নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, কথক।কল্পনা আর বাস্তবতা জোড়া দিয়ে প্রেম অথবা প্রতিবাদের ছবি আঁকা শিখছি।

নোমান প্রধান

লেখক নই, কথক।

নোমান প্রধান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কষ্ট

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭



কষ্টদেরও থাকে লুকোনো ব্যাথা
না বলা কথা
হৃদয়ের অকুতিরা যেখানে স্লান
অভিমানের জন্মস্থান।
আচ্ছা, মন কষ্ট কেনো পায়?
কেনই বা জমায়?

শৈশবে ঘুড়ি ভোকাট্টার কথা
কৈশোরে বন্ধু খোয়ানোর ব্যাথা
যৌবনের প্রথম হারানো প্রেম
সবই যে মানসপটের কারুহেম।

সময় তো নিয়মে গেছে বয়ে
স্মৃতিরা কেনো রয়ে?
প্রিয় কষ্ট নাম দিয়েছি তায়
কখনো না বদলায়।

ছবি- ইউক্রেনের শিল্পী পাভেল গুজেঙ্কো

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন:
কুসমি বললে, তুমি বড্ড বানিয়ে কথা বল। একটা সত্যিকার গল্প শোনাও-না।
আমি বললুম, জগতে দুরকম পদার্থ আছে। এক হচ্ছে সত্য, আর হচ্ছে—আরও-সত্য। আমার কারবার আরো-সত্যকে নিয়ে।
দাদামশায়, সবাই বলে, তুমি কী যে বল কিছু বোঝাই যায় না।
আমি বললুম, কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ।
আরো-সত্যি কাকে বলছ একটু বুঝিয়ে বলো-না।
আমি বললুম, এই যেমন তোমাকে সবাই কুসমি বলে জানে। এই কথাটা খুবই সত্য; তার হাজার প্রমাণ আছে। আমি কিন্তু সন্ধান পেয়েছি যে, তুমি পরীস্থানের পরী। এটা হল আরো-সত্য।

( রবীন্দ্রনাথ ঠাকুর )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.