![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
(সত্যি ঘটনা)
গত ১৩ মার্চ,মানে ৪ দিন আগে বিকাল বেলা এমসি কলেজ ক্যাম্পাসে বসে এক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম।কিছুটা দূরে কোন এক ‘তাহারা দুইজনা’ বসে গল্প করছেন।হঠাৎ তারা চিল্লাচিল্লি শুরু করলেন।খেয়াল করে দেখলাম আমাদেরকেই কিছু বলছেন, “ভাই,ওদের কাছ থেকে সবকিছু নিয়ে যাচ্ছে।”
বাঁ দিকে তাকিয়ে দেখলাম টিলার উপর একটি ছেলে ও একটি মেয়ের কাছ থেকে ৫/৬ জন চিন্তাবিদ(ছিনতাইকারী) টাকা পয়সা,মোবাইল সেট ইত্যাদি ছিনিয়ে নিচ্ছে।আর ছেলেটাকে ইচ্ছে মতো কিল থাপ্পড় দিচ্ছে।
সাথে সাথে আমরা দুই বন্ধু,একজন সাকিব খান আর আরেকজন মান্না ভাই হয়ে “ওই দাঁড়াআআআ......” বলে হুঙ্কার দিয়ে ছিনতাইকারীদেরকে ধাওয়া করলাম।ভাগ্যিস,আমরা যাওয়ার আগেই ওরা পালিয়ে গেলো ।
টিলার উপরে পৌছার পর ভিক্টিম দুইজন বলল, “আমাদের সবকিছু নিয়া গেছে ভাই।”
আমি শান্তনা দিয়ে বল্লাম,কী আর করবেন।ব্যাটারা পালিয়ে গেল।নইলে ‘দেখিয়ে দিতাম’। আমার বন্ধুটিও সায় দিলো, “হুম,ঠিকই বলেছিস।”
(মূল কাহিনী সমাপ্ত)
বিঃদ্রঃ১-মহান ছিনতাইকারীগণ আমাদেরকে ভয় পেয়ে পালাননি।কারণ উনাদের হাতে লাম্বা লাম্বা চাকু ছিল,আর সংখ্যায়ও তারা অনেক বেশি ছিল।তারা যদি আমাদেরকে ধমক দিয়ে বলত, “অই,চিল্লাস ক্যারে?” আমরা আমতা আমতা করে শুধু এটুকুই বলতে পারতাম, “স্লামালিকুম ভাই,না ভাই,এম্নিতেই আসছিলাম” 8-) তবুও আমরা ধাওয়া করার ভঙ্গিতে দৌড় দিয়েছিলাম।কারণ এ ঘটনা দেখে বসেও থাকা যায়না।
বিঃদ্রঃ২- আমাদের আশেপাশে সেই ‘দুইজনা’ ছাড়া আর কেউ ছিলনা যে ডাকাডাকি করে লোক জড় করবো।
২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১১
দালাল০০৭০০৭ বলেছেন: ও টিক কইসেন।
৩| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩
নূর আদনান বলেছেন:
৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬
তুষার মানব বলেছেন:
৫| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭
এনামুল হাসান নোমান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৭
মুক্তকণ্ঠ বলেছেন: অ, আইচ্ছা।