নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আবদুন নূর

বলি কম, শুনি বেশী

মো: আবদুন নূর › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলন......বাস্তবিক এখন হচ্ছে টা কি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

শাহবাগের আন্দোলনটা কোন দিকে যাচ্ছে!!!

শুরুতে বলেছিলাম রাজাকারের ফাসি চাওয়ার সাথে সাথে চলেন সাগর-রুনি , বিশ্বজিত হত্যা, পদ্মা সেতু দূনীতি........ ........বিরুদ্ধে সোচ্চার হই। কিন্তু আপনারা বল্লেন –“এখন দাবি একটাই যুদ্ধ অপরাধীর ফাসি চাই”, অন্য কোন দাবি যোগ করবেন না কারণ বাংলা পরীক্ষার দিন শুধু বাংলা পরীক্ষাই দিবেন । ঠিক আছে এখানেও আমরা আপনাদের সাথে এক হলাম, কারণ অন্য দাবির মধ্যে যদি মূল দাবি ঠিক রাখতে না পারি।



কিন্তু বাস্তবিক এখন হচ্ছে টা কি?



আপনারা লাগছেন জামাত শিবির নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরে উসকানি, আমার দেশ পত্রিকা , মাহমুদুর রহমান, রাজীব হত্যার বিচার, ................................................কেন!!!



জামাত শিবির নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানে কি শুধুই জামাত শিবির চাকরি করে, সাধারন মানুষ করে না?, তাহলে অন্যের পেটে লাথি মারার মত উসকানি মূলক কথাবার্তা অন্য কেউ সার্পোট দিলেও আমি দিব না।



আমার দেশ পত্রিকা, মাহমুদুর রহমান, দিগন্ত টিভি বা অন্য কেউ যে যাই বলুক না কেন শাহবাগের সমস্যা কি? একটা টিভি চ্যানেল, একজন মানুষ, একটি পত্রিকাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে এটাই বুঝি না যেখানে অন্য সবাইতো শাহবাগের পক্ষে। কোনটা ভাল কোনটা খারাপ জনসাধারণই বিচার করুক।



আর রাজীব হত্যা…………..বলবো এই আন্দলনে যদি আরও প্রাণ যায় তবে যাক এসেছি তো প্রাণ দিব বলে, অতএব দাবি কিন্তু ঠিক রাখতে হবে এবং দাবি একটাই রাজাকারের বিচার চাই এখন অন্য কোন দাবি নাই।



কোথায় কোথায় কে কে ৭১এ রাজাকার ছিল তা বাহির না করে যতসব ফালতু কাজের পরিধি বাড়াচ্ছেন। শাহবাগের বর্ণমালায় কেন শ-শাহাজাহান, ম-মখা আসে নাই কেন তার উত্তর কেউ জিগাইলে আমি দিতে পারি নাই, যদি কেউ উত্তর জানেন আমাকে জানাবেন।



আদালতের রায়কে অমান্য করে আমরা রাস্তায় নেমেছি এবং সবাই বুঝি আদালতের রায়কে অস্বীকার করা কারও জন্য ভাল ফল নিয়ে আসবে না তারপরেও দেশের সার্থে রাস্তায় নেমেছি রাজাকারের ফাসির দাবিতে এবং সেটাই হওয়া উচিত আমাদের একমাত্র দাবি।



রাজাকারের ফাসি চাইতে শাহবাগ চত্বরের জম্ম………আগে সেটা সফল ভাবে শেষ করতে হবে নাহলে যে উদ্দেশ্য নিয়ে আমরা সবাই শাহবাগ আসি তা তো পূরণ হবেই না বরং জনসাধারণের সমর্থন হারাবই পরিশেষে আর কোনদিন তরুণ প্রজম্ম মাথা উচু করে দাড়াতে পারবো না………………………কথাটা মনে রাইখেন।



বি.দ্র: ভুল হইলে ধরাইয়া দিয়েন, রাজাকার বলিয়া গালি দিয়েন না…….মনে বড়ই ব্যাথা পামু। ;) ;) ;) ;) ;)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

মুন্সীজী বলেছেন: ব্লগারস এন্ড অনলাইন এ্যাকটিভিস্ট হলো আওয়ামী লীগের বি টীম । আজ মীরপুর ১০ নম্বর চক্করে যে সমাবেশ হয়েছিল তা আওয়ামী ব্যানারে হয়েছে । সব কিছুই আওয়ামী আলারা করেছে ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

শার্লক বলেছেন: ঠিক কথা কইছেন ভাই। আপনাকে তো ছাগু উপাধিতে ভূষিত করা হবে এখন। রেডি থাইকেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

মো: আবদুন নূর বলেছেন: অলরেডি ছাগুর সাথে রাজাকার উপাধিতেও ভূষিত হইছি

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

ননদালীনাজ বলেছেন: Hujuge Bangalee ! Rekheche Bangalee kore. Manus korene...!

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

রঁমাকান্তকামারঁ বলেছেন: ওনারা কামান দিয়ে মশা মারতে বেস্ত =p~ =p~ =p~

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

হাঁড় = ঘাঁড় বলেছেন: এইডাও তিন ফেসবুক শেয়ার?
মাইরা হালা। মাইরা হালা।


৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

হাঁড় = ঘাঁড় বলেছেন: ইতারা লাইনে আইব না?


আমরা কেন গণজাগরণ করেছি?
রাজাকারের বিলোপের জন্য করেছি।

ব্যক্তি রাজাকার একাত্তরে? তফাত যাও।
দল ছিল রাজাকার একাত্তরে? দল নিয়ে তফাত দাও।
এখন রাজাকারকে ঘাঁড় বেকা করে সাপোর্ট দিচ্ছ? তুমিও রাজাকার। তফাত যাও।


আমরা তো আমাদের আন্দোলনের মূল ট্রাকেই আছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

মো: আবদুন নূর বলেছেন: প্রথমে আরেকবার পড়েন....এরপর চশমা দিয়া পড়েন.....তারপর বাংলা ডিশনারী খুইলা পড়েন.....শেষে দুইজন মিল্লা পড়েন.....এরপরও যদি না বুঝেন তাইলে ভাই আপনার বুঝনের ক্ষেমতা নাই...........কই কি আর বুঝেন কি!!!

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

হাঁড় = ঘাঁড় বলেছেন: প্রিয়দেশবাসী, সকল ছাগুপোস্ট পর্যবেক্ষণে নিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.