নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, কথক।কল্পনা আর বাস্তবতা জোড়া দিয়ে প্রেম অথবা প্রতিবাদের ছবি আঁকা শিখছি।

নোমান প্রধান

লেখক নই, কথক।

নোমান প্রধান › বিস্তারিত পোস্টঃ

শিবের আশীর্বাদ

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫


কিশোরী তোমার বাড়ন্ত কাল , উড়ন্ত সময়
সকালে কুয়াশা কিন্তু বিকেলটাই রোদময়।
চাচ্ছো হয়তো ধরতে একটা রঙ্গিন প্রজাপতি
একটু পরই ভাল্লাগেনা, পাল্টায় মতিগতি।

ব্যাস্ত খুব কাটাও সময় স্বপ্ন খুজে ফিরে ;
হয়ত কোন রাজার কুমার রাখবে প্রেমে ঘিরে।
তোমার জন্য করি প্রার্থণা পূর্ণ হোক মনের সাধ
হাত উপর তুলে করি তাই শিবের আশীর্বাদ।

চোখে চোখে রাখা তাই অনেক টুকু ভয়ে,
চোখের জল না জানি পড়ে আবার ক্ষয়ে।
লাল টুকটুক ঠোট গুলোতে থাকুক শুধু হাসি
অমূল্য নয়তো এতোটা মণি মুক্তা রাশি রাশি।

আমার পাণে কেনো জ্বলে তোর চোখের তারা
আবেগের বশে হসনে ভুল প্রেমের পাগল পাড়া,
ভুলে বুঝিস নে, আমি শুধু অভ্যাসেই মালি
কার্যটা নয় প্রেমের, শুধু যত্নে রাখি ফুলের কলি।

কাদিস নে তুই হঠাৎ দেখা ভুল সপ্নের ঘোরে,
অনেক মুখ মিলায়ে যায় ঘুম ভাঙ্গলে আড়মোড়ে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

অসিত কর্মকার সুজন বলেছেন: তোমার জন্য করি প্রার্থণা পূর্ণ হোক মনের সাধ
হাত উপর তুলে করি তাই শিবের আশীর্বাদ।

লাইন দুটো বেশী ভালো লেগেছে। কবিতাটা সুন্দর

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৫

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.