![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# শহীদের লাশের উপর তোমার রক্তিম সিংহাসন।
# রাত হলে দানব নামে আমাদের এ নগরে, রক্তচোষা নর-পিশাচ।
# নেংটি ইদুর এতোদিন সিংহের মুখশ পড়ে ছিল, তারুন্যের হুংকারে আসল চেহারা বেরিয়ে এসেছে।
# গত কয়েকদিন তেমন কোন কাজ ছিল না, তাই স্বৈরাচারের স্বেচ্ছাচারিতা বইটি পড়লাম।
# এতোদিন ভাবতাম আপনার রাজনৈতিক জ্ঞান, প্রজ্ঞা ব্যাপক। এখন দেখি অন্ত:সার শূণ্য।
# বাক স্বাধীনতা কেড়ে নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টা আমাকে ভাবায়।
# গাধা জল ঘুলিয়ে খায়, নিজেকে গাধার পর্যায়ে না নামালেই কি নয়?
# নিজ কৃতকর্মের দায় জনগণকে দিবেন না, বলবেন না জনগন আপনাদের সাথে আছে। জনগন জনগনের সাথে আছে, আপনারা তো থাকেন ভদ্র পল্লীতে।
# দেশ এখনো স্বাধীন হয়নি, তাইতো মুক্তিযোদ্ধার তালিকা দীর্ঘায়িত হচ্ছে।
# কোমর ভাঙ্গা একটা দল গলা পানিতে নেমেছে ঘোলা পানিতে মাছ শিকার করতে। এবারতো ডুবে মরবি।
# অত:পর প্রমাণ করেই ছাড়লেন আপনারা করনার চাইতে শক্তিশালী। করনা শুধু গৃহ বন্দি করেছিল, আপনারা গৃহ বন্দি করেছেন গ্যাস, বিদ্যুত, পানি ছাড়া।
# জাতিগত ভাবে কিছুটা স্বাধীনতা অর্জিত হলেও ব্যক্তি স্বাধীনতা সুদূর পরাহত।
# কোটা আন্দোলনের সকল শহীদের লাশ তাদের মা-বাবার নিকট পাঠানোর আগে এর যোগ্য দাবিদারের নিকট পাঠানো উচিত ছিলো। মলিন মুখগুলো দেখে কিছুটা মানুষিক শান্তি পাওয়া যেত।
# অনেকেই প্রশ্ন করছেন, ভাই এতো রক্ত আর লাশ দেখে তো রাতে ঘুমাতে পারি না, আপনারা মানুষ মেরে ঘুমান কিভাবে? এর উত্তর হলো: কিছু মানুষ রক্ত দেখে সহ্য করতে পারে না আবার কিছু মানুষ রক্ত দেখে পৈশাচিক আনন্দ পায়।
২| ২৭ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৬
আহলান বলেছেন: পিছনের ইতিহাস ঘেটে দেখুন .... ভবিষ্যৎ এমনটিই হবে বলে অতিতে বলা ছিলো ... কিন্তু তখন কেউ কান দেয়নি ....
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২২
নতুন বলেছেন: শেখ হাসিনাই এখন পুতুল প্রধানমন্ত্রীতে পরিনত হয়েছেন।
উনাকে তার সাঙ্গপাঙ্গরা যা বুঝিয়েছে তাই বুঝে বসে আছেন।
২৫০ জন মানুষের জীবনের চেয়ে উনার চোখের পানি আসে মেট্রোরেলের ক্ষতি দেখে।
ইন্টারনেট ডাটা সেন্টার, মেট্রোরেল, বিটিভি, কারাগারের মতন স্থানে হামলা আয়ামীলীগই করিয়েছে প্রচারনার জন্য। এটা বোঝার মতন ঘিলু যাদের চাই তাদের সাথে কথা বলা বৃথা।
# অনেকেই প্রশ্ন করছেন, ভাই এতো রক্ত আর লাশ দেখে তো রাতে ঘুমাতে পারি না, আপনারা মানুষ মেরে ঘুমান কিভাবে? এর উত্তর হলো: কিছু মানুষ রক্ত দেখে সহ্য করতে পারে না আবার কিছু মানুষ রক্ত দেখে পৈশাচিক আনন্দ পায়।
যারা এই প্রশ্ন করে তাদের আমি বলি সাইকোপ্যাথ আর সোসিওপ্যাথের লক্ষনগুলি ঐ সব মানুষের সাথে মিলিয়ে দেখুন।