নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, কথক।কল্পনা আর বাস্তবতা জোড়া দিয়ে প্রেম অথবা প্রতিবাদের ছবি আঁকা শিখছি।

নোমান প্রধান

লেখক নই, কথক।

নোমান প্রধান › বিস্তারিত পোস্টঃ

অনু কাব্য ব্লগ

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০



আমার কান্নায়!
তোমার কি'বা যায় আসে?

তোমার কান্নায়?
আমার পৃথিবী যায় ভেসে!

***
জনসমুদ্রে নিঃসঙ্গতা!
কতটা বিস্বাদ জানে অপ্রকাশিত কবিতা।

মরুভূমির জলতৃষ্ণা!
চেনে তপ্ত বালিতে জন্ম বেদুঈন সন্তানরা।

***

তোমরা যেমনই হও,
আমি বাদবাকি আর সবার মতন।

কাঙ্গালের মত করি
যদি বুঝি পাবো খানিকটা যতন।

***

এই শহরে মজুরের দিন ভর খাটাখাটি,

আর রাতে পাড় মাতালদের হাটাহাটি।

আছে চুড়ির শব্দে নতুন বধূর খুনসুটি

ঘুমাই কেমনে বল এত জান্তব খুঁটিনাটি।

***
শাহজাহান কোথায় আজ , আজও দাড়িয়ে তার তাজ !

এ দেহ পচে যায়, মাটি খায় ; ভবে রয়ে যায় শুধু কাজ ।

***

স্বপ্ন গুলো হারিয়েছি বড় শহরের রাজপথে,

ফিরে পাওয়ার আশায় ফিরছি জন-স্রোতে !

নিসঙ্গ মুসাফির ভুলেছে নাম ;
পথে চিহ্ন আঁকছে তার ঘাম ।

***
দেখিনি বিবৎস রূপ শয়তানের!

দেখেছি, নোট চকচকে কাগজের।


ছবি- সবুুুজ আহমেদ

কথকের ব্লগ লিংকঃ https://numanprodhankothon.blogspot.com/

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

নোমান প্রধান বলেছেন: উৎসাহ পেলাম :#)

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে।

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ 8-|

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫

সায়েমুজজ্জামান বলেছেন: আমার কান্নায়!
তোমার কি'বা যায় আসে?

তোমার কান্নায়?
আমার পৃথিবী যায় ভেসে!
-----------------------------------ভালো লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮

কামরুননাহার কলি বলেছেন: খুবই ভালো লাগলো কবিতা।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল

৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কবিতার মধ্যে ভাললাগার কি আছে তাই তো বুঝতে পারছি না:(

এগুলো সব আবেগের বসে কিবোর্ড চাপড়ানোর বহিঃপ্রকাশ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: মোটামোটি লাগল।

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নোমান প্রধান বলেছেন: চেষ্টা করবো ভালো করতে

৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

মোস্তফা সোহেল বলেছেন: অনুকাব্য ভালই লাগল।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

তারেক ফাহিম বলেছেন: প্রথম কাব্যটি দেখেই পরের গুলো পড়লাম।

ভালো হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

নোমান প্রধান বলেছেন:

১১| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

সৈয়দ তাজুল বলেছেন: ব্লগে টুমেরে আসলাম।
নবাবী ব্লগ সাইট তৈরি করে নিলেন ব্লগস্পটের সাহায্যে।

সামু ব্লগে আপনার নাবাবী কবিতাগুলো প্রিয় হয়ে থাকুক চিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.