![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তি নিয়ে কাজ করতে পছন্দ করি। মুক্ত চিন্তাধারার মানুষকে সম্মান করি।
রাত ৯:১৮ মিনিট।
পড়াশোনা শেষ করে সবেমাত্র টিভি চালিয়েছি সঙ্গে সঙ্গে দেখি NTV এর ব্রেকিং শিরোনাম, "সারাদেশে সমস্ত কারাগারের নিরাপত্তা জোরদার।" মনের মধ্যে একটা অজানা আতংক জন্ম নিল।
অন্য চ্যানেলে দিলাম , একি! দেশের প্রায় সবগুলো চ্যানেলেই একই ব্রেকিং নিউজ। এমনকি অাজ দেখছি এডভারটাইজের মধ্যেও হেডলাইন! একটু অবাক হলাম। কিন্তু খবর না দেখলে তো পুরো বিষয়টি বুঝতে পারছিনা।
রাত ৯:৩০ টায় My Tv সংবাদ । সেখানে এ নিয়ে কিছু দেখালোনা। জাস্ট ব্রেকিং নিউজের সারিতে একটাই লেখা দেখলাম।
তারপর ATN News এ দেখলাম এই হেডলাইন এর নিচে আরেকটি হেডলাইন যুক্ত হয়েছে, "ঢাকা কেন্দ্রীয় কারাগারে RAB মোতায়েন ।"
এসব খবর দেখে রীতিমত আমি শঙ্কিত।
জ্ঞানী এবং বিচক্ষণ ভাইয়াদের সহায়তা চাচ্ছি -
হঠাৎ করে একরাতের মধ্যেই কি কারণে দেশ এরকম অনিরাপত্তার মধ্যে পড়ে গেল???
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
মুক্তমনা মিরাজ বলেছেন: আমারও মনে হচ্ছে, এটা হয়তো কোন বড় মহলের হুমকি। নইলে একরাতের মধ্যে সারাদেশের কারাগারের নিরাপত্তা জোরদার করার কারণ কি আর হতে পারে?
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮
ফ্রিটক বলেছেন: চোরের মন পুলিশ পুলিশ, বুজলেন কিছু
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
মুক্তমনা মিরাজ বলেছেন: উপরন্তু প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
এম হেলাল আহমদ বলেছেন: জাস্ট নাটক , মানুষের দৃষ্টি ফেরাতে।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
মুক্তমনা মিরাজ বলেছেন: আপনার কথাও যুক্তিসংগত।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২২
নিষ্কর্মা বলেছেন: মনে হয় সাকার ফাঁসী হৈব।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
রায়হান চৌঃ বলেছেন: নিষ্চই জেলখানায় বন্দী দের হত্যার পরিকল্পনা করছে
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
সাদী ফেরদৌস বলেছেন: "সারাদেশে সমস্ত কারাগারের নিরাপত্তা জোরদার এ আপনার আতঙ্কের কারণ বুঝলাম না ?
কারাগারে নিরাপত্তা জোরদার হইছে অথচ আতঙ্কে আপনে হিসু করে দিচ্ছেন ,
কেন ???
এটা খুব স্বাভাবিক বিষয় , ভয় পাবেন না ।
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
মুক্তমনা মিরাজ বলেছেন: আমি রাবিতে পড়ি। সারাদেশে কারাগারে আইনশৃঙ্খলা জোরদারের কারণে আমাদের ভার্সিটি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে তা হয়তো আপনি জানেননা।
এছাড়াও চেকপোস্টগগুলোতে অপর্যাপ্ত পুলিশের কারণে এখন দেশের পুলিশবাহিনীর উপর হামলা করার সুযোগ পাচ্ছে দূর্বৃত্তরা।
আপনার কি মনে হয় এগুলা কোন পৃথক ঘটনা ????
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
ঢাকাবাসী বলেছেন: এগুলো পুরানো চাল, মানুষের দৃস্টি ফেরানোর টেকটিকস। আর এতে আতঙ্কের কি আছে বুঝলামনা।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
মুদ্দাকির বলেছেন: নাটক হতে পারে !!
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
ইলুসন বলেছেন: মনে হয় কেউ থ্রেট দিসে।