![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসাতে ভালবাসি। জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন এবং উপভোগ করতে চেষ্টা করি।
তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন
আর অন্য হাতে সূঁচালো আলপিন
খেলো তুমি যেমন ইচ্ছে
তোমার খেয়াল খুশি
আমি আমার রাজ্যে
তোমার জন্য হাজার বেলুন পুষি
২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:১২
নূশাদা বলেছেন: জ্বি। ধন্যবাদ
২| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন যখন এমন কালারফুল বেলুনের সঙ্গে মনেরও সাঙ্গীকরণ করে কথা ও কাব্যে ভরিয়ে তুলুন।
শুভকামনা জানবেন।
আমার ব্লগে আপনার নিমন্ত্রণ রইল।
২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৬
নূশাদা বলেছেন: অনেক ধন্যবাদ নিমন্ত্রণের জন্য। শুভকামনা রইল।
৩| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭
মাসউদুর রহমান রাজন বলেছেন: উনার অন্য হাতে ভালো জিনিসই উঠায়া দিছেন। এখন আর বেলুনগুলার রক্ষা নাই।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৩
নূশাদা বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৮
আজব লিংকন বলেছেন: আমি আমার রাজ্যে
তোমার জন্য হাজার বেলুন পুষি
দারুণ লাইন