নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

"ছেলে কবিতা" (লিখিতে যাইয়া হয়ে গেলো ছেলে ও মেয়ে ওরফে ছেলেমেয়ে কবিতা) :)

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১০


সন্মুখে মহাকাল এবং মুখোমুখি আমি,
কোন সুদূরের তীরভাঙ্গা ঢেউ এ ভাসিয়েছো খেয়া তুমি?
ইচ্ছে করে উড়ে যাই, ধেয়ে যাই ঐ নীল জলে
অজানা এবং অসীমের ঐ কলরোলে
কোথায় ভিড়াও ডিঙ্গা, কোথায়ই বা ফের ভেসে যাও?
ওগো সুদূরের ছেলে, এ প্রতীক্ষিতা যামিনীরে যাও বলে যাও।
রাতের আঁধারিয়া গানে কান পেতে নেবো শুনে সেই কথকথা
বিভাজিত রাত্রিতে, অশ্রু ও আবেগীতে ধুয়ে যাক ব্যাথা অজানিতা।

স্নিগ্ধ ভোর ধীর লয়ে নিয়ে আসে রাগ আশাবরী,
কোথায় বাঁজাও তুমি মন্দ্রসপ্তক, বহুকাল গত হয়েছে যে প্রগাঢ় বিভাবরী।
সন্ধ্যা আসে, হাওয়ায় ভাসে বনগোলাপের সুবাসিত শিহরণ
বিরহীনি আমি হেঁটে চলি একা, অতন্দ্র বৈরাগীর তরে অনুক্ষন!
জানি না সে আরও কতকাল? কত অনন্ত প্রহর কেটে যাঁবে তার-
লুকিয়ে জ্যোস্নার ছায়া, বিরহীনী একা একা, ছড়িয়ে ধোয়াশার এই ধুম্রজাল!
সুগঠিত সুকঠিন সেই মুখচ্ছবি অবিরাম ধুঁপছায়া খেলে যায় জলে,
অদেখা সে তনুমন, ঝড় তোলে অনুরণ, হৃদয়ের আরশীতে তার কথা বলে।


অবশেষে...
যার প্রেমালিপ্সু সুগভীর চোখ আর হৃদয়ে পূর্ণ ভালোবাসা
পাবো কি তার দেখা, কোনো কাল ও মহাকালের সন্ধিক্ষনে?
হবে কি কথা সাথে তার?
কোনো এক ভোর কিংবা অংশু ডোবা সাঁঝের মায়ায়
উজাড় করে দেবো তারে এ জীবনে পাওয়া যত শোক তাপ
আর তারপর-
সমুদ্রে, শৃঙ্গে, গুহায় কিংবা অরণ্যে....
শুদ্ধ হবো পরম সান্নিধ্যে তার ....
পরমাস্পর্শের অনলে দগ্ধ হবো, হবো ধুসর ভস্মীভুত স্বর্ণলতা!!



কথাকথিভাইয়ার মেয়ে কাব্য দেখে চ্যালেঞ্জ করে ছেলে কাব্য লিখিতে গিয়া হইয়া গেলো ছেলে মেয়ে বা মেয়ে ছেলে কিছু একটা কাব্য!

আর কাব্যখানি আমার মলাসইলমুইনা ভাইয়ার চরণে নিবেদিত হইলো। দুজনের জন্যই ভালোবাসা। :)





মন্তব্য ১৪৫ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৪৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


ভালো লেগেছে কথা ও ছন্দ; হৃদয়ে এত ভালোবাসা, এত অনুভুতিকে নিয়ে একা থাকা যায় না!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!

হঠাৎ এত প্রেমকাব্য ভালো লাগালাগি!!!!!!!

ব্যাপার কি !

দেখো তুমি আবার যেনো তেকা হতে চেওনা!!!!!!!! কবিতা কম কম ভালো লাগাতে হবে!!!!! :) :) :)

২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:



আমার 'মেয়ে কবিতা'র নিচে লিংক এড করে দিচ্ছি 'ছেলে কবিতা' নামে !

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

অপ্‌সরা বলেছেন: হা হা হা আরে ছেলে মেয়ে / মেয়ে ছেলে যা খুশি দিয়ে দাও নাম!

নাম যেটাই হোক লিখতে চেয়েছিলাম তো ছেলে কবিতাই!!!!!!! তাই না!!!!!! :)

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা সেতো কবিতাই পাঠক পাঠে তৃপ্তিই আসল। এই কবিতাটি পাঠে আমি পাঠক মুদ্ধ হলাম। অনেক ভাল থেকু আপুনি সেই প্রত্যাশায় সবসময়ের।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

আখেনাটেন বলেছেন: হবে কি কথা সাথে তার?
কোনো এক ভোর কিংবা অংশু ডোবা সাঁঝের মায়ায়
উজাড় করে দেবো তারে এ জীবনে পাওয়া যত শোক তাপ
--- তাপে পুড়ে মারার ধান্ধা মনে হচ্ছে। :P

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

অপ্‌সরা বলেছেন: শুধু তাপে!!!!!

একবার আসুক আশে পাশে!
তাপে পোড়াবো। সাগরে ডুবাবো। আকাশে উড়াবো নাকানি চুবানি উড়ানি কারে বলে!!!!!!!! হা হা হা ভাইয়া!

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

কুঁড়ের_বাদশা বলেছেন:

আপনার বাদশা ভাইজানের এ কবিতাখানি পছন্দর হয়েছে। :-B

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

অপ্‌সরা বলেছেন: আজকে কম কম কাঠিন্য করেছি মলাসইলমুইনাভাইয়াকে ভালোবেসে!

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা । এবার কবিতা নিয়ে আসি । কবিতায় একটা মেয়ের মনে ছেলে বসত করে, এবং তাকে নিয়ে তার অনুভূতি আকাঙ্ক্ষা খেলা করে । এই দৃষ্টিকোণ থেকে এটাকে ছেলে কবিতায় সমর্পণ করা যায় বৈকি !!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ যেমন যাওয়াতে চাও যাওয়াতে পারো!!!!!! আমার কোনো প্রব নাই!!!!!!!!!

চিকন কালো বেঁদের কুমার কোন পাহাড়ে যাও?
কোন বনহরিণীর পরান নিতে বাঁশরী বাঁজাও তুমি শিষ দিয়ে গান গাও!

তীর ধনুক নিয়ে সারাবেলা, ও শিকারী এ কি খেলা
শাল গাছেরই ডাল ভাঙ্গিয়া একটু বাতাস খাও!!!!!!


ইহা হইলো প্রকৃত ছেলে কবিতা গানা। যাহা বরেন্দ্র কবিরা অনেক আগেই রচনা করিয়া গিয়াছেন।

৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ! অতি উত্তম কাব্য!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!

৮| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব ভালো শব্দচয়ন।

তবে, এই টাইপ কবিতা কেন যেন পড়তে পারি না। শুধু ভালো লাগাটাই মনে থেকে যায়।

কিছু টাইপোঃ

ব্যাথা< ব্যথা?

যাঁবে< যাবে?

সন্ধিক্ষনে< সন্ধিক্ষণে?

শুভরাত্রি।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

অপ্‌সরা বলেছেন: উফ আবার আসছেন বানান পন্ডিৎ!

পারবোনা এই সব ঠিক করতে!!!!!!!! :-/

আমার ছেলেমেয়ে কবিতায় আর তাহাদেরকে ডিস্টার্ব করা যাইবেক না!!!!!!!!!!! :)

৯| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

আখেনাটেন বলেছেন: শুধু তাপে!!!!!

একবার আসুক আশে পাশে!
তাপে পোড়াবো। সাগরে ডুবাবো। আকাশে উড়াবো নাকানি চুবানি উড়ানি কারে বলে!!!!!
-- ইয়া মাবুদ......... :((

হলিউড আপনাকেই খুঁজছে। নেক্সট সুপারউওম্যান। ধ্বংস করে দিন চারিদিক। পুড়ে দিন। অাগুন জ্বলুক সবখানে। থরের মত একটি মুগর হলে ভালো হতো। ভয়ঙ্কর লেডি মুগর দিয়ে ভিলেন পিটাচ্ছে। ভালো তো ভালো না। :P

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

অপ্‌সরা বলেছেন: রিয়েলী! খুঁজছে নাকি আমাকে হলিউড!!!!

আগে বলবা তো আকাশ বাতাস সাগরে উড়ানো পুড়ানোর পর পাথর চাপা দিয়ে মারবো। বিষ খাওয়ায় দেবো। আরও কি কি করা যায় ভেবে দেখি........

১০| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:

তোমাদের দুজনের কবিতার পাঠের ফলাফলঃ


কথাকথিকেথিকথন = (+)
অপ্‌সরা ঠাকুরী = (-)


কথাকথিকেথিকথন এবং মলাসইলমুইনা দুজনের জন্য শুভ কামনা রইল। :)

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

অপ্‌সরা বলেছেন: ঐ আমি মাইনাস কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

তোমার হোক সাইনাস!!!!!!!! :)

১১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

শুকুনের দোয়ায় গরু মরে না,আমার এমনিতে কোল্ড এলার্জি আছে। সাইনাস আর কি হবে!!!!! X(



কবিতা পাঠ করিয়া ন্যায় বিচারকার্য করিয়াছি। :) :)


এখন পরের রাউন্ডের জন্য আরো ভাল করে প্রস্তুতি নিন,অপ্‌সরা ঠাকুরী।। :) :-B

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

অপ্‌সরা বলেছেন: মোটেও না!!!!!!!!!!!! তুমি হিংসামী করেছো!!!!!!!!!!!
সাইনাস মাইনাস সব তোমার!!!!!!!!!!!!!!!!

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




অবশেষে মেয়েরা কহিলো হেসে,
উজাড় করিয়া দেবো শোক সন্তাপ ।
গুহায় কিংবা অরণ্যে পরম সান্নিধ্যে
নিভাইবো দেহতাপ ।
কহিলো ছেলেরা -
এমতো ভুলায়ে কি তোমরা
শাড়ীর আঁচলে কন্ঠরুদ্ধ করে
প্রানটারেই ছুড়ে ফেলে দেবে দূরে ?

এটাই হলো একালের ছেলে মেয়ে কাব্যের ভাবসম্প্রসারণ । অতি মিষ্ট ভাষণও যে আসলে মিষ্ট নয় এটা শেয়াল আর মোরগের গপ্পে আছে । কারন শেষাংশে মেয়েরা ছেলেদের পরমাস্পর্শের অনলে দগ্ধ- ভস্মীভুত করে দেবে এমন মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে !! বাস্তবের কথাই আগাম বলে গেছে !
এই কবিতার মেয়েরা যেন একটা গলদা-চিংড়ি, শিরায় রক্ত নেই মোটেও , কিন্তু খোলশের রং ছিটানো রক্তের মতো লাল । :P

কবিতার প্রথমাংশ সুন্দর হয়েছে, কিছু শব্দকে অহেতুক অলঙ্করণ করা সত্বেও ।
অবশেষের অংশটুকু প্রথমাংশের সাথে ঠিক যেন খাপ খায়নি ।

ভালো লাগলো কবিতার যুদ্ধ ..............

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা এই কবিতার মেয়েরা শ্বেত রক্তের গলদা চিংড়ির ন্যায় উপরে ফিটফাট ভেতরে ফাঁকা হার্ট! :) :) :) ঠিকই ধরিয়াছো খোলসে রলাল রং ছোপছাঁপ মেক আপ! :) :) :) :P

অবশেষে মেয়েরা কহিলো হেসে,
উজাড় করিয়া দেবো শোক সন্তাপ ।
গুহায় কিংবা অরণ্যে পরম সান্নিধ্যে
নিভাইবো দেহতাপ ।
কহিলো ছেলেরা -
এমতো ভুলায়ে কি তোমরা
শাড়ীর আঁচলে কন্ঠরুদ্ধ করে
প্রানটারেই ছুড়ে ফেলে দেবে দূরে ?
***************
আহা আহা তাহা কেনো
আগে আসোইনা অরণ্যের পরাক্রমশালিনী ব্যাঘ্র গুহাতলে
শীতল শুভ্রতা যথা নরমুন্ডুর মালা দোলে তথা
কোজাগর চন্দ্র দোলে সন্মুখ ঝর্ণা পদতলে
যদি প্রেমময় মন থাকে, প্রানভয় নাহি জাগে
প্রেমিক পুরুষ হবে বীর- উন্নত মম শির
তুমি কি ডরাও তবে ভীখারি রাঘবে!


:P

প্রথমাংশ আর শেষাংশে মিল নাই কারণ লেখিকা ১০০% উদ্যমে যুদ্ধ শুরু করিলেও ঝুপ করিয়া ঘুম নামিয়া আসিয়াছিলো আর তাই .........ঘুমের মাঝে ঘুমায় ঘুমায় কাব্যখানা শেষ করিয়াছে তবে মন্তব্য জবাব লিখিতে গিয়া ঘুম বলছে যাবো যাবো, রাত বলিছে যাই....


১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর লাগলো +

আহমেদ জি এস ভাইয়ের মন্তব্যটাও খুব ভালো লাগলো।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!! :)

১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

কালীদাস বলেছেন: হায় খোদা! কবিতা আবার ছেলেও হয় নাকি? আমি তো ভাবতাম সব কবিতাই ফিমেল জেন্ডার :P

একটা মজার জিনিষ মনে পড়ল। মাস কয়েক আগে, নেটে একটা ট্রিক দেখেছিলাম পিসি/ল্যাপটপের জেন্ডার চেক করার। নোটপ্যাডে ছোট একটা স্ক্রিপ্ট চালালে পিসি ছেলে বা মেয়ের গলায় কথা বলে, যেটা দিয়ে আইডেন্টিফাই করা হয়। আমার ল্যাপটপ পিসি দুইটাই মেয়ে (আমি খুশি এতে, এমনিতেও আমার ল্যাপটপকে আদর করে মাই লেডি বলে ডাকি :P )। কলিগদের সাথে শেয়ার করলাম। আমার এক কলিগ কি চেন্জ করেছে স্ক্রিপ্টে আল্লাহ জানে, ওর ল্যাপটপ নিজেই ডিক্লায়ার দেয় যে ঐটা ট্রান্সজেন্ডার ল্যাপটপ =p~

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা তাইলেই বুঝো!!!!!!!

আজকাল সবই হয়!!!!!!!

কিন্তু তুমি কোথায় যাও আমাদেরকে ফেলে ফেলে!!!!!!!

১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

হাতকাটা হাকিমুল বলেছেন: শুধু ২জনের জন্যেই ভালবাসা ! আমাগো জন্য কিস্যু নাই !! :((

ছেলে না মেয়ে এইটা যে কি কাব্য - পুরাই কনফিউজড :-&

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

অপ্‌সরা বলেছেন: তোমাকে ভালোবেসে মরবো নাকি!!!!!! কবে আবার আমার হাতটাই কাঁটতে আসো!!!!!! বাপরে! তো কতজনের হাত কেঁটেছো এ যাবৎকালে!!!!!!!!

১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

নূর-ই-হাফসা বলেছেন: কবিতার কথা গুলো খুব সুন্দর ।আমার অনেক ভালো লেগেছে ।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!

১৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

কালীদাস বলেছেন: সাউথ আফ্রিকা গিয়েছিলাম। প্রায় দশদিন ছিলাম। ফেরার পর তেরহাজার কিলোমিটার জার্নির ধকল পার করতে আর নিজের কাজ গোছাতে সপ্তাহ শেষ। আজকে ফিরে আসতে পারলাম পুরান আড্ডায় B-)

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

অপ্‌সরা বলেছেন: তাহলে তো মহানন্দে ছিলে! তো লিখে ফেলো একখানা ভ্রমন ব্লগ আমরাও পড়ি!

১৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: মোটেও না!!!!!!!!!!!! তুমি হিংসামী করেছো!!!!!!!!!!!
সাইনাস মাইনাস সব তোমার!!!!!!!!!!!!!!!!




++++++++

শায়মা আপু, এতোগুলো প্লাস তোমার জন্য। =p~ এরপরে যদি তুমি কঠিন শব্দ দিয়ে কবিতা না লেখো। তখন আবার কিন্তু মাইনাসের বন্য বয়ে যাবে। আমরা লিখব সহজ শব্দের কবিতা।আমাদের জায়গা দখল করতে দেওয়া যাবে না।। =p~


কথাকথিকেথিকথন = (+)
অপ্‌সরা ঠাকুরী = (+)






১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা খট্টাঙ্গ পূরানের প্রতি তোমার এ ভালোবাসায় আপ্লুত হইলাম ভাইয়ু!!!!!

১৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪

মিথী_মারজান বলেছেন: সুন্দর কবিতা।:)
অবশেষে...'র অংশটুকু আমার ভীষণ ভাল লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

অপ্‌সরা বলেছেন: হা হা আপুনি থ্যাংকস আ লট! আহমেদ জী এস ভাইয়া বলেছে প্রথমটুকু ভালো আর তুমি বললে শেষ টুকু!!!!!!! :) :) :)

২০| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

মলাসইলমুইনা বলেছেন: ব্যাপক প্রস্তুতি নিয়ে বসলাম কবিতা পড়ার জন্য (আগের প্রত্যক্ষ্য অভিজ্ঞতার স্বরণ) | ইয়া মাবুদ কোথায় এলাম |এই কবিতার অনেকটা বুঝতে পারছি দাঁত আহত না করেই ! ভালোও লাগছে ! হটাৎ চোখ কচলালাম ঠিক ব্লগে এসেছিতো ! ভালোলাগার সাথে কবিতার শেষাংশ পার হলাম | ওমা কবিতার শেষ লাইনে একি লেখা "আর কাব্যখানি আমার মলাসইলমুইনা ভাইয়ার চরণে নিবেদিত হইলো" | মুহূর্তেই রহস্যভেদ হইলো কোন কাননের ফুল ইহা এবং কেন | কাব্যলক্ষীর রাজত্বের দীনহীন পাঠকের বোধগম্যতার কারণে সহজ ব্যাকরণে লিখিত কবিতা উৎসর্গের প্রভূত সন্মান প্রাপ্ত হইয়াও যে হৃদয় বেদনা ক্ষরিত হইতেছিল তাহা নিমেষেই তিরোহিত হইলো অদ্য বিলিয়ার ভাইয়ের "চুরির কবলে সামুর ১০১ জন ব্লগার: মহাচুরি পর্ব ০১" পোস্টে শ্রদ্ধাস্পদেষু মনিরা সুলতানার মন্তব্যে | জনৈক নিশিফেসকুটুম্ব মনিরা সুলতানার কবিতা চৌর্যবৃত্তির কালে উহার উৎসর্গকৃত লাইনদ্বয়ও কবিতার অংশ মনে করিয়া ফেসবুকে টুকলিফাই করিয়াছে | অপ্সরানন্দের এই কবিতাও ফেসবুকে টুকলিফাই হইবার শতকরা হার অতি উচ্চ বিধায় আমি আশা করিতেছি যে কোনো নিশিফেসকুটুম্ব আমার নিকসহ কবিতাটি টুকলিফাই করিয়া ফেসবুকে দিয়া দিবে | ইহাতে আমার নামও সেলিব্রিটি লিস্টে উঠিয়া যাইবার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে | একরাত্রির মধ্যেই দীনহীন নমশূদ্র জীবন হইতে উচ্চ বর্ণ ব্রামিন জীবনে উত্তরণ ! আহ জীবন কি সুন্দর ! অপ্সরা হৃদয়ের অন্তরস্থ গভীর অতল হইতে কবিতার জন্য শুভেচ্ছা | কবিতা মহান হয়েছে |

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

অপ্‌সরা বলেছেন: বুঝিয়াছি দন্ত পড়িয়া ঝড়িয়া এখন অন্যের দন্ত ফেলাইবার নিমিত্তে তুমিও খট্টাঙ্গ পূরান মন্তব্য লেখা শুরু করিয়াছো বৎস!!!!


তুমি হইলে বর্ণচোরা ব্রামিন তাহা আর যাহার চক্ষুই ফাঁকি দিতে পারো না কেনো? আমাকে পারিবেক লাই!!!! হি হি হি

থ্যাংক ইউ এ্যান্ড লাভ ইউ ভাইয়ামনি!


২১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে জিনিশটা মন্দ হয়নি।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

তোমার মন ভালো হয়েছে তো!!!!!

২২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

প্রামানিক বলেছেন: স্নিগ্ধ ভোর ধীর লয়ে নিয়ে আসে রাগ আশাবরী,
কোথায় বাঁজাও তুমি মন্দ্রসপ্তক, বহুকাল গত হয়েছে যে প্রগাঢ় বিভাবরী।


চমৎকার কাব্য কথামালা।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

২৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চরম একখান কবিতা!
নিশ্চয় এতক্ষণে কপি হয়ে গেছে!!

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

অপ্‌সরা বলেছেন: ফুলকপি, বাঁধাকপি, টমেটো যা ইচ্ছে তাই দিয়ে স্যুপ বানাক!!! :) :) :)

২৪| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: ছেলে মেয়ে বলে কোন কথা নেই!!!

কবিরো ছেলে কিংবা মেয়ে নন!! কবিরা কেবলই কবি!!


লেখা ভালো হয়েছে!:)


++

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১

অপ্‌সরা বলেছেন: হুম!!!!!!!!!!! কবিরা কেবলি কবি!!!
শুধু লেখা লেখা!!!!!

২৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:




বরেন্দ্র কবিদের সৃষ্টি আঁকড়ে ধরে থাকলে হবে ! আমরা কি কম যাই নাকি ! ওদের থেকে তেজস্বী কবিতা লেখার প্রতিজ্ঞা থাকতে হবে । নয়তো ওরা আড়চোখে তাকিয়ে বলবে যত্তসব গাদার বাচ্চা রেখে এসেছি !!!

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

অপ্‌সরা বলেছেন: হি হি হি তারা তো জানেনা রোবো মস্তিস্কের কবিরাও কত শত খট্টাঙ্গ পূরান লিখিতে জানেন!! :)

২৬| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

জাহিদ অনিক বলেছেন:





ছেলে কবিতা নাকি ছেলেদের কবিতা !

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

অপ্‌সরা বলেছেন: এটা ছেলে, মেয়ে, মেয়েছেলে, ছেলে পেলে সব্বার কবিতা!!!!!!!!!!!!!!!!!! :):):)

২৭| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

মেহবুবা বলেছেন: এটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি মাইকেল মধুসূদন দত্তের?

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

অপ্‌সরা বলেছেন: আপুনি!!!!!!!!! কতদিন পরে তুমি!!!!!!!!!!!!!
এটা অপ্সরান্দ্রনাথের!!!!!!!!!!!! হা হা হা

২৮| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন:


ওগো সুদূরের ছেলে, এ প্রতীক্ষিতা যামিনীরে যাও বলে যাও।
রাতের আঁধারিয়া গানে কান পেতে নেবো শুনে সেই কথকথা
বিভাজিত রাত্রিতে, অশ্রু ও আবেগীতে ধুয়ে যাক ব্যাথা অজানিতা।
- উহু, বলে গেলে হবে না। বলে গেলে তো অন্তর্ধান রহস্য আর রহস্য থাকবে না।
সেই হাস্য ভাষ্য লাস্য রহস্য তো মেয়ে কবিতাকেই খুঁজে বের করতে হবে!


যার প্রেমালিপ্সু সুগভীর চোখ আর হৃদয়ে পূর্ণ ভালোবাসা
পাবো কি তার দেখা, কোনো কাল ও মহাকালের সন্ধিক্ষনে?
- পাবেন না, কস্মিনকালেও পাবেন না। বৃথা চেষ্টা করিয়া কালক্ষেপণ না করাই শ্রেয়। শীতনিদ্রায় চলিয়া যান।

কবিতা কবিতা ভাল হচ্ছে, ছবিতা ছবিতা কই !!!!!!!!

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

অপ্‌সরা বলেছেন: জাহিদ অনিক বলেছেন:


ওগো সুদূরের ছেলে, এ প্রতীক্ষিতা যামিনীরে যাও বলে যাও।
রাতের আঁধারিয়া গানে কান পেতে নেবো শুনে সেই কথকথা
বিভাজিত রাত্রিতে, অশ্রু ও আবেগীতে ধুয়ে যাক ব্যাথা অজানিতা। - উহু, বলে গেলে হবে না। বলে গেলে তো অন্তর্ধান রহস্য আর রহস্য থাকবে না।
সেই হাস্য ভাষ্য লাস্য রহস্য তো মেয়ে কবিতাকেই খুঁজে বের করতে হবে!

দূর!!!!!!!!!! কাজ নাই তো খেয়ে দেয়ে খুঁজে খুঁজে বের করি আর কি!!!!! ইহা শুধু কবিতা কবিতা খেলা! হেলা ফেলা সারাবেলা!!!!!! যখন যা মনে হইবেক তাই নিয়া মারিবো ঢেলা ( ওপস খেত্তু ভাষা হয়ে গেলো তো :( )



যার প্রেমালিপ্সু সুগভীর চোখ আর হৃদয়ে পূর্ণ ভালোবাসা
পাবো কি তার দেখা, কোনো কাল ও মহাকালের সন্ধিক্ষনে? - পাবেন না, কস্মিনকালেও পাবেন না। বৃথা চেষ্টা করিয়া কালক্ষেপণ না করাই শ্রেয়। শীতনিদ্রায় চলিয়া যান।

কবিতা কবিতা ভাল হচ্ছে, ছবিতা ছবিতা কই !!!!!!!!

আরে চেষ্টা করছি কে বলিছে বেবি!!!!!!! বৃথা চেষ্টা করিয়া কালক্ষেপন করিবো এত নির্বোধ যেই হোক আমি নহি!!! হি হি হি

কবিতা কবিতা ভালো মন্দ যাহাই হোক চলিবেক চলিবেক যতক্ষন ততক্ষন!!!!!!!

তবে ছবিতাও চলিতেছে!!!! :)

২৯| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপ্সরান্দ্রনাথের কবিতায় এতদিন পর বহুকষ্টে দাঁত ফুটিয়ে কিছুটা স্বাদ-গন্ধ আহরণ করা গেল। তার জন্য ধইন্যাপাতা।
পুনশ্চঃ কবিতা উপভোগ্য হইয়াছে।

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ সম্রাটজী!!!!! :)

৩০| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: "অপ্সরান্দ্রনাথের" কবিতা বেশ লাগল। যদিও এবার মাথা কম হ্যাং হয়েছে......
+।

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

অপ্‌সরা বলেছেন: হা হা মানে কথাকথির পাল্লায় পড়ে খট্টাঙ্গ লেখা শুরু করেছিলাম!

তাই তারে দাঁড়িপাল্লায় ফেলে একটু সহজ পথে আনার পরিকল্পনা করেছিলাম ভাইয়া! তার ফলশ্রুতিতে আমার এই কাব্য। সবার মাথা বাঁচাবার একটা দায়িত্ব আছে না আমার! নইলে কথাকথির জ্বালায় আমরা সব খট্টাঙ্গ হয়ে যাবো তো!!!!!!!!! :)

৩১| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তোমার হইছে কিগো
শরীরটা কি সুস্থ?
শব্দ লিখো কিসব বাপু
ঝরে গালের গোস্ত!!

কুক্ষনে না পড়েছিলে
কথাকথির পাল্লায়;
সঙ্গদোষে লোহা ভাসে
বাঁচাক তোমায় আল্লায়।

বন্ধ করো দোহাই লাগে
নজরুলি এ নাট্য;
আগের মত কাব্য লিখো
সহজ সুখপাঠ্য।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

অপ্‌সরা বলেছেন: ভাইয়া

রাখো তোমার কথাকথি
ধরলো সামুর নতুন ঘোস্ট
কপি পেস্টের অনশনে
বন্ধ হবে এবার পোস্ট।

শুনেছিলাম হবুচন্দ্রের
মন্ত্রী ছিলো গবু।
সারা শহর ধোলাই করে
রক্ষা পায়নি তবু।

সামু ব্লগেও পৌছালো কি
গবুচন্দ্রের আত্মা
চোরের সাথে আমাদেরও
রবে না আর পাত্তা! :(

৩২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

তারেক ফাহিম বলেছেন: অপ্সরান্দ্রনাথের কবিতার শব্দগুলি বুঝ এত কঠিন হয়। :(

কবিতা এমনিতে কম বুঝি তাও আবার অপ্সরান্দ্রনাথের কবিতা :P

নতুনদের জন্য সহজ করে লিখতে পারোনা অাপুমনি। B:-)

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

অপ্‌সরা বলেছেন: আমি তো সহজই লিখি!!!!!!!

এটা কথাকথির ভূত ধরার ফল! :(

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর তারপর-
সমুদ্রে, শৃঙ্গে, গুহায় কিংবা অরণ্যে....
শুদ্ধ হবো পরম সান্নিধ্যে তার ....
পরমাস্পর্শের অনলে দগ্ধ হবো, হবো ধুসর ভস্মীভুত স্বর্ণলতা!!

অসাধারন! এমন মুগ্ধ স্বপ্নাহবানে জনম জনম ফিরতে চাইবে মন
বারবার পরমাস্পর্শের অনলে দগ্ধ হতে-হতে, করতে-করতে
চক্রাবর্তনে মোহ রয়েই যাবে- শুদ্ধ হবার পরম সান্নিধ্যাশায় :)

+++++++++++++++

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

অপ্‌সরা বলেছেন: হইসে

আর শুদ্ধ হয়ে কাজ নেই।
অশুদ্ধদের জ্বালায় আর পোস্টই লেখা হবে না! :(

৩৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: অসাধারণ কবিতায় +++++++

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: এত সহজেই ভালোবেসে ফেলি কেন !!!!

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

অপ্‌সরা বলেছেন: মায়াবতীদের এমনই হয়!!!!!!

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন আপি অনেক সুন্দর

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!

৩৭| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:




আমি রোবো, আপনি রোবো, সবাই রোবো.... !

আয় ছেলে রোবোরা, আয় মেয়ে রোবোরা
ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে রোবো মামার বাড়ি যাই
রোবো মামিয়ে দিলো দুধভাত
পেট পুরে খাই !

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

অপ্‌সরা বলেছেন: চুঊঊঊঊপ!!!!!!!!


ব্লগে আর কেউ কবিতা লিখবে না!!!!!!!!!!


কবিদের জন্যই আজ এই অবস্থা!!!!!! :((

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মনিরা সুলতানা বলেছেন: সে জেন হাওয়ায় উড়া প্রজাপতি
সে যে মায়াবতী

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

অপ্‌সরা বলেছেন: কে !!!!!!!

তুমি!!!!!!!!

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

কথাকথিকেথিকথন বলেছেন:





আমিতো কবিতা লিখি না !

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ নো কবিতা! :)

গুড বয়!!!!!!!!! ওপস গুড গার্ল!!!!!!!!!!!


আমার কিন্তু নিঃশ্বাস বন হয়ে যাচ্ছে!!!!!

আমি কিন্তু ঘর বাড়িতে আগুন লাগায় দেবো বল্লাম!!!!!! X((

৪০| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

এটা কি কোন কবিতা হল ????? X(( X((



কবিদের নামে গুজব ছড়াচ্ছেন যেন কে???? !!!! X(( X(

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

অপ্‌সরা বলেছেন: কবিদের জন্য এই অবস্থা!!!!!!!!


চোর ইনভিটেশন!!!!!!!!!! X((

৪১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনারটায় আগুন লাগাবেন নাকি অন্যেরটায় । যারটায় লাগান সমস্যা নাই আমারটাই যেন আবার লাগাবেন না । অনেক সাধের ঘর আমার !

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

অপ্‌সরা বলেছেন: ঐ কবিদের, চোরদের এবং সামুর বাড়িতেও!!!!!!!! কারণ কবি ও চোরেরা এবং আমার জন্মের শত্তুরেরাও আমার অন্তরে যে কষ্ট দিতে পারেনি সামু তাহা দিলো!!!!!!!!!


আমি যাই আগুন আনতে!!!!!!!!! :(( X((

৪২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মলাসইলমুইনা বলেছেন: @ মনিরা সুলতানা : "এতো সহজেই ভলোবেসে ফেলি কেনো" ! মানেে ??? একে কবি অপসরানন্দ, তার মধ্যে উৎসর্গ নামটা দেখতে হবেনা ! দুইয়ে দুইয়ে দশ ! ব্যপার সহজ না !!

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া নীচের ছবিটা দেখো!

এই হলো অবস্থা!

তুমি কোনো ছবি লিঙ্ক যোগ কররে তা পারবেনা কারন চোরদের সাথে সাথে থালা প্লেট বাটি ঘটি সিন্দুকে উত্তোলন করিয়া লকিং করা হইয়াছে!!!!!!!!! X((

৪৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

অপ্‌সরা বলেছেন:


৪৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার সদ্য লাগানো নেইলপলিসের দিকে খেয়াল রাখবেন । অগ্নিতাপে আবার না জানি খসে পরে !

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

অপ্‌সরা বলেছেন: আমি তো মরেই যাচ্ছি!!!!!!!!!! :(

নেইল পলিশে আর কি হবে!!!!!!! :(

৪৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনি মরে গেলেও নেইল পলিশ অক্ষত থাকা চাই । ছবি তুলে রাখতে হবে না ! শত বছর পরে পিচ্ছিপুচ্ছিদের যারা রূপকথার গল্প শুনাবে 'নেইল পলিশ কন্যা' নামে । গল্পে বলা হবে, একদা অপ্সরা নামে এক কন্যা বাস করিতো, সে ছিলো নেইল পলিশ অনুরাগী । প্রতিদিন বিভিন্ন রকমের নেইল পলিশ নখে দিয়ে ঘুরে বেড়াতো বাগানে বাগানে, প্রজাপতির দল তার নখে আঠার মত লেগে থাকতো....এমন গল্পে ছবি এড করার জন্য আপনার অক্ষত নেইল পলিশের ছবি তুলে রাখতে হবে ! এভাবেই একটি সত্য ঘটনা রূপকথার গল্পে রূপান্তরিত হয়ে যাবে....

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮

অপ্‌সরা বলেছেন: :P


হাহাহাহাহাহাহা


যাইহোক আমার ক্লাস্ট্রোফোবিয়ার কি হবে! :(

৪৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

কথাকথিকেথিকথন বলেছেন:




পেটপুরে নিঃশ্বাস নিন নাক দিয়ে এবং ছাড়ুন ধীরে ধীরে মুখ দিয়ে । কিছুক্ষণ ধ্যান করুণ এবং অন্যকাজে মনোযোগ দিন ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে যাই বিফস্টেক বানায় খেয়ে আসি!!!!!!

৪৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

কালীদাস বলেছেন: ৪৩ নাম্বারের ছবিটা পছন্দ হৈছে।
স্টেক শব্দটা দেইক্ষাই তো খিদা লাইগা গেল আবার :P

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

অপ্‌সরা বলেছেন: পছন্দ হইসে!!!!!!!!!!! কি বলো!!!!!!!!!

আমি তো ছবি দেখেই অক্কা পাচ্ছিলাম!

আমার কিন্তু সত্যিই একটু একটু আছে!

যেমন ধরো ঘুটঘুটে অন্ধকারে আমি নিশ্বাস বন হয়ে মরেই যাবো। সারারাত ডিম লাইট তো জ্বলেই পারলে আমি তিনটা ফ্লাড লাইট জ্বালায় রাখি। আমার প্রবলেম আমি কিন্তু ভূতের ভয় পাইনা একদমই কিন্তু লাইট অফ করে অন্ধকার হলেই আমার চারপাশে ভুত এসে যায় !!!! :(

আরও আছে লিফটোফোবিয়া, শ্যাম্পু ফোবিয়া! :P

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

অপ্‌সরা বলেছেন: ওহ স্টেক বানায় খেয়ে দেয়ে আসলাম! :)

৪৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

ডঃ এম এ আলী বলেছেন:
ছেলে কবিতা পাঠে হঠাৎ করে এখানে আটকে গেলাম
সন্ধ্যা আসে, হাওয়ায় ভাসে বন গোলাপের সুবাসিত শিহরণ
বিরহীনি একা হেটে চলি , একা অতন্ত্র বৈরাগীর তরে অনুক্ষন।


কবিতায় যে সব কঠিন ভাবের তথ্য কথা আর আধুনিকতার ছাপ
এর গভীরে গিয়ে মর্ম উদ্ধার কর্ম এ যে আমার জন্য কঠিন চাপ।

তবে কবিতার বন গোলাপের সুবাসিত শিহরণ নিয়ে বলে
যাব কিছু কথা, একদিন পথ ভুলে উইগানের বন ভুমের গভীরে
করেছিলাম গমন, সেখানে গিয়ে দেখি পাপরিহীন শুধু বিচীর মতন
হাজার বন গোলাপ ফুটে আছে গাছে গাছে, কাছে গিয়ে দেখি
হাজার কাটা গেঁথে আছে তার গায়ের সাথে । গায়ে যার এত
কাঁটা বুঝেছিলাম সে খুব স্পর্শকাতরই হবে। স্পর্শকাতর
বলেই বন গোলাপ হয়ে লুকিয়ে রয়েছে গভীর বনের ভিতরে ।

ছেলে কাব্য বুঝইতো , কি অবস্থা হতে পারে ।
যতই স্পর্শকাতর হোক আর নীজকে লুকিয়ে রাখুক হাজার কাটার ভীরে
শত আঘাতের যাতনা হাতের মুঠোয় চেপে কয়েকটাকে ধরে নিয়ে এলাম
ঘরে, ঘরে বসে গবেষনায় দেখা গেল এই কন্টকময় বন গোলাপের
বীচি দিয়ে চাইনীজরা তৈরী করে হারবাল মেডিসিন যা স্টমাক প্রবলেম
আর কেনসার প্রতিরোধের হারবাল মেডিসিন তৈরী করে। শুধু কি তাই
এটা দিয়ে তারা হারবাল টি ও তৈরী করে খায় যা নাকি গায়ের চর্মের
মসৃনতা বাড়ায় ।

কবিতার গুনাগুণ বুজি আমি কম, তবে কবিতায় থাকা কিছু
শব্দ মালার অর্থকে গভীর ভাবে বুঝার চেষ্টা করি , সেজন্যইতো
বেছে বেছে কবিতা হতে সে কথা গুলিকেই ধরে করি বিশ্লেষন।
বন গোলাপ হাজার কাটা বুকে নিয়ে নীজের জীবন সিদ্ধ পানিতে
ফুটিয়ে জাগায় হাজার মানব মানবির বুকে আনন্দ বেদনার শিহরণ!

যাহোক, তোমার জন্য বন গোলাপের হারবাল টি এককাপ দিয়ে গেলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া সেই দুপুর থেকে যুদ্ধ করতে করতে শেষ আমি!!!!!!!!!!! :(

যাইহোক বনগোলাপ এটা নাকি!!!!!

হায় হায় জানিনা তো!!!!! আমি তো এটা ডালিম/ আনার কোনো ফলটল ভেবেছিলাম!!!!!!

৪৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন:

আপনার বাদশা ভাই কপি-পেষ্ট জেল থেকে মুক্তি পেয়ে ““““ =p~ :)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪

অপ্‌সরা বলেছেন: এখনও তো জেলের মধ্যে!!!!!!

৫০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

কালীদাস বলেছেন: শ্যাম্পুফোবিয়াটা আবার কি জিনিষ? #:-S
ডিম লাইট না থাকলে আমিও ঘুমাতে পারিনা। এটলিস্ট খানিকটা আলো লাগবেই।
দিনের বেলায় আবার ঘর অন্ধকার রাখতে ভাল লাগে।

বুঝি না, আমি কি সাইকো নাকি?? :||

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

অপ্‌সরা বলেছেন: তুমি যে একটু আমার টাইপ বিলাসী আছো সে খুব ভালোই বুঝতে পেরেছি আমি! মানুষ ঢং ঢাং যাই বলুক আরামদায়ক পরিবেশ আমার চাই ই চাই! নইলে ঘুম্র ধরিবেক না!

রোজ রাতেই আমার শয়ন চর্চা দেখিলে অনেকেি মনে হয় হার্ট ফেইল করবে ভাইয়া! এভরিডে ধোয়া ইস্ত্রি করা বেডশিট টান টান, হালকা হালকা আলো ( যদিও গাঢ় ফকফকা হলেও আমি খুশি মানুষে আবার বেশি পাগল বলে কিনা সেই ভয়ে হালকা হালকা :( )
হিমশীতল ঘর এসব ছাড়া আমার চলিবেক না! :P

আর দিনের বেলাও ঝাঁ চকচকে রোদ আমার পছন্দ তবে ঘরের মধ্যে তা হা হা করে ঢুকে পড়বে এটাও আমি চাইনা! আর হ্যা আমি ভারী পর্দা লাইক করি। যদিও নেট আর ভারী দুই পর্দাই থাকে আমার সাথে সাথে!


হ্যাঁ তুমি সাইকো! আমার মত বিলাসী সাইকো! :P

৫১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

মলাসইলমুইনা বলেছেন: ছাদ চাপা পড়ার থেকে বেঁচে এখন ছাদহীন মুক্তাঙ্গনে ...আহা কি স্বস্থি !

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

অপ্‌সরা বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে!!!!!!!! :) :) :)


এখন সেই গানা গাই!!!!!!!

হারে রে রে আমায় রাখবে ধরে কে রে !!!!!!!!!

৫২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
সামুর যে অবস্থা এখন দেখা যায় তাতে করে আমার জন্য বড় মাপের লেখালেখি মনে হয়
বেশ কষ্টকর হবে। ভালই হল বড় বড় পোষ্ট বাদ দিয়ে না হয় ফিরেই যাব কবিতার জগতে।


১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

অপ্‌সরা বলেছেন: না!!!!!!!!!!!!!!!

সমস্যার সমাধান হয়েছে ভাইয়া!!!!!!!!


নো চিন্তা!!!!!!!!

৫৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

কালীদাস বলেছেন: :(( পুরাপুরি বিলাসী মনে হয় আমি না। এসি আমার রুমে কখনও ব্যাবহার করতাম না দেশে থাকতে, তবে টের পাচ্ছি যে পুরাপুরি দেশে চলে আসার পর লাগবে আসলে; আম্মা বলেছে আমার ঘরে লাগিয়ে দেবে একটা B-)) এমনেও গরম সহ্য করতে পারিনা এর উপর বেশ কয়েক বছর ধরে সর্বোচ্চ দুই মাসের সামারে অভ্যাস আরও খারাপ হয়ে গেছে /:)

তবে আমার বিছানা দেখলে না হেসে পারবেন না। পরিষ্কার তো থাকা লাগবেই সেই সাথে এখনও ছোটবেলার মত দুই পাশে দুইটা বালিশ না থাকলে ঘুমাতে পারিনা :`>

শ্যাম্পুফোবিয়াটা কি বললেন না তো! চুল কি শ্যাম্পুর ধরণের উপর বেশি সেন্সেটিভ?
আমি নর্মাল চুলেরটাই ইউজ করি (কন্ডিশনারও)। সুপারমার্কেটে গেলে লোকাল ভাষা তো বুঝি না। কোন ভদ্র টাইপের বালিকাকে ডেকে বলি "আফাগো, এইহানে সাদাসিদা চুলের কুনটা?" বালিকারা গভীর মমতায় আমাকে শ্যাম্পু খুঁজে দেয়। আল্লাহ তাদের মঙ্গল করুন।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

অপ্‌সরা বলেছেন: আহালে

সেই দেশের বালিকারা দেখি খুবই মমতাময়ী!

যাইহোক কোন সেই দেশ??


আর আমার শ্যাম্পুফোবিয়া শুনলে তুমি আজ রাতে ঘুমাতে পারবেনা মানে হাসতে হাসতে মরবা!!!!


যখন চুলে শ্যাম্পু দেই। অনেক বেশি ফোম হয়ে গিয়ে সেটা চোখের উপরে নেমে আসে (অবশ্য চোখের উপরে নামুক না নামুক) আমি চোখ বুঁজে আছি এখন খোলা যাবেনা খুললেই আমার চোখে শ্যাম্পু ঢুকে জ্বালা করবে। এই ভাবনাটাই আমাকে এমন ভয় পাইয়ে দেয় মনে হয় আমি জীবনেও আর দেখতে পাবোনা। অমনি হাউ মাউ করে চোখ খুলে ফেলি। চোখে শ্যাম্পু ঢুকে তখন আরও অবস্থা খারাপ হয়ে যায় । আমি পারলে তখন ...... :P

প্রথম যেদিন এই সমস্যা শুরু হলো মানে শ্যাম্পু চোখে ঢুকে হাউ মাউ। আমার চিৎকারে ফুপি দরজা ধাক্কাধাক্কি। পরে সব শুনে ঠাস ঠাস দুইটা পিঠের উপরে এই বুড়িকালেও!!!!!!! :((

৫৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

কালীদাস বলেছেন: =p~ =p~
জানিনা আপনার মনে আছে কিনা, নব্বইয়ের দশকে বাচ্চাদের জন্য একটা বেবি শ্যাম্পু এসেছিল। বিটিভিতে দেখান এডের একটা ডায়লগ ছিল: "চোখে লাগলে চোখ জ্বলে না, কান্নাও পায় না"। এখন আর ব্রান্ড মনে নেই, তবে দাবিটা সত্য ছিল।

ইউরোপে আমার সবচেয়ে পছন্দের দেশ দুইটাতে: জার্মানি আর ইটালি। বাঙালি যাই মনে করুক; এই দুইদেশের লোকজনের মত ফ্রেন্ডলি ইউরোপিয়ান খুব কমই দেখেছি বাকি যে দেশগুলোতে থাকা/যাওয়া পড়েছে। এই অধমের ভাষা শেখার অক্ষমতাকে এরা ক্ষমাসুন্দর চোখেই দেখে, যদিও মাঝে মাঝে আপনার টোনে খানিকটা অভিমানও দেখায় কেন শিখিনা ;)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

অপ্‌সরা বলেছেন: হা হা না আসলে চোখে লাগলে চোখ জ্বলে না ব্যাপারটা মনে হয় তেমনও না। এটা কোনো মেন্টাল ডিজওর্ডারই হবে অহেতুক ভয় মানে ফোবিয়া ! :(



তবে আমি জানি হাউ টু ওভারকাম ইচ এ্যন্ড এভেরি প্রবলেম! :)


৫৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

কালীদাস বলেছেন: একটা সত্যি কথা বলি আপা ভাগার আগে। আপনার এরকম কন্টিনিউয়াস ব্লগিং করতে পারার এবিলিটিটা খুবই প্রশংসনীয় :) জানিনা কিভাবে টাইম ম্যানেজ করেন সব কিছুর (হাসান ভাইয়ের পোস্ট পড়ার পরেও বলছি)।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

অপ্‌সরা বলেছেন: যার যত কাজ তার তত অবসর! হা হা হা

এই যে বিকাল থেকেই বাসায় আছি।

এর মাঝে লেসন প্ল্যান করলাম। আর মাঝে মাঝেই উঁকি ঝুঁকি যুদ্ধ কপি পেস্ট নিয়ে।
তারপর একটা নাটক দেখলাম
তারপর বিফ স্টেক
তারপর এখন রিপোর্ট কার্ডে নাম বসাচ্ছি বাচ্চাদের।

এটা হলেই চলে যাবো।

এর মাঝে খেয়েছিও।

তবে ওয়ার্কলিস্টে একটা লেখালিখি ছিলো । সামুর জন্য যুদ্ধ করতে গিয়ে সেটা হলো না ! :(

৫৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: সে জেন হাওয়ায় উড়া প্রজাপতি
সে যে মায়াবতী
লেখক বলেছেন: কে !!!!!!!

তুমি!!!!!!!!


বলে কি !!!
মোটেই না যার লেখা ভালোবাসি ,দেখা ,অদেখা ভালোবাসি ,যার দাঁত ভাঙা জবাব ভালোবাসি ।
আজন্ম ন্যাকা মনি হচ্ছে " হাওয়ায় উড়া প্রজাপতি "

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

অপ্‌সরা বলেছেন: কার কার কার!!!!!!!!!!!


কার লেখা ভালোবাসো???
কার দেখা অদেখায় হাসো!!!!!
দাঁতভাঙ্গা জবাব না খট্টাঙ্গ পূরান
কোন কথা শুনিতে যে ফাটিছে পরাণ!!!!!

৫৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: @ মনিরা সুলতানা : "এতো সহজেই ভলোবেসে ফেলি কেনো" ! মানেে ??? একে কবি অপসরানন্দ, তার মধ্যে উৎসর্গ নামটা দেখতে হবেনা ! দুইয়ে দুইয়ে দশ ! ব্যপার সহজ না !!

এই রে সহজ ভেবে সহজে ভালোবেসেছিলাম ,উৎসর্গ দেখার পর চিন্তায় পরে গেলাম :P
এর মাঝে যদি আবার কথাকেথি নিজের দাবি নিয়ে এগিয়ে আসে ,তাইলেই খাল্লাস :``>>

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

অপ্‌সরা বলেছেন: কোনো দাবী দাওয়া নেই

তোমাকে চাই!!!!!!!!!!

শেষ পর্যন্ত তোমাকে চাই!!!!!! :)

৫৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২২

মলাসইলমুইনা বলেছেন: @ মনিরা সুলতানা : তখন দুইয়ে দুইয়ে বিশ !! আমি হিসেব সহজ রাখার জন্য দশ কম দেখিয়েছিলাম |ব্যাপার তখনও কঠিন ! অতি কঠিন !

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

অপ্‌সরা বলেছেন: বিশ দু'গুনে চল্লিশ!!!!!!!!!! :)

৫৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: অপ্‌সরা ঠাকুরী দেখছি রবিন্দ্রনাথ ঠাকুরকে ছাড়িয়ে গেছে!!!

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

অপ্‌সরা বলেছেন: উনার বংশধর না !!!!!!!!!! না ছাড়ালে চলবে!!!!!!! :)

৬০| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

মনিরা সুলতানা বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: @ মনিরা সুলতানা : তখন দুইয়ে দুইয়ে বিশ !! আমি হিসেব সহজ রাখার জন্য দশ কম দেখিয়েছিলাম |ব্যাপার তখনও কঠিন ! অতি কঠিন !
১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪ ০
লেখক বলেছেন: বিশ দু'গুনে চল্লিশ!!!!!!!!!! :)


সইত্য যে কঠিন কঠিনেরে ভালবাসিলাম , সে করেনা বঞ্চনা :P

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

অপ্‌সরা বলেছেন: আমি এখন রঞ্জনা আর খঞ্জনা ম্যুডে আছি!!!!!!!

আর তুমি আনলে বঞ্চনা!!!!!!!! :(


আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নাম অঞ্জনা,
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে--

আমাদের সেই আমার নামটি ........ :)

৬১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

নাগরিক কবি বলেছেন: আমি নিজেই একটা কবিতা এইটা কি জানো না। :)
আই এম ব্যক ইন দা প্যাভিলিয়ন। কেমম আছো বুবু? B-))

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

অপ্‌সরা বলেছেন: ভালো আছি ভাইয়ু!!!!!!!!!


আবার কবিতার নাম নিসো!!!!!!!!!!! X((

৬২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১১

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহা, B-) ডেন্সিং ইমো হব্বে ;)

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

অপ্‌সরা বলেছেন: ইমোর কি দরকার! ড্যান্স করে ভিডিও করে আমাদেরকে দেখিয়ে যাও!!! :)

৬৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

ফয়সাল রকি বলেছেন: ছেলে কবিতা / মেয়ে কবিতার পার্থক্য করতে পারি না :(

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

অপ্‌সরা বলেছেন: পার্থক্যের দরকার নেই ভাইয়া। এমনি এমনি পড়ো! :)

৬৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

রাতুল_শাহ বলেছেন: হে অপ্সরী অপ্সরা তোমার এমন কবিতা বুঝার মেধা আমার হয় নাই। ইহা বুঝিতে বাংলা শব্দ ভান্ডার দখল লইতে হবে।

একদিকে ইংরেজ শব্দের ভান্ডার দখল করতে গিয়ে জীবনের ২৪ বছর কাটিয়া গেল, সমতালে চলছে রাশিয়ার শব্দ ভান্ডার দখলের চেষ্টা।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১২

অপ্‌সরা বলেছেন: তোমার অসাধ্য কিছু আছে হে বালক!

চেরেষ্টা করিয়া যাও..... :)

৬৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



মেয়ে কবিতা । নারী কবিতা
মা কবিতা
বাবা কবিতা

একি !! লিখতে লিখতে সব লিখে ফেললাম !

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

অপ্‌সরা বলেছেন: আরও কিছু বাকী নেই নাকি! :(

৬৬| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: ৬৫. ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯ ০
কথাকথিকেথিকথন বলেছেন:



মেয়ে কবিতা । নারী কবিতা
মা কবিতা
বাবা কবিতা

একি !! লিখতে লিখতে সব লিখে ফেললাম !


B:-)


এবার নাতিপুতিরা বাকি!!!!!!!! :)

৬৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:





এখন তো ছেলে কবিতাও লিখিয়া ফেলিলাম যা লিখতে গিয়া আপনার কাছ থেকে আমরা একটা প্রেম কাব্য পেলাম !!!

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

অপ্‌সরা বলেছেন: প্রেম কাব্য!!!!!!! কই কই !!!!!!!

যাই হোক আমার ব্লগীয় জরীপে অংশ গ্রহন করিয়া আমাকে কৃতার্থ করো!

৬৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + :)

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ! :)

৬৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "লিখিতে যাইয়া হয়ে গেলো ছেলে ও মেয়ে ওরফে ছেলেমেয়ে কবিতা"---লেডিস ফার্স্ট করলে কি কবিতা হপে ?

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

অপ্‌সরা বলেছেন: মেয়েছেলে কবিতা হা হা হা হা হা হা হা


ভাইয়া ! হাসতে হাসতে মরলাম!!!!!!

৭০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!

৭১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা না হয় হল কিন্তু ছবিতেও তো কোন ছেলে মডেল নেই।

এটাও ভুল করে। হা.হা.হা........................................................

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

অপ্‌সরা বলেছেন: হা হা ওহ ইহা একটি আগুনে পোড়া খাঁটি শুদ্ধ কবিতা।

৭২| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি তো দেখি ভালোই কবিতা লেখেন। এটা জানতাম না। পড়তে গিয়ে মনে হলো এটা কি আমাদের সেই পরিচিত লুতুপুতু শায়মা? :D :D

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

অপ্‌সরা বলেছেন: হা হা এটা তো আমার খট্টাঙ্গ পুরান চর্চা টাইপ কবিতা!!! :P

আই এ্যাম স্টিল লুতুপুতুই আছি ভাইয়ু!!!!!! শুধু মাঝে মাঝে খট্টাঙ্গ লিখি সাটাঙ্গেও লিখি! :P

এক্সপেরিমেন্ট !!!! :)

৭৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রথম পাঁচটি এবং শেষের ছয়টি পংক্তি চমৎকার হয়েছে। বিশেষ করে প্রথম পংক্তি দুটো পড়ে পাঠক নড়ে চড়ে বসবে বাকি কথাগুলো শোনার জন্য।

৩১ নং মন্তব্য ও প্রতিমন্তব্যের দুটো ছড়াই ভালো লাগল। কি করি আজ ভেবে না পাই এর স্বাস্থ্যের কোন আপডেট জানা থাকলে (অথবা খোঁজ নিয়ে জানতে পারলে) জানাবেন।

২২ শে মে, ২০২৪ দুপুর ১২:৪৪

অপ্‌সরা বলেছেন: না ভাইয়া কি করি ভাইয়ার সাথে কারো কোনো যোগাযোগই নেই আর।কোথাও খুঁজে পাইনা তাকে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.