নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইংরেজি সাহিত্যের ছাএী। ছবি তুলতে ভাল লাগে।নিজেকে জানার ও বোঝার চেষ্টা করি। নিজের ভিতরই ভালো খারাপ খোঁজার চেষ্টা করি। মানুষের সাথে মিশতে ও মানুষকে জানতে ভালো লাগে। ভালবাসা আর মানবতায় আমার ধর্ম।

নূশাদা

ভালবাসাতে ভালবাসি। জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন এবং উপভোগ করতে চেষ্টা করি।

নূশাদা › বিস্তারিত পোস্টঃ

লাল বেলুন

২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২১

তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন
আর অন্য হাতে সূঁচালো আলপিন
খেলো তুমি যেমন ইচ্ছে
তোমার খেয়াল খুশি
আমি আমার রাজ্যে
তোমার জন্য হাজার বেলুন পুষি



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৮

আজব লিংকন বলেছেন: আমি আমার রাজ্যে
তোমার জন্য হাজার বেলুন পুষি

দারুণ লাইন

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:১২

নূশাদা বলেছেন: জ্বি। ধন্যবাদ

২| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন যখন এমন কালারফুল বেলুনের সঙ্গে মনেরও সাঙ্গীকরণ করে কথা ও কাব্যে ভরিয়ে তুলুন।
শুভকামনা জানবেন।


আমার ব্লগে আপনার নিমন্ত্রণ রইল।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৬

নূশাদা বলেছেন: অনেক ধন্যবাদ নিমন্ত্রণের জন্য। শুভকামনা রইল।

৩| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: উনার অন্য হাতে ভালো জিনিসই উঠায়া দিছেন। এখন আর বেলুনগুলার রক্ষা নাই।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৩

নূশাদা বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.