![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসাতে ভালবাসি। জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন এবং উপভোগ করতে চেষ্টা করি।
ছোটবেলায় পড়েছিলাম সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। মানুষ মনে করে ব্যাস্ততার ভিতর আপনজনকে সময় না দেওয়াটাই এক মাএ মাধ্যম যেটা কিনা নিজের ব্যস্ততা এবং পরিশ্রম সম্পর্কে জানানো যায়। আমার ব্যক্তিগত মত হচ্ছে কারো সময় থাকে না সময় যোগ বিয়োগ করে নিজের করে বের করে নিতে হয়। সময় ম্যনেজ করতে না পারাটা নিজের ব্যর্থতা এটার মাঝে কোন বাহাদুরি আছে ামি মনে করি না।সময়ের হিসেবে সবাই পারদর্শী না বেশির ভাগ সময় মানুষ ভুল করে এই হিসেবে। সময় সময়ের গতিতে চলে যাচ্ছে এবং চলবে কিন্তু আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সবাই তাল মেলাতে পারে না তাই সময়ের খেলায় সবাই জিততেও পারে না। সময়ে সময়ে সবকিছুর গুরুত্ব কখনো বাড়ে কখনো কমে সময় মানুষকে কাঁদয় সময় মানুষকে হাসায়। সময় কখনো অনেক নিষ্ঠুরতম আচরণ করে কখনো পরম মমতায় জড়িয়ে রাখে। সময়কে যে আপন করে নিতে পারে সময় তারই হয়।
লালনের কথাটি ধ্রুব সত্য "সময় গেলে সাধন হবেনা"।
ছবি নিজের তোলা
২২ শে জুন, ২০২১ সকাল ১১:৪৬
নূশাদা বলেছেন: হাবিব ভাই ধন্যবাদ
২| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দরকারি ও গুরুত্বপূর্ণ কথা লিখেছেন।
আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী খুব জোরে চলন্ত অবস্থায় ঘড়ির সময় ধীরে চলে। তাই আমাদের সময় বাঁচাতে হলে গতি বাড়াতে হবে।
২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৫
নূশাদা বলেছেন: সাড়ে চুয়াত্তুর আমিও সেটাই বলছি।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২১
হাবিব বলেছেন: ছবিগুলো সুন্দর। ছবির সাথে সাথে কিছু কিছু লো দিলে আরো মনোমুগ্ধকর হবে। হ্যাপি ব্লগিং।