নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল বাঁশঝাড়

ওস্তাদ মাসুম

ল্যাপটপ তোমায় দিলাম ছুটি পড়ালেখার রাজ্যে পৃথিবী বাঁশময় বইগুলো যেন আস্ত গজব

ওস্তাদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

বিনি কাহিনী - পঞ্চম কিস্তি (সতীন)

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

#১
- আচ্ছা, আমাকে যদি গান পয়েন্টে কেউ আরেকটা বিয়ে করতে বলে তাহলে কি করা উচিৎ?
- আপনি বলবেন, গুলি মার, তুই গুলি মার!
- কি বলেন বিনি! এভাবে মরে যেতে বলছেন?
- আরেহ! আমি তো আপনাকে বাঁচানোর জন্য বলছি। এভাবে মরলে তো আপনি শহীদ হবেন।

বিধবা হইতে রাজি আছি তত্রাচ সতীন হইতে রাজি না।

#২
- আপনার তিনটি জিনিস আমার একদম পছন্দ না।
- কোন তিনটি জিনিস বিনি?
- আপনার দ্বিতীয় স্ত্রী, আপনার তৃতীয় স্ত্রী, আর আপনার চতুর্থ স্ত্রী।
- ইয়া আল্লাহ! এরা কোথা থেকে এলো? বাস্তব জগতে এদের কোন অস্তিত্ব আছে বলেও তো আমার জানা নেই।
- আরে শুধু বর্তমানের তিনটি জিনিসের কথা বলছি না তো!
- তাহলে?
- ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা রাখে এমন জিনিসগুলোসহ মিলিয়ে বলছি।

বিনির কল্পনা জগতে আমাকে নিয়ে মেয়েদের যে উন্মাদনা সেটা ভেবেই আমি শিহরিত। আর যে তিনটি মেয়ে আমার বিবাহ বন্ধনে আসার জন্য উন্মত্ত তাদের এক নজর দর্শনের অপেক্ষায় আছি।


বিনি কাহিনী - চতুর্থ কিস্তি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: বেশ- ভালই চলছে আপনার বিনি কাহিনী!


* আপনার লেখাম মান ভাল। ছোট্ট একটা উপদেশ দেই; অন্য ব্লগারদের লেখা পড়ুন ও মন্তব্য করুন।
২০১৪ থেকে ২০২৩ সাল সময়ের মধ্য আপনি শুধু ব্লগ মডারেটরের একটা পোস্টে মন্তব্য করেছেন!!!

২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.