নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইংরেজি সাহিত্যের ছাএী। ছবি তুলতে ভাল লাগে।নিজেকে জানার ও বোঝার চেষ্টা করি। নিজের ভিতরই ভালো খারাপ খোঁজার চেষ্টা করি। মানুষের সাথে মিশতে ও মানুষকে জানতে ভালো লাগে। ভালবাসা আর মানবতায় আমার ধর্ম।

নূশাদা

ভালবাসাতে ভালবাসি। জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন এবং উপভোগ করতে চেষ্টা করি।

নূশাদা › বিস্তারিত পোস্টঃ

ছবি বল্গ প্রতিযোগিতাঃ মনোমানিয়া

২৩ শে জুন, ২০২১ রাত ৩:০৭

ছবি তোলা আমার অনেক পছন্দের একটি কাজ। সামহোয়্যারইন ব্লগে ছবি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভালোই লাগলো। সাবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ব্যস্ত শহরে ঠাস বুনঠের ভীরে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে
নগদ অর্থ আলাদিনের চেরাগ তুল্য
ঐই ফুল ফুটে বনে য়ায় মধু আহরনে দাঁড়াবার সময়তো নাই
একলা আকাশ
তোমায় দিব একরাশ নীল
"ইট'স নট এনাফ টু স্পিক, বাট টু স্পিক ট্রু"
ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
রঙিন পান
প্রেম একবার এসেছিল নীরবে
বারিয়ে দাও তোমার হাত
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা
অন্তরে তুষেরআগুন

মন্তব্য ২৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ সকাল ৭:৩৯

হাবিব বলেছেন: এবারের ছবি ব্লগটি দারুণ হয়েছে। শুভকামনা রইলো

২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫১

নূশাদা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।

২| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বুঝতে পারলাম আমার চান্স নাই :(( অনেক অনেক শুভ কামনা থাকলো।

২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫৬

নূশাদা বলেছেন: অবশ্যই আছে চান্স।আপনার ছবি গুলো খুব ভাল হয়। ধন্যবাদ

৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৩৫

নিয়াজ সুমন বলেছেন: আখিঁর পলকে ও প্রেম এসেছিলো নিরভে । ছবি দুটো অসাধারন হয়েছে।

২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫৮

নূশাদা বলেছেন: সুমন ভাই অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

৪| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ
ভালো লাগায় ভরপুর

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:০১

নূশাদা বলেছেন: ছবি আপা আপনার ছবি গুলোও বেশ ভালো লাগে। অনেক শুভকামনা রইল।

৫| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নূশাদা

৬| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১৩

আখেনাটেন বলেছেন: খুবই সুন্দর ছবি তুলেছেন। :D

বিশেষ করে 'একলা আকাশ' ছবিটাতে চোখ আটকে যায়..। অসাধারণ...। বাকিগুলোও বেশ।

পানের ভেতর এত মসলা কিসের এগুলো....।

২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩০

নূশাদা বলেছেন: আখেনাটেন ধন্যবাদ। এখানে শুধু মসলা না বিভিন্ন ফল,জর্দা,মিষ্টি ইত্যাদি দিয়ে এই পানটা বানানো হয়।

৭| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:১৯

ঢুকিচেপা বলেছেন: সবগুলো ছবি সুন্দর হয়েছে।
আলাদা করে বলতে গেলে ৭ নম্বরের আইডিয়া দারুণ।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০৭

নূশাদা বলেছেন: ঢুকিচেপা ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৬

মাসউদুর রহমান রাজন বলেছেন: ইফতেখার ভূঁইয়ার সাথে একমত। আমার আর কোন আশা রইলো না।
এটা বেস্ট নূশাদা আপু।

২৫ শে জুন, ২০২১ রাত ১২:৩১

নূশাদা বলেছেন: রাজন ভাই ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভকামনা।

৯| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি খুব সুন্দর হয়েছে। তবে একলা আকাশ না একলা গরু? :)

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:২৮

নূশাদা বলেছেন: একলা মহিষ একলা আকাশ।

১০| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:০৩

অপু তানভীর বলেছেন: একলা আকাশে ছবিটার থেকে পরপর চারটা ছবি বেশ পছন্দ হয়েছে । বইয়ের ভেতরে ফুল আর চশমাতে ফোকাশ করে ছবিটা । আপনি বেশ চমৎকার ছবি তুলেন !

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:২৯

নূশাদা বলেছেন: তানভীর ভাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০৪

শেরজা তপন বলেছেন: ছবি দেখেছিলাম কিন্তু মনব্য করা হয়নি-
আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!

০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৪০

নূশাদা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইলো।

১২| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমায় দিব একরাশ নীল
...........................................................
আমার ভালো লাগল,
আপনি ব্লগের ছবি প্রতিযোগিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!

০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:২৩

নূশাদা বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সব ছবি।

০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:২৪

নূশাদা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.