস্তারিত পোস্টঃ

অবছায়া

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮



শুরুতেই বলে রাখি। মোটেও এটা যেনোতেনো বানানো গল্প না। দুর্বল চিত্তের মানুষদের না পড়াটাই বোধ হয় শ্রেয়। পারদিন থেকে ক্লাস শুরু হবে বলে আসিফের বাসা থেকে খুব দেরী করে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। রাত অনেক তখন। পাঁচটার চেয়ে কম তো হবে না অবশ্যই। শীতের রাত বলে ভোর পাঁচটাতেও ঘুটঘুটে অন্ধকার। বাসের আশায় দাঁড়িয়ে আছি অনেক্ষণ ধরে। শীত পড়েছে প্রচুর। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি বলেই হয়তো শীতটা ভালো মতোন জেঁকে বসেছে শরীরে। বাসও যে খুব শীঘ্রই পাওয়া যাবে সেরকম মনে হচ্ছে না। শেষ পর্যন্ত প্রচন্ড বিরক্তি নিয়ে গায়ের চাদর শরীরে শক্ত করে চাপিয়ে নিয়ে হাঁটতে শুরু করেছি। মাঝে মাঝে কিছু ট্রাক দ্রুত বেগে পাশ কাটাচ্ছে। গ্রাম মতোন এলাকা। রাস্তার পাশে প্রকান্ড ডোবা। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো, অদূরে রাস্তা ধরে ডোবার পাশে একটা মানুষ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আরেকটু এগিয়ে গিয়ে আদৌ সেটা মানুষ কিনা সেই বিভ্রান্তিতে পড়ে গেলাম। হাত পা অনেকাংশে বিকৃত। গায়ের রং কৃষ্ঞবর্ণ। মুন্ডুটা ঘাড়ে কোনো মতো লেগে থাকলেও শরীরের তুলনায় তা অস্বাভাবিক রকমের বড়। ভূত প্রেত এসবে আমার কোনো কালেই বিশ্বাস ছিলো না। যারা এসবে বিশ্বাস করে তাদেরকে কিছুটা হলেও আমার পশ্চাৎ চিন্তাধারার যুক্তিহীন মানুষ বলে মনে হয়। হঠাৎ করেই আমার মনে হলো, প্রকৃতি তার অদ্ভুত সৃষ্টির প্রতি এরকম নিন্ম দৃষ্টির কারণেই বোধ হয় আজ আমাকে ভয়ংকর কিছু একটার সম্মুখীন করাতে যাচ্ছে। অশরীরি কিছু একটা যেটার ভয় মনে আজীবন গেঁথে থাকবে ঠিকই কিন্তু দারূণ যুক্তিবাদী মানুষ হিসেবে বন্ধু মহলে পরিচিতি থাকায় এ নিয়ে আমি কোনোদিনও একটা কিছু বলতে পরবো না কারো কাছে। এলোমেলো চিন্তা আর একটা পাশবিক চাপা ভয় নিয়ে আমি ক্রমাগত এগিয়ে যাচ্ছিলাম বিকৃতদেহী ওই কৃৎসীত প্রাণিটার দিকে। হঠাৎ মনে হলো মুন্ডুটার মাঝখানে কিছু একটা চিকচিক করছে। অনেকটা উদ্দীপ্ত চোখের মতোন। যদিও সেটার স্থান মানুষের মুখমন্ডলের গাঠনিক সাদৃশ্যতা অনুযায়ী চোখের কোটরে নয়। চাদর থেকে হাত নামিয়ে সিগারেট ধরালাম। এক চিলতে আগুনেও যদি কিছু একটা হয়! পা গুলো কেমন আড়ষ্ঠ হয়ে আছে। অজানা ভয়ের সম্মুখে য্যানো তারা বিন্দুমাত্র এগুতে চাইছে না। আমি দৃঢ় করলাম মনকে। হাঁটতে হাঁটতে কখন যে সেই বিকৃতদেহীর সামনে চলে এসেছি বুঝতে পারিনি। সত্যিকার অর্থেই কুৎসীত একটা প্রাণী। ভুল দেখিনি আমি। সত্যিই জ্বল জ্বলে চোখে দূর থেকে এটা তাকিয়ে দেখছিলো আমাকে। ভয়ের সম্মুখে দাঁড়িয়ে তাকে জয় করটাই আমি শিখে এসেছি বলে সোজা এগিয়ে গেলাম সেই প্রাণীর দিকে। শরীরের সব শক্তি দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে ঝাপিয়ে পড়লাম। হার্টবিট তখন আমার ভয়ঙ্কর বেগে দৌড়াচ্ছে। চারদিকে কেমন বিটকেলে শ্যাওড়াটে গন্ধ। পিচ্ছিল কিছু একটায় জড়ানো ওই প্রাণির দেহের ওপর থেকে আমি উঠে দাঁড়ালাম। ততক্ষণে ভোর হয়ে এসেছে। আজানের শব্দে কিছুটা আস্বস্থ হয়ে আমি শেষ দিগন্তের হালকা কমলা আলোয় দেখি সামনে একটা মাঝারী সাইজের মজে থাকা মরা কলাগাছ ঘুসি খেয়ে এ্যাবড়ো থ্যাবড়ো হয়ে পড়ে আছে।





ছোটোগল্প।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ওটা কি আসলেই কলাগাছ ছিলো, নাকি তোমার ঘুষি খেয়ে কলাগাছ হয়ে গেছে? =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

আদ্রিতা বলেছেন: হাহাহা! গুড কোয়েস্চেন! :P

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

তেরো বলেছেন: হাহাহাহা হাসতেই আছি। =p~ =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

আদ্রিতা বলেছেন: হিহি! হাসাতে পেরে ভালো লাগলো। :P

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

বিজন রয় বলেছেন: হাসলাম।
+++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

আদ্রিতা বলেছেন: আচ্ছা, থ্যাঙ্কিউ!

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

অখ্যাত মিঞা বলেছেন: হাহাহা কি শুরু আর কি শেষ,ভাল লাগছে........!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ! :)

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

অপর্ণা মম্ময় বলেছেন: বিকৃত বা অতিপ্রাকৃত কিছু ভেবে কলাগাছ ঘুসানো হইছে এটা তো কাউরে বলা যাবে না B-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

আদ্রিতা বলেছেন: :P

৬| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

অ১ বলেছেন: গায়ের রং কৃষ্ণবর্ণ
প্রশ্ন- কালো এবং সাদা কি বর্ণ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.