| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা করেছিলাম নতুন প্রজম্মের পতাকার বাহক হয়ে শিক্ষিত জয়ের আগমন গঠবে, যেখানে থাকবে না আগেরকার একে অন্যের উপর কাদা ছোড়াছুড়ির রাজনীতি, থাকবে না অতীতের ত্রুটি খোজার রাজনীতি, ............(আশা অনেক বেশি ছিল!!!), ....থাকবে শুধু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুন্দর স্বপ্ন। সব আশাই নিরাশায় জন্ম নিল যখন দেখলাম জয় নতুন প্রজম্মের পতাকা হাতে নিয়ে আসনি, এসেছে সেই নোংরা রাজনীতির হাতকে আরো শক্তিশালী করতে...সেই একই মঞ্চ...একই শ্লোগান.....একই রাজনীতি.....একই মানুষ, শুধু খোলসটাই ভিন্ন !!!!!
হায়রে অভাগা জাতি , তোরা আজও অভাগাই রয়ে গেলি।
১৬ কোটি মানুষের মধ্যে এমন একজন নেতা কি নেই, যে এই অভাগা জাতিকে আলোর পথ দেখাবে!!!!
আবারও অপেক্ষার শুরু .........(আশাইতো একমাত্র ভেলা)
©somewhere in net ltd.