![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা চাচ্ছি
সেই চাঁদের কাছে,
যার সাথে রাত জাগার পাল্লা দিয়ে
তাকে লজ্জা দিয়েছি|
ক্ষমা চাচ্ছি
সময়ের কাছে,
তার অবিরাম চলার গতিকে যে হার মানিয়েছি!
আমি ক্ষমাপ্রার্থী সেই গাছের কাছে,
যার ফলগুলো গরিব শিশুদের দান করে
তাদের ভালোবাসা লুটেছি একাই|
ক্ষমা চাই সেই মেঘের কাছে,
তার বৃষ্টির সাথে যে খেলেছি হুদাই|
ক্ষমা চাই সেই ফুলবিক্রেতা শিশুটির কাছে,
প্রতিদিন ফুল কিনে তার মুখে হাসি ফুটাতে পারিনি বলে|
ক্ষমা করে দিও মা,
তোমায় সবসময় বিরক্ত করি বলে|
ক্ষমা করে দিও বাবা,
এক মাসে দুইবার হাতখরচ চাই বলে|
ক্ষমা চাচ্ছি সবার কাছে,
অতি তুচ্ছ কারণে ক্ষমা চাচ্ছি বলে|
এই তুচ্ছ কারণগুলোই যে আমায়
স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে শিখায়|
৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩
নূসরাত জাহান শবনম বলেছেন: ধন্যবাদ|
২| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
শুভব্লগিং।
০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭
নূসরাত জাহান শবনম বলেছেন: ধন্যবাদ|
৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:০০
আজাদ প্রোডাক্টস বলেছেন: সুন্দর কবিতা
০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩১
নূসরাত জাহান শবনম বলেছেন: ধন্যবাদ|
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:২১
নতুন নকিব বলেছেন:
চমৎকার কবিতা।
ব্লগে স্বাগত। শুভ হোক পথচলা।