নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের পথিক

এনামুল হাসান নোমান

..

এনামুল হাসান নোমান › বিস্তারিত পোস্টঃ

স্বরণকালের ভয়াবহ 'ভূত এফএম' স্টোরি! লোল।

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

- আজকের ভূত এফএমে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবো তা আমার সাথে ঘটেছে এবং ঘটনাটা অত্যন্ত ভয়ানক। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনাটা লিসেনার্সদের সাথে শেয়ার করার সুযোগ দেয়ার জন্যে।



- ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার ঘটনাটা শুরু করুন।





- ধন্যবাদ রাসেল ভাই। আসলে ঘটনাটা বলার আগে আমি যে বাড়িতে তখন থাকতাম সেটার বর্ণনা দিয়ে দিতে চাই। ঐ বাড়িটা খুবই সুনসান টাইপের বাড়ি ছিল। দোতলা টাইপের একটা বাড়ি। এবং আমি যেই রুমটাতে থাকতাম সেখানে একটা টেবিলও ছিল।





- টেবিলটা কি বাড়ির ভিতরেই ছিল?





- জি রাসেল ভাই, টেবিলটা বাড়ির ভেতরেই ছিল এবং পাশে একটা বসার জন্য...লাইক; চেয়ার টাইপের একটা ইয়ে ছিল। তো ঐদিন আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে আসছিলাম। তখন রাত প্রায় ৮ টা বাজে। আমি যখন বাড়ির কাছে আসলাম, জাস্ট বাড়িতে ঢুকবো। তখনই আমার হঠাত কেমন জানি লাগলো। আমি আস্তে আস্তে বাড়িতে ঢুকলাম। দেখলাম আব্বা বসে বসে টিভিতে খবর দেখছে, আম্মাও বসে আছে। তো আমি আমার রুমে ঢুকলাম জাস্ট।



- টেবিলটা এগজেক্টলি যেই রুমে, ঐ রুমেই...



- জি রাসেল ভাই, ঠিক ঐ রুমেই। আমি যখন ঐ রুমে ঢুকলাম তখন আমি খুবই টায়ার্ড ছিলাম। খুব পিপাসা লাগছিল। আমি তখন নরমালিই পানি খেতে চাইলাম, যেখান থেকে আমি রেগুলার পানি খাই। তো, আমি পানি খাওয়ার জন্যে যখন টেবিলের কাছে গিয়ে জগটা শুধু তুলেছি। রাসেল ভাই, ঘটনাটা তখনই ঘটলো। মানে তখন আমার সাথে যেটা ঘটলো রাসেল ভাই, সেটা দেখার জন্যে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আপনি কল্পনাও করতে পারবেননা কী ঘটলো। আমি জগ থেকে গ্লাসে পানি পানি ঢালতে গিয়ে দেখি জগে পানি নাই!!! রাসেল ভাই, আমি এইটা দেখেই সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। এরপরে কী হয়েছে তা আর আমি জানিনা। আজকে ঘটনাটার দুই বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারিনাই যে এইটা কেমনে হলো।



- আপনি কি স্পষ্ট দেখেছিলেন যে, ঐ জগে পানি ছিলনা?



- ভাই আমি একেবারে নিজের চোখে দেখছি! এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা, ঐ ঘটনার পর থেকে আমি আর ওই জগটা ইউজ করিনা। এখন আমি বোতল দিয়ে পানি খাই।



- ধন্যবাদ আপনাকে। ঘটনাটা আসলেই অনেক ভয়ঙ্কর ছিল। ইভেন, আমি নিজেও অলরেডি মুতে স্টুডিও ভিজাই ফেলসি। আপনি নিশ্চয়ই একটা গন্ধ পাচ্ছেন। এবং আমাদের লিসেনার্সদের কাছ থেকে অসংখ্য এসএমএস আসছে। তার মধ্যে কয়েকটা আমি এখন পড়বো। বরিশাল থেকে মাসুম লিখেছেন, “ঘটনাটা শুনে আমি ভয়ে পানি খেতে পারছিনা। রাসেল ভাই, এই ঘটনাটা আমার লাইফে সবচেয়ে ভয়ের।” রংপুর থেকে কল্লোল লিখেছেন, “ভাই এই ঘটনাটা শুনে ভয়ে আমার এক কাজিন হার্ট ফেইল করে হসপিটালে গেছে।” ধানমন্ডি থেকে শারমিন লিখেছেন,.....................

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

কাবিল বলেছেন: ভাই ঘটনাটা শুনেতো ভয়ে আমার গলা শুকিয়ে আসছে।
আসেপাশে কোথাও পানি খুজে পাচ্ছি না।
এখন মনে হচ্ছে আমাকে পদ্মাপারে যেতে হবে।








অনেক মজা পাইলাম =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

এনামুল হাসান নোমান বলেছেন: =p~ =p~ =p~ =p~

২| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২০

শতদ্রু একটি নদী... বলেছেন:
কি কমু? হাসার ইমো দিমু না কান্দনের?

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

এনামুল হাসান নোমান বলেছেন: কান্দেন ভাই, কান্দেন। আপনার কি ডর ভয় নাই? =p~

৩| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ আসাদ আলী বলেছেন: মাইরালা ওরে মাইরালা। কী হুনাই লো!

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

এনামুল হাসান নোমান বলেছেন: :D :D :D :D :D

৪| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

জেন রসি বলেছেন: ব্যাপক মজা পাইলাম :)

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

এনামুল হাসান নোমান বলেছেন: হাহাহাহা :D :D :D :D

৫| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

সাইলেন্স বলেছেন: ভূত এফ এম এর নাম চেন্জ করে মুত এফ এম করা হউক ;)

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

এনামুল হাসান নোমান বলেছেন: মুত এফএম B-) B-) =p~ =p~

৬| ০৭ ই মে, ২০১৫ রাত ১১:২৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: টেবিলটা কি বাড়ির ভিতরেই ছিল? :P :P :P :P :P :P :P

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৬

এনামুল হাসান নোমান বলেছেন: :P :P

৭| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৩২

টুম্পা মনি বলেছেন: হোহোহো খুক খুক খুক
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ওয়ান্স আপন এ টাইম আমিও ওদের ভয়াবহ গপ্প শুনতাম। তবে ওদের গপ্পের চেয়ে আপনার পোষ্ট বেশি ভয়াবহ হইসে।

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৮

এনামুল হাসান নোমান বলেছেন: হাহাহাহাহা

৮| ০৯ ই মে, ২০১৫ সকাল ৮:১৯

ফ্লাইং সসার বলেছেন: প্রথম প্রথম ভালোই ছিলো প্রগ্রাম টা,পরের দিকে আর বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারে নাই।

আপনার পোস্ট অসাম হইসে :D

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৪১

এনামুল হাসান নোমান বলেছেন: বিষয়টা ভয়ংকর করতে গিয়েই এরকম করতে হইসে। হাহাহাহা। ধন্যবাদ ভাই।

৯| ১১ ই মে, ২০১৫ রাত ৮:৩৮

চাঁদের আলো: বলেছেন: ভয়াবহ ঘঠনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.