নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই, জানাতে চাই !!!

মুক্তমনা মিরাজ

প্রযুক্তি নিয়ে কাজ করতে পছন্দ করি। মুক্ত চিন্তাধারার মানুষকে সম্মান করি।

মুক্তমনা মিরাজ › বিস্তারিত পোস্টঃ

নাশকতার আশঙ্কায় সারাদেশের সমস্ত কারাগারের নিরাপত্তা জোরদার । এটা কিসের ইঙ্গিত?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

রাত ৯:১৮ মিনিট।
পড়াশোনা শেষ করে সবেমাত্র টিভি চালিয়েছি সঙ্গে সঙ্গে দেখি NTV এর ব্রেকিং শিরোনাম, "সারাদেশে সমস্ত কারাগারের নিরাপত্তা জোরদার।" মনের মধ্যে একটা অজানা আতংক জন্ম নিল।

অন্য চ্যানেলে দিলাম , একি! দেশের প্রায় সবগুলো চ্যানেলেই একই ব্রেকিং নিউজ। এমনকি অাজ দেখছি এডভারটাইজের মধ্যেও হেডলাইন! একটু অবাক হলাম। কিন্তু খবর না দেখলে তো পুরো বিষয়টি বুঝতে পারছিনা।

রাত ৯:৩০ টায় My Tv সংবাদ । সেখানে এ নিয়ে কিছু দেখালোনা। জাস্ট ব্রেকিং নিউজের সারিতে একটাই লেখা দেখলাম।

তারপর ATN News এ দেখলাম এই হেডলাইন এর নিচে আরেকটি হেডলাইন যুক্ত হয়েছে, "ঢাকা কেন্দ্রীয় কারাগারে RAB মোতায়েন ।"

এসব খবর দেখে রীতিমত আমি শঙ্কিত।

জ্ঞানী এবং বিচক্ষণ ভাইয়াদের সহায়তা চাচ্ছি -
হঠাৎ করে একরাতের মধ্যেই কি কারণে দেশ এরকম অনিরাপত্তার মধ্যে পড়ে গেল???

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

ইলুসন বলেছেন: মনে হয় কেউ থ্রেট দিসে। #:-S

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

মুক্তমনা মিরাজ বলেছেন: আমারও মনে হচ্ছে, এটা হয়তো কোন বড় মহলের হুমকি। নইলে একরাতের মধ্যে সারাদেশের কারাগারের নিরাপত্তা জোরদার করার কারণ কি আর হতে পারে?

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

ফ্রিটক বলেছেন: চোরের মন পুলিশ পুলিশ, বুজলেন কিছু

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

মুক্তমনা মিরাজ বলেছেন: উপরন্তু প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

এম হেলাল আহমদ বলেছেন: জাস্ট নাটক , মানুষের দৃষ্টি ফেরাতে।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

মুক্তমনা মিরাজ বলেছেন: আপনার কথাও যুক্তিসংগত। :)

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

নিষ্‌কর্মা বলেছেন: মনে হয় সাকার ফাঁসী হৈব।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

রায়হান চৌঃ বলেছেন: নিষ্চই জেলখানায় বন্দী দের হত্যার পরিকল্পনা করছে

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

সাদী ফেরদৌস বলেছেন: "সারাদেশে সমস্ত কারাগারের নিরাপত্তা জোরদার এ আপনার আতঙ্কের কারণ বুঝলাম না ?

কারাগারে নিরাপত্তা জোরদার হইছে অথচ আতঙ্কে আপনে হিসু করে দিচ্ছেন , =p~ =p~ =p~ কেন ???

এটা খুব স্বাভাবিক বিষয় , ভয় পাবেন না ।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

মুক্তমনা মিরাজ বলেছেন: আমি রাবিতে পড়ি। সারাদেশে কারাগারে আইনশৃঙ্খলা জোরদারের কারণে আমাদের ভার্সিটি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে তা হয়তো আপনি জানেননা। :(

এছাড়াও চেকপোস্টগগুলোতে অপর্যাপ্ত পুলিশের কারণে এখন দেশের পুলিশবাহিনীর উপর হামলা করার সুযোগ পাচ্ছে দূর্বৃত্তরা। :( :(

আপনার কি মনে হয় এগুলা কোন পৃথক ঘটনা ????

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

ঢাকাবাসী বলেছেন: এগুলো পুরানো চাল, মানুষের দৃস্টি ফেরানোর টেকটিকস। আর এতে আতঙ্কের কি আছে বুঝলামনা।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

মুদ্‌দাকির বলেছেন: নাটক হতে পারে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.