নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের পথিক

এনামুল হাসান নোমান

..

এনামুল হাসান নোমান › বিস্তারিত পোস্টঃ

ক'দিন পর যেরকম হবে দেশীয় টিভি চ্যানেলগুলোর খবরের অবস্থা...

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

ইদানিংকালে দেশের টিভি চ্যানেলগুলোর উপর সরকার যেভাবে শর্ত আর নিষেধাজ্ঞা আরোপ করছে, কদিন বাদে প্রচার করার মতো কোন খবরই পাবেনা চ্যানেলগুলো।

আর তখন, দেশের সকল টিভি চ্যানেলের অবস্থা হয়তো এরকম হবেঃ

[শিরোনাম ]
"ব্রেকিং নিউজঃ সমাজকল্যাণ মন্ত্রী বাথরুমে! "

সংবাদ পাঠিকাঃ প্রিয় দর্শক, এইমাত্র আমরা জানতে পেরেছি মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী বাথরুমে ঢুকেছেন! জনমনে প্রশ্ন, উনি কী করছেন সেখানে???

বাথরুমের সামনেই অবস্থান করছেন আমাদের প্রতিনিধি অমুক। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।

...আচ্ছা অমুক, বাথরুমের ভিতরের পরিস্থিতি এই মুহুর্তে কেমন?

সাংবাদিকঃ ধন্যবাদ তমুক, আসলে এ এ এ এ বাথরুমের ভেতরে কী হচ্ছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে এ এ এ, ভিতর থেকে কিন্তু ভুমভুম আওয়াজ আসছে কিন্তু এ এ তিনি এক ঘন্টা যাবত কিন্তু এরকম করছেন!

সংবাদ পাঠিকাঃ মাননীয় মন্ত্রীর সাথে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে?

সাংবাদিকঃ এ এ আসলে, আমরা যখন বাইরে থেকে উনার সাথে কথা বলতে চাইছিলাম তখন তিনি কিন্তু অশ্লীল ভাষায় আমাদের কিন্তু গালিগালাজ করেছেন

এবং এই মুহুর্তে কিন্তু আমরা জানতে পেরেছি যে, সরকারের বিশেষ দূত হিউম্যান মু. এরশাদ বাথরুমের ভিতরে যাবার জন্য প্রস্তুত হয়েছেন। তিনি কিন্তু এ এ মূলত মন্ত্রীর সাথে দেখা করে এসে ভিতরে মন্ত্রীর সর্বশেষ অবস্থা জানাবেন।

আমরা এখন কথা বলছি বিশেষ দূত হিউম্যান মু. এরশাদ এর সাথে,

সাংবাদিকঃ মাননীয় দূত, আপনি কি তাহলে বাথরুমে যাচ্ছেন?

এরশাদঃ যাওয়ার প্রশ্নই আসেনা! আমি কেন বাথরুমে যাব?

সাংবাদিকঃ কিন্তু আপনি তো আগে বলেছিলেন যে আপনি যাবেন!

এরশাদঃ তো আমি কি এখন না করেছি নাকি? যাচ্ছি তো। বাথরুমে না গেলে মানুষ আমাকে থুথু দেবে।

সাংবাদিকঃ তাহলে আপনি কবে নাগাদ বাথরুমে প্রবেশ করছেন?

এরশাদঃ সোজা কথা, আমি ওখানে যাচ্ছি না। আমাকে চাপ দেয়া হলে, আমার পিস্তল লোড করেছি; সুইসাইড করবো।  

[সাংবাদিক ও ক্যামেরাম্যান একযোগে বেহুঁশ! ]

সংবাদ পাঠিকাঃ প্রিয় দর্শক, আমাদের প্রতিনিধি কোন কারণে বেহুঁশ হয়ে গেছেন। তার হুশ ফেরার সাথে সাথেই আমরা আবার যোগাযোগ করবো তার সাথে।

এখন মায়া লুঙ্গির সৌজন্যে একটি ছোট্ট সংবাদ বিরতি। বিরতির পরেই আবার ফিরে আসছি, ততক্ষণ কোথাও যাবেন না (এমনকি বাথরুমেও না!)। সঙ্গেই থাকুন।

[বিজ্ঞাপন]
"মায়া লুঙ্গি, ভালো লুঙ্গি; মন চায় বারেবারে ভেটকি মারি, আহা মায়া লুঙ্গি! "

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: মজা পাইলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

এনামুল হাসান নোমান বলেছেন: হেহেহে :-D

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

নিজাম বলেছেন: ভালই বলেছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

এনামুল হাসান নোমান বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

জেকলেট বলেছেন: হাহাহাহ কি যে কন ভাই.. :-* :-) মাননীয় মন্ত্রী আবার যদি রাগ করে টয়লেটে যাওয়া বন্ধ করে জনসভায় কাম সারা শুরু করেন তাইলে ত বিপদ.

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

এনামুল হাসান নোমান বলেছেন: এক কাজ করা যায়, উনাকে বাচ্চাদের মতো ন্যাপকিন পড়িয়ে জনসভায় আনলেই হয়! কাম সারলেও নো প্রবলেম! :-P

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

ইমরান আশফাক বলেছেন: আপনার কল্পনাশক্তি ভালই। :#) :D =p~

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০

এনামুল হাসান নোমান বলেছেন: হাহাহা

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ডিজিটাল বাকশালি টিভি ষংবাদের দারুন সূচনা করেছেন। বিজ্ঞাপনটাও সেইরাম!

++

আমাদের আর কত নীচে নামাবে কথিত চেতনার স্বৈরাচার!!!!!!

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

এনামুল হাসান নোমান বলেছেন: ধন্যবাদ


পতন হওয়ার আগ পর্যন্ত এরা এটা করেই যাবে হয়তো।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ভ্রমন কারী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

এনামুল হাসান নোমান বলেছেন: :-D

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ডিজিটাল বাকশালি টিভি ষংবাদের দারুন সূচনা করেছেন। বিজ্ঞাপনটাও সেইরাম!

++

আমাদের আর কত নীচে নামাবে কথিত চেতনার স্বৈরাচার!!!!!!
খিক খিক খিক!!!!!

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

এনামুল হাসান নোমান বলেছেন: ;) :-P

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

নিশাত তাসনিম বলেছেন: গিয়াসলিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ডিজিটাল বাকশালি টিভি ষংবাদের দারুন সূচনা করেছেন। বিজ্ঞাপনটাও সেইরাম!

++

আমাদের আর কত নীচে নামাবে কথিত চেতনার স্বৈরাচার!!!!!!
খিক খিক খিক!!!!!

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০২

এনামুল হাসান নোমান বলেছেন: খিক খিক

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ লিখেছেন । ++++ =p~ =p~ =p~ =p~ |-)

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

এনামুল হাসান নোমান বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.