![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(
দেশে থাকতে আমার স্বাক্ষরের কোনো দাম ছিলো না। একমাত্র স্বাক্ষর আমি যেটা দিতাম তা ছিলো আমার আঁকা ছবির নিচে। এখন আর সেটাও দেই না। নিজের আঁকা ছবির নিচে বড় বড় করে স্বাক্ষর দেয়া না-কি আনপ্রফেশনাল। যাই হোক, এখন চলেন আপনার এই নিজের স্টাইলের স্বাক্ষর আপনার স্বম্পর্কে কী কী বলে সেইটা দেখি।
গিজিমিজি স্বাক্ষর
আপনার স্বাক্ষর যদি এরকম গিজিমিজি হয়ে থাকে, তার মানে হচ্ছে আপনি অনেক মেধাবী। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আপনি সবকিছু খুব সহজ সরল ভাবে নিতে পারেন না। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে সেইটকে একেবারে বিষায়ে ফেলেন। আপনি চটপট চিন্তার মাধ্যমে কোনো কিছুর সমাধান করার চেষ্টা করেন। স্লো কিছু আপনার ভালো লাগে না আপনি টাকা-পয়সা এবং লেনদেনের ব্যাপারে খুবই সচেতন।
হাবাগোবা স্বাক্ষর
আপনি কচ্ছপের মতো স্লো কিন্তু খুবই জ্ঞানী আপনি ভেবে শুনে সিদ্ধান্ত নেন যার কারণে আপনার বেশীরভাগ স্বিদ্ধান্তই সঠিক হয় এবং আপনার জন্যে সফলতা বয়ে আনে। আপনি টাকা পয়সার ব্যাপারে খুবই উদার। টাকা সঞ্চয় করতে আপনি যেরকম পছন্দ করেন, আবার প্রিয় মানুষের জন্যে সেভাবে খরচ করতেও অনেক ভালোবাসেন। আপনার স্বাক্ষর যতটা সরল, আপনাকে ঠিকভাবে বুঝতে পারাটা ততোটা কঠিন
শিল্পী স্বাক্ষর
আপনার স্বাক্ষর খুবই ক্রিয়েটিভ এবং খোলামেলা। আপনি কথা কম, কাজ বেশী টাইপের মানুষ। নিজের ব্যাপারে আপনি খুব একটা খোলামেলা নন কিন্তু অন্যদের কথাবার্তা কিংবা সমস্যা খুব মনোযোগ সহকারে শোনেন। ব্যাক্তিগত ব্যাপারে অন্য কারো নাক গলানো আপনার একটুও পছন্দ না। আপনি চান মানুষ আপনাকে নিজের আগ্রহ থেকে জানুক। অন্য কাউকে নিজের সম্পর্কে বলে বেড়ানোর মতো মানুষ আপনি নন।
এবসট্রাক্ট স্বাক্ষর
আপনি খুবই জটিল একজন মানুষ। সবাই যেখান আশা ছেড়ে দেয়, সেখানেও আপনি সম্ভাবনা খুঁজে নেন।। আপনি যুক্তিবাদী এবং খুবই প্রতিভাবান। অর্থের চেয়ে আপনি সফলতাকে বড় করে দেখেন। আপনি সফলতাকে আর অন্য দশটা মানুষের মতো করে সংজ্ঞায়িত করেন না। আপনি সুখী হওয়াকে সফলতা হিসেবে দেখেন। জীবন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গী আপনাকে প্রায়ই হতাশ করে।
আজকের মতো এতটুকুই। ভালো লাগলে লাইক দিয়ে যায়েন আর খারাপ লাগলে মাইনাস বাটন কেনো নাই সেইটা নিয়া মনে মনে আফসুস কইরেন
আর সেই পর্যন্ত, ভালো থাকুক ঝিঁঝিঁপোকারা।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫
রোষানল বলেছেন:
এই স্বাক্ষর সম্পর্কে কিছু বলুন তো দাদা।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬
আদ্রিতা বলেছেন: জ্বী দিদি এই স্বাক্ষরের মানে হচ্ছে আপনার স্বাক্ষর গিজিমিজি এবং এবস্ট্রাক্ট স্বাক্ষরের কমবিনেশান
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১
জনৈক অচম ভুত বলেছেন: প্রশ্ন হল, এখন থেকে আমি যদি উপরের চারটি স্বাক্ষরের যেকোনো একটা স্বাক্ষর ট্রাই করা শুরু করি, তাহলে কি আমি রাতারাতি সেই টাইপের স্বভাব-চরিত্রের অধিকারী হয়ে যাব?
০১ লা মে, ২০১৬ রাত ৩:৩৫
আদ্রিতা বলেছেন: অবশ্যই! নো ডাউট
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০
আমি ভাল মানুষ বলেছেন: আমার সাক্ষর তো কোন কেটাগরিতেই পরল না!!!
০১ লা মে, ২০১৬ রাত ৩:৩৬
আদ্রিতা বলেছেন: আহারে
৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০
আমি ভাল মানুষ বলেছেন: আমার সাক্ষর তো কোন কেটাগরিতেই পরল না!!!
৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Adrita, ki khobor? Ami to CA ghure eshechi.
০১ লা মে, ২০১৬ রাত ৩:৩৯
আদ্রিতা বলেছেন: তাই নাকি! বাহ্! ক্যালিফোর্নিয়ার কোথায় কোথায় গ্যালেন? কেমন লাগলো? আপনি কোন স্টেটে থাকেন? আমি যে স্টেটে থাকি সেটা খুবই চুপচাপ। সে জন্য ক্যালি গেলে খুব ভালো লাগে
৭| ০১ লা মে, ২০১৬ ভোর ৪:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Valo. I was alone. So couldn't go to a lot of places.
New York lol
০২ রা মে, ২০১৬ রাত ২:০৭
আদ্রিতা বলেছেন: একা একা কেনো? আমি রোড ট্রিপে গিয়েছিলাম বন্ধুদের সাথে। বেশীরভাগ যায়গাতেই ঢোকার মতো টাকা ছিলো না। খালি সবকিছুর সামনে দাঁড়ায়ে ছবি তুলে নিয়াশ্চি
নিউ ইয়র্ক তো ভালো জায়গা
সামারে যাওয়ার ইচ্ছা অনেক। দেখি কী হয়
৮| ০১ লা মে, ২০১৬ সকাল ৭:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ব্যাফুক ঘবেসনালব্দ পুস্ট
আপাতত আমার সাইন মিলছে না। পরের গবেষনার জন্য বসে থাকলাম
০২ রা মে, ২০১৬ রাত ২:০৯
আদ্রিতা বলেছেন: তেংকিউ তেংকিউ
৯| ০২ রা মে, ২০১৬ ভোর ৪:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ami beshi independent r shahoshi person to tai
০৩ রা মে, ২০১৬ দুপুর ২:০১
আদ্রিতা বলেছেন: বাহ্! ভালো তো
১০| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: এইগুলা কি তুমি বানাইছো না কি আসলেই
০৩ রা মে, ২০১৬ দুপুর ২:০৫
আদ্রিতা বলেছেন: বানাবো কেনো? ইন্টারনেট অনেক গুতাগুতি করে গবেষণালব্ধ একটা পোস্ট লিখেছি এইটা
১১| ০৬ ই মে, ২০১৬ সকাল ৮:৪৯
শায়মা বলেছেন: আমার সাক্ষর হাবা গোবা!
আমি কিন্তু তাই বলে মোটেও হাবা গোবা না!
০৭ ই মে, ২০১৬ রাত ১১:৪২
আদ্রিতা বলেছেন: আমারো তাই!
১২| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।
১৩| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:১৮
সোনালি কাবিন বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫
হুকুম আলী বলেছেন: স্বাক্ষর নিয়ে ভাল চিন্তাভাবনা করেছেন।