![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে নীতি নৈতিকতার বিন্দুমাত্র বালাই যখন না থাকে তখন এমন ঘটনা ঘটা স্বাভাবিক। সোশাল মিডিয়ার কল্যানে এতক্ষণে অবশ্য অনেকেই জেনে থাকবেন বিখ্যাত সুলতান ডাইনের বিরুদ্ধে খাশির গোস্তের পরিবর্তে কুকুরের বা অন্যকিছুর গোস্ত ব্যবহারের একটি অভিযোগ পাওয়া গেছে। মানুষ হয়ে মানুষকে কিভাবে এসব খাওয়াতে পারে ভাবতে অবাক লাগে।
আমার ব্যক্তিগত অভিমত, সম্ভবত তারা বিভিন্ন অনলাইন প্লাটফর্মের থেকে যে সব অর্ডার আসে সে সব ক্ষেত্রে এ সব খাবার সরবরাহ করে থাকে।
বিঃদ্রঃ তাদের প্রচারণায় কুকুরের ছবি কেন?
০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
অদ্ভুত অবাক বলেছেন: আমি কি বলেছি মালিক নিজে সরাসরি কুকুরের গোস্ত ব্যবহার করেছেন? বরং সুলতান ডাইন কর্তৃপক্ষের লোকই বলেছে আমাদের গোস্ত সরবরাহকারী ভেন্ডর কিছু ভেজাল করে থাকলে করতে পারে।
আমার কথা হলো আপনি এমন একটা ব্রান্ডের মালিক আপনার নিশ্চই এসব পরীক্ষ-নিরীক্ষা করার লোকবল থাকা উচিত।
২| ০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০১
নতুন বলেছেন: মামলার বিবরণী থেকে জানা গেছে, বাদী হাসিবুল হক বেইলি রোডের সুলতান ডাইন থেকে ২০০০ টাকা মূল্যের কাচ্চি অর্ডার করেন। কিন্তু, সেই কাচ্চি ডেলিভারির সময় বাদী দেখতে চান, ভেতরে কী পরিমাণ কাচ্চি আর মাংস দেওয়া হয়েছে। এ সময় বিবাদীরা ‘দেখার নিয়ম নেই’ বলে ডেলিভারি দিয়ে দেন। পরে বাদী সেই কাচ্চি বাসায় এনে দেখেন খাবারের মানে প্রতারণা হয়েছে। এই ঘটনায় বাদী সিএমএম আদালতে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৩৪ ধারায় মামলা করেন। ---
https://www.ntvbd.com/bangladesh
০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৯
অদ্ভুত অবাক বলেছেন: খাবারের মানে প্রতারণা হয়েছে বলতে কি বুঝানো হয়েছে একটু বলবেন? ভিডিওটা কি আপনি দেখেছেন? দুই পক্ষের কথপোকথন শুনেছেন?
৩| ০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০২
নাহল তরকারি বলেছেন: আমি আর কাচ্ছি খাবো না। ওয়াক থু।
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৯
অদ্ভুত অবাক বলেছেন: বাসায় নিজে রান্না করে খাবেন।
৪| ০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৯
নতুন বলেছেন: আমার কথা হলো আপনি এমন একটা ব্রান্ডের মালিক আপনার নিশ্চই এসব পরীক্ষ-নিরীক্ষা করার লোকবল থাকা উচিত।
অবশ্যই আমার ব্রান্ডের দেখাশুনা না করলে এমনটা হতেই পারে। এবং তার দায়ভার পুরুটাই মালিকের। এবং এর খেশারত তাকেই দিতে হবে।
৫| ০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
শায়মা বলেছেন: এ ছি ছি ছি
সত্য হোক মিথ্যা হোক গুজব হোক এই রটনার পরে আধা কাস্টোমার তার কমেছেই।
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৯
অদ্ভুত অবাক বলেছেন: হুম
৬| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:০০
শাহ আজিজ বলেছেন: এখন থেকে কুত্তা গননা শুরু হোক , কম পড়লে সুলতানে হামলা ---------------------
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩০
অদ্ভুত অবাক বলেছেন: ভালো মন্তব্য...
৭| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৭
ঢাবিয়ান বলেছেন: ভয়ঙ্কর অবস্থা। সুলতান ডাইনের লাইসেন্স অবিলম্বে বাতিল করা উচিত।
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩২
অদ্ভুত অবাক বলেছেন: লাইসেন্স বাতিল পর্যন্ত যেতে হলে আরো অনেক কিছু যাচাই বাছাই করতে হবে।
৮| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার বক্তব্য বুঝতে পারছি। খুবই নিন্দনীয় কাজ। কিন্তু এর সপক্ষে যে অভিযোগ আছে বলছেন সেটার কি কোনো প্রমাণ বা লিংক আছে? থাকলে দিয়ে দেওয়া ভালো। অন্যথায় পোস্টটি কিন্তু গুজব ছড়ানোর দায়ে অভিযুক্ত হতে পারে।
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৫
অদ্ভুত অবাক বলেছেন: হুম ঠিক বলেছেন। মিডিয়ার আসছে যেহেতু, সেহেতু গুজব না। কিছু একটা ঘটনাতো আছে।
৯| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সামুতেকি ট্যাগ করার সিস্টেম আছে?
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৬
অদ্ভুত অবাক বলেছেন: ট্যাগ করার সিস্টেম নাই, থাকলে ভালো হতো। আপাতত নাম লিখে যান।
১০| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
একটু মাথা খাটান, রাস্তায় কুকুর কয়টা? দেশের মাংসের চাহিদা কত হাজার টন?
ছবিতে কিছুই প্রমান হয় না।
কিছু মানুষ আছে এরা রেষ্টুরেন্টে বা বাজারে অকারনে ঝামেলা করে, এরাও একধরনের কুকুর। কোন প্রমান ছাড়া রেষ্টুরেন্টের নামধাম সোশাল মিডিয়াতে দিয়ে ব্যাবসার সর্বনাস করছে। বরং এই কুকুরদের বিচার হওয়া উচিত
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪১
অদ্ভুত অবাক বলেছেন: বলেছেন: ভাই এখানে মাথা খাটানোর কিছু নাই। ওদের সবই যে কুকুর মাংস তা কিন্তু না। ওরা যাদের থেকে মাংস সংগ্রহ করে তাদের মধ্যে কেউ অসাধু হলে ধরেন সপ্তাহে ২/১টা অথবা মাসে ২/৪টা যদি খাসির সাথে মিশিয়ে দিয়ে দেয় তাহলে?
১১| ০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫
তেলাপোকা রোমেন বলেছেন: আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন ঐটা কুকুরের মাংস আছিল?
০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৯
অদ্ভুত অবাক বলেছেন:
আমি নিশ্চিত না। তবে তাদের নিজেদের প্রচারণাতেই কুকুরের ছবি আছে।
১২| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪১
নতুন বলেছেন: অভিযোগ উঠেছে খাশির মাংস বাদে অন্য মাংসের সেটার তদন্ত করে বিচার দাবী করতে পারে।
অভিযোগ প্রমানিত হলে যারা মাংস সাপ্লাই দিয়েছে তাদের কম হলেও ১০ বছর সাজা হওয়া উচিত। সুলতানের অনেক বড় জরিমানা করা উচিত।
কিন্তু জনগন যা শুরু করেছে সেটা খুবই খারাপ। সোসাল মিডিয়ায় জনগনের মাথা নস্ট করে ফেলেছে।
জনগন ঘটনার ভিডিও দেখেই বলে দিচ্ছে যে সেটা কুকুরের মাংস
০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
অদ্ভুত অবাক বলেছেন: কথা সত্য
১৩| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২০
অর্ক বলেছেন: খুব সুন্দর ছবি। ছবিতে সমস্যা কি? এরকম ছবি খাবারের বিজ্ঞাপনে আগে কোনওদিন দেখেননি? ভুল করে খেলে পাপ হবে না। মুরগি মাছ বিভিন্ন নোংরা পদার্থ খায়। আমরা ওগুলো খাই। ধর্মীয় কারণ ছাড়া আমি আর কোনো সমস্যা দেখি না এতে। আরেকজন আবার ব্রান্ড ব্রান্ড করে গেলো! এদেরকে কে বোঝায় যে, আমেরিকান ফুড চেইন কে এফ সি’কে বাসি পচা মাংস/খাদ্যদ্রব্য সরবরাহের জন্য জরিমানা করা হয়েছে এখানে। ম্যাজিস্ট্রেট হাতেনাতে ধরে শাস্তি দিয়েছে। দেখা যাক কি হয়। তদন্ত চলছে।
০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
অদ্ভুত অবাক বলেছেন: হুম তদন্ত চলছে!!!
১৪| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৪২
ফ্রেটবোর্ড বলেছেন: বিঃদ্রঃ তাদের প্রচারণায় কুকুরের ছবি কেন?
খাদ্যের সুষম বন্টন!
ভাত-মাংস আপনি খাবেন আর ফেলে দেয়া হাড় খাবে কুকুরে, অপচয় রোধ!
০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
অদ্ভুত অবাক বলেছেন: ভালো ব্যাখ্যা...
১৫| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৫
অর্ক বলেছেন: ওদের এই কাচ্চি এতো ভালো সুস্বাদু যে, ঘ্রাণ শুঁকে শুঁকে বাড়ির আশেপাশের কুকুরও এর স্বাদ নিতে গেটের সামনে লালা ঝরা জিহ্বা বের করে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। উফফ, এভাবে ব্যাখ্যা করে বলতেও লজ্জা লাগছে। আপনার মাথায় ঢুকালো না দেখে অবাক হলাম। কুকুরের মতো হাড্ডি পাগল প্রাণী আর কে আছে! বাঘ সিংহের ছবি তো আর দেয়া যাবে না। ওরা তো আর রান্না করা হাড্ডি খাবে না। জ্যান্ত তাজা রক্ত মাখা হাড্ডি চাই তাদের। আশা করি এবার সব পরিষ্কার হয়েছে। দারুণ ছবি।
১৬| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৭
রানার ব্লগ বলেছেন: ছোট খাসীর হাড্ডি চিকন হবে এটাই স্বাভাবিক । হাড্ডি চিকন বা সরু হলেই তা কুকুরের মাংস এটা ভাবা কি ঠিক? তারপরেও ল্যাব টেস্ট করা হোক । দুধ পানি আলাদা হয়ে যাবে । নিশ্বাসের যেখানে বিশ্বাস নাই সেইখানে শুধু বিশ্বাস কি পানিতে ধুয়ে খাবো ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
নতুন বলেছেন: সোশাল মিডিয়ার কল্যানে এতক্ষণে অবশ্য অনেকেই জেনে থাকবেন বিখ্যাত সুলতান ডাইনের বিরুদ্ধে খাশির গোস্তের পরিবর্তে কুকুরের বা অন্যকিছুর গোস্ত ব্যবহারের একটি অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পাওয়া এক জিনিস আর বিষয়ের সত্যতা অন্য জিনিস। আমাদের দেশে জনগন গুজবে কান বেশি দেয়।
আপনি যদি এমন একটা ব্রান্ডের মালিক হতেন তবে কি কুকুরের গোস্ত ব্যবহারের ঝুকি নিতেন?