![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(
প্রত্যুষ
সকাল থেকে শোবার ঘরে
বালিশ বিহীন শূণ্য চোখে
তাকিয়ে আছি ছাদে
তোমার আমার দিন ছুটে যায়
বিষাদ হিসেব ঘড়ির কাঁটায়
ঘাড় ত্যাড়া সব ইচ্ছে আশায়
ভুল ভাঙ্গলো সাঁঝে।
অপরাহ্ণ
পাউরুটি আর বাদামমাখন
আলতো হাতে ছুরির আঁচড়
কফির মগে শূণ্য উড়ন
রুলটানা নোট হাতে
ক্ষপা
টিক চিহ্ন পড়ছে যাতে
প্রয়োজনের হিসাব খাতে
হুইল গড়িয়ে চলছে
কার্ট ভর্তি স্বপ্ন নুড়ি
গিলছি দেখো ধূসর বড়ি
রাস্তা পেরোয় চিন্তা বেরোয়
দিন শেষে পচে আশঁসন।
Sculpture by Theo Jansen.
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১
আদ্রিতা বলেছেন: কুনটা?
২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: মন্দ না।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১
আদ্রিতা বলেছেন: অকে!
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
কালনী নদী বলেছেন: কার্ট ভর্তি স্বপ্ন নুড়ি
গিলছি দেখো ধূসর বড়ি
রাস্তা পেরোয় চিন্তা বেরোয়
আসলেই দিনগুলো যেন কিভাবে চলে যায় অগোচরে . . . .++
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
আদ্রিতা বলেছেন: হুম্!
৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
মো: ইমরান আল হাদী বলেছেন: সুন্দর লিখছেন,অভিন্দন।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৭
আদ্রিতা বলেছেন: হুঁম্।
৬| ০৯ ই মে, ২০১৬ ভোর ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা । খুই সুখ পাঠ্য । ভাল থাকুন শুভ কামনা থাকল ।
০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৬
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ!
৭| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে
১০ ই মে, ২০১৬ সকাল ৯:৪৯
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!
৮| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হুম! অনেকদিন পর এসে দেখি আদ্রিতা নেই!
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭
বিজন রয় বলেছেন: দিন শেষে পচে আশঁসন।[/sb এটা কি হতে পারে কবি?