নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল বাঁশঝাড়

ওস্তাদ মাসুম

ল্যাপটপ তোমায় দিলাম ছুটি পড়ালেখার রাজ্যে পৃথিবী বাঁশময় বইগুলো যেন আস্ত গজব

ওস্তাদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

ধমক গোনসালভেজ -২

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১

ধমক গোনসালভেজ -১



আমার নাম চমক।



চমক!!! চমক আবার কারো নাম হয় নাকি?



আমার তো হল। কেন কি সমস্যা? আপনি যদি আমার বান্ধবী হন তাহলে আপনার পছন্দ না হলে চেঞ্জ করে ফেলব।



সত্যি আপনার নাম চমক?



হ্যাঁ।



আল্লাহ! আপনি কি তাহলে খ্রিস্টান নাকি? একথা বলার সাথে সাথে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। এবার ভাইয়ার নাম্বার থেকে ফোন দিলাম। ও প্রান্ত থেকে, হ্যালো কে?



আমি চমক।



আচ্ছা আপনি কি খ্রিস্টান নাকি?



হ্যাঁ, আমি খ্রিস্টান। আমার পুরা নাম চমক গোনসালভেজ।



আপনি ফোন রাখেন। আমি আপনার সাথে আর কথা বলব না।



কেন?



আপনি খ্রিস্টান। খ্রিস্টান ছেলেদের সাথে কথা বললে গোনাহ হবে। এবার সামান্য রাগ লাগল। মেয়েটিকে আমি আবুল ভেবেছিলাম। কিন্তু সে আমার ধারণা ভুল প্রমাণ করল। সে আবুল নয়, সে মহা আবুল।



আমাকে শেখান, না? খ্রিস্টান ছেলেদের সাথে কথা বললে গোনাহ হয় আর মুসলিম ছেলেদের সাথে কথা বললে বুঝি কবুল হজ্জের সওয়াব হয়।



না, তাহলেও গোনাহ হয়। কিন্তু আমি আপনার সাথে আর কথা বলব না।



আমি ফোন রেখে দিব। কোন সমস্যা নেই। কিন্তু আপনি যদি আমার বান্ধবী হতে চান তাহলে আমাকে একটা কল করবেন। আচ্ছা কল করতে হবে না, মিসকল দিলেও চলবে। তবে শোনেন এই নাম্বারে আবার ভুলে কল বা মিসকল দিয়ে বসবেন না। এটা আমার ভাইয়ার নাম্বার। আমার ভাইয়ার নাম কি জানেন?



কি?



ধমক গোনসালভেজ।



আল্লাহ এইটা আবার কি নাম?



হুম। এইটাই ভাইয়ার নাম। খাসি জবাই করে আকিকা করে ভাইয়ার এই নাম রাখা হয়েছে। কেন জানেন?



কেন?



ভাইয়া সবাইকে খুব ধমকায় তো তাই। আপনি এই নাম্বারে কল বা মিসকল দিলে ভাইয়া ফোন দিয়ে আপনাকেও ধমক দিয়ে বসতে পারে।



না, না, আমি কল দিব না।



আচ্ছা রাখি। বাই। গুড নাইট।



ওদিকে মেয়েটার কি অবস্থা জানিনা। তবে এদিকে বড় ভাইয়া হাসতে হাসতে গড়িয়ে বিছানা থেকে নিচে পড়ে গেলেন। মেয়ের এমন বোকামি দেখে আমার আম্মু একটু হতাশ। আম্মু বলেই বসলেন, এই মেয়ে তো বোকা মনে হয়। ভাইয়া তখন হাসতে হাসতে আমাকে বলল, আম্মুর এখনও মনে হচ্ছে এই মেয়ে বোকা। ভাইয়া এবার আম্মুকে বলল, এই মেয়ে বোকা মনে হয়- না, এই মেয়ে বোকা-ই।



পরদিন ফোন দিয়ে আমার পরিচয় দিয়ে ক্ষমা চেয়েছিলাম। কিন্তু তাতেও কাজ হয়নি। দুধে আলতা দেওয়া সেই মেয়ের সাথে বড় ভাইয়ার আর বিয়ে হয়নি। দুধে আলতা সুন্দরী আমার ভয়ে বড় ভাইয়াকে বিয়ে করতে চায়নি।







আজ মেজভাইয়ার বিয়ে। পরশু ভাইয়া আমাকে কল করে ভাবির নাম্বার দিয়ে কথা বলতে বলেছিলেন। ভাইয়াকে বললাম, আগে বিয়েটা হোক তারপর কথা বলা যাবে। এই মেয়েটা দুধে আলতা সুন্দরী নাকি ঘোলে আলতা সুন্দরী জানিনা। তবে ভাইয়া যখন পছন্দ করেছেন আর বিয়েটাও যখন পাকাপাকি তখন আমি আর বাগড়া দিতে চাই না। তবে ভাইয়ার জন্য শুভ কামনা থাকল। পাশাপাশি আমি মাঝেমাঝে বাংলাদেশ যাব এটা ভেবে ভাবির জন্যও অগ্রিম সহানুভূতি প্রকাশ করে রাখলাম। :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.